দিল্লি ক্যাপিটালসের অধিনায়ক এবং উইকেটরক্ষক-ব্যাটার ঋষভ পন্ত এখন পুরোপুরি ফিট। তিনি ব্যাট হাতে ছন্দে রয়েছেন। উইকেটের পিছনেও সমান স্বচ্ছন্দ্য। তবু প্রাক্তন ভারত অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায় শনিবার বলেছেন যে, ওয়েস্ট ইন্ডিজ এবং ইউএসএ-তে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে সুযোগ পাবেন কিনা, এই সিদ্ধান্ত আসতে হলে উইকেটরক্ষক-ব্যাটারকে নিয়ে আরও সময় প্রয়োজন।
২০২২ সালের ডিসেম্বরে একটি ভয়ঙ্কর গাড়ি দুর্ঘটনা ঘটেছিল। তার প্রায় ১৫ মাস পরে আইপিএলের হাত ধরে ২২ গজে প্রত্যাবর্তন করেন পন্ত। আর দিল্লি ক্যাপিটালসের অধিনায়ক চলতি ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে ব্যাক-টু-ব্যাক হাফ সেঞ্চুরি করে প্রমাণ করেছেন, তিনি ফের আগের ছন্দেই ফিরছেন।
আরও পড়ুন: জানতাম একটা ইনিংসেই খেলা ঘুরতে পারে, ভাগ্যের সহায়তা পেয়েছি- সেঞ্চুরি করে অকপট বাটলার
তবে পন্ত ভারতীয় দলে নির্বাচনের জন্য প্রস্তুত কিনা জানতে চাওয়া হলে দিল্লি ক্যাপিটালসের ক্রিকেট ডিরেক্টর সৌরভ বলেন, ‘আরও কয়েকটি ম্যাচ যেতে দিন। ও খুবই ভালো করছে। ও উইকেটকিপিং, ব্যাটিং দু'টি ক্ষেত্রেই ভালো ফর্মে রয়েছে। বিশেষ করে যেভাবে সে গত দুই ম্যাচে ব্যাটিং করেছে। আর এক সপ্তাহ যেতে দিন, এবং তখন আমি এই প্রশ্নের উত্তর দিতে পারব। তবে নির্বাচকেরা ওকে বেছে নেবেন কিনা, এটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। ও ফিট, সম্পূর্ণ ফিট।’
আরও পড়ুন: আমাদের আরও ১০-১৫ রান বেশি করার দরকার ছিল- ঘুরিয়ে কি কোহলির স্লো ব্যাটিংকে দুষলেন ফ্যাফ?
চারটি ম্যাচে প্রায় ১৬০-এর স্ট্রাইক রেটে ১৫২ রান করেছেন পন্ত। এখন ২০২৪ আইপিএলে অষ্টম-সর্বোচ্চ রান সংগ্রাহক। রবিবার দিল্লি ক্যাপিটালস ওয়াংখেড়ে স্টেডিয়ামে মুখোমুখি হবে পাঁচ বারের আইপিএল চ্যাম্পিয়ন মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে।
সৌরভ গঙ্গোপাধ্যায় যোগ করেছেন যে, তিনি বোলিং বিভাগ নিয়ে সন্তুষ্ট। তবে এই মরশুমে এখনও পর্যন্ত চারটি ম্যাচের তিনটিতে হেরে যাওয়া দল অতিরিক্ত ব্যাটার নিয়ে মুম্বইয়ের বিরুদ্ধে শুরু করতে পারে।
আরও পড়ুন: কমলা টুপির লড়াইয়ে কোহলিদের চাপে ফেলছেন SRH-এর অভিষেক শর্মা, ক্লাসেনও উঠে এসেছেন রিয়ানদের ঘাড়ে
সৌরভের দাবি, ‘আমাদের বোলিং ভিভাগটা ভালো। মুকেশ (কুমার) দিল্লি ক্যাপিটালসে এসে নিজেকে আরও নেজেঘষে নিচ্ছে। খলিল (আহমেদ) এবং ইশান্তের (শর্মা) অধীনে উন্নতি করছে। এছাড়াও পৃথ্বী শ'সে এই মরশুমে ভালো ফর্মে ফিরে এসেছে। ঋষভও একজন প্রতিভা প্লেয়ার। অভিষেক পোড়েল এই মরশুমে ভালো শুরু করেছে। আমাদের আরও একজন ব্যাটসম্যান খুঁজে বের করতে হবে, যে বাকি কাজটা করতে পারবে।’
সৌরভ আরও জানিয়েছেন, টুর্নামেন্ট এগিয়ে চলার সঙ্গে সঙ্গে কুমার কুশাগ্রা এবং রিকি ভুইয়ের মতো তরুণ খেলোয়াড়রা অংশগ্রহণের সুযোগ পাবে। যদিও আইপিএল নিলামের সময়ে ঝাড়খণ্ডের তরুণ ব্যাটার কুশাগ্রাকে ডিসি ৭.২ 7.2 কোটিতে কিনেছিল। তিনি এখনও এই মরশুমে আইপিএলের একটি ম্যাচও খেলেননি। সৌরভ বলেন, ‘আশা করি, (রিকি) ভুই, (কুমার) কুশাগ্রার মতো তরুণ খেলোয়াড়দের আমরা সুযোগ দিতে পারব এবং দেখা যাক, কী ভাবে, কী করা যায়।’