শুভব্রত মুখার্জি: আন্তর্জাতিক ক্রিকেট হোক কিংবা ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট বিরাট কোহলি মাঠে নামা মানেই আলাদা একটা উত্তেজনা, উন্মাদনা কাজ করে। সব সময়ে খবরের শিরোনামে থাকেন তিনি। আর তিনি মাঠে নামা মানেই কোনও না কোন নজির হয় তৈরি হবে, না হয় ভাঙবে, অনেকটা এমন রীতিই হয়ে গিয়েছে। তা সে ব্যাটিংয়ের সময়ে হোক কিংবা ফিল্ডিংয়ের সময়ে কোনও না কোনও ভাবে নজির তিনি সৃষ্টি করতে সিদ্ধহস্ত। সোমবারও তাঁর ব্যতিক্রম হল না। নিজেদের ঘরের মাঠে চিন্নাস্বামী স্টেডিয়ামে গুরুত্বপূর্ণ ম্যাচে পঞ্জাব কিংসের বিরুদ্ধে এক নয়া নজির স্থাপন করলেন বিরাট কোহলি।
টি-২০ ফর্ম্যাটের ক্রিকেটে ভারতীয় ক্রিকেটারদের মধ্যে এই নজির গড়লেন কোহলি। এই ফর্ম্যাটে ভারতীয় ক্রিকেটারদের মধ্যে সবথেকে বেশি ক্যাচ ধরার নজির গড়েছেন তিনি। প্রাক্তন ভারতীয় তথা আরসিবির অধিনায়ক সোমবার পঞ্জাবের বিরুদ্ধে ম্যাচে এই নয়া নজির গড়েছেন। আর এই নজির গড়ে তিনি টপকে গিয়েছেন প্রাক্তন ভারতীয় ক্রিকেটার সুরেশ রায়নাকে। আইপিএলে দীর্ঘ সময় সিএসকের হয়ে খেলা রায়নার টি-২০ ফর্ম্যাটে তাঁর ঝুলিতে রয়েছে ১৭২টি ক্যাচ। আর পঞ্জাব ম্যাচ শেষে কোহলির ঝুলিতে রয়েছে ১৭৪ টি ক্যাচ। এদিন ম্যাচে দুটি ক্যাচ ধরেছেন প্রাক্তন আরসিবি অধিনায়ক। পঞ্জাবের দুই ওপেনার শিখর ধাওয়ান এবং জনি বেয়ারস্টোর ক্যাচ ধরেছেন তিনি।
আরও পড়ুন… IPL 2024: আজকের ইনিংসটা পুরোপুরি নিয়ন্ত্রণে ছিল না- ম্যাচ জিতিয়ে কী বললেন দীনেশ কার্তিক?
তবে এদিন কোহলি, রায়নার নজির ভেঙেছেন জনি বেয়ারস্টোর ক্যাচটি ধরে। ঘটনাটি ঘটেছে ম্যাচের প্রথম ইনিংসে পঞ্জাবের ব্যাটিংয়ের সময়ে। সেই সময়ে চলছিল তৃতীয় ওভারের খেলা। বল করছিলেন ভারতীয় তারকা মহম্মদ সিরাজ। ওভারের প্রথম দুই বলে দুটি চার হাঁকান জনি বেয়ারস্টো। তৃতীয় বলে কামব্যাক করেন সিরাজ।
আরও পড়ুন… IPL 2024: আমার নাম ভাঙিয়ে বিশ্বের বহু জায়গায় T20-র প্রচার চলছে- কাকে কথা শোনালেন বিরাট
এবার সিরাজকে মারতে গিয়ে বল জনি বেয়ারস্টোর ব্যাটের উপরের দিকে লাগে। ক্যাচ যায় মিড অন-কভার চত্বরের মাঝামাঝি অঞ্চলে।কভার চত্বর থেকে দৌঁড়ে এসে এই ক্যাচ ধরেন বিরাট কোহলি। ৬ বলে ৮ রান করে প্যাভিলিয়নে ফিরে যান জনি বেয়ারস্টো। আর এই ক্যাচ ধরেই টি-২০ ফর্ম্যাটে ভারতীয় ফিল্ডারদের মধ্যে সর্বাধিক ক্যাচ ধরার নজির গড়েন বিরাট কোহলি। পাশাপাশি এদিন ব্যাট হাতেও দুরন্ত ছন্দে ছিলেন বিরাট। মাত্র ৪৯ বলে ৭৭ রানের একটি মারকাটারি ইনিংস খেলে দলের জয়ের ভিত গড়ে দেন তিনি।যার উপর দাঁড়িয়ে দিনের শেষে আরসিবির জয় নিশ্চিত করেন দীনেশ কার্তিক।