হার্দিক পান্ডিয়া আইপিএল ২০২৪ নিলামের আগে মুম্বই ইন্ডিয়ান্সে ফিরে আসেন। এরপরে রোহিত শর্মার জায়গায় অধিনায়ক করা হয় হার্দিক পান্ডিয়াকে। যা মেনে নিতে পারেননি মুম্বই ইন্ডিয়ান্সের ভক্তেরা। এর জেরে মাঠ ও মাঠের বাইরে মুম্বই ইন্ডিয়ান্স দল নিয়ে ব্যাপক সমালোচনা হয়। রোহিত শর্মার ভক্তরা হার্দিক পান্ডিয়া এবং মুম্বই ইন্ডিয়ান্স ফ্র্যাঞ্চাইজির বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেছেন। এখনও পর্যন্ত রোহিতের ভক্তরা সোশ্যাল মিডিয়ায় হার্দিককে ট্রোল করে চলেছেন। এবার রোহিতের জায়গায় হার্দিককে অধিনায়ক করা নিয়ে বড় বিবৃতি দিয়েছেন টিম ইন্ডিয়ার প্রাক্তন খেলোয়াড় রবিন উথাপ্পা।
কেন রোহিতের বদলে হার্দিককে অধিনায়ক করা হল?
রোহিতের জায়গায় হার্দিক পান্ডিয়াকে মুম্বই ইন্ডিয়ান্সের অধিনায়ক করা নিয়ে বড় ধরনের বক্তব্য দিয়েছেন রবিন উথাপ্পা। টিআরএস পডকাস্টে কথা বলতে গিয়ে উথাপ্পা বলেছিলেন যে গত বেশ কয়েক বছর ধরে, আইপিএলে রোহিত শর্মার সক্ষমতা নিয়ে প্রশ্ন উঠেছিল। তিন বছর তার অধিনায়কত্বে কোনও শিরোপা জিততে পারেনি দল।
এই সময়ে ব্যাটসম্যান ও অধিনায়ক হিসেবে তেমন সাফল্য পাননি রোহিত শর্মা। ফ্র্যাঞ্চাইজির দৃষ্টিকোণ থেকে, রোহিতের জায়গায় হার্দিককে অধিনায়ক করা ঠিক ছিল। আমরা যদি হার্দিক পান্ডিয়ার কথা বলি, এই মরশুম এখনও পর্যন্ত তার জন্য বিশেষ কিছু হয়নি। বোলিংয়ে বাজেভাবে মার খাচ্ছেন হার্দিক পান্ডিয়া।
আরও পড়ুন… যে সব দল পার্টি করে, তারা এখনও IPL জিততে পারেনি- কাদের দিকে আঙুল তুললেন সুরেশ রায়না
এই মরশুমে জ্বলে উঠেছে রোহিতের ব্যাট
মুম্বই ইন্ডিয়ান্সের অধিনায়ক রোহিত শর্মা ২০১৯ সালের আইপিএলে ৪০০ এর বেশি রান করেছিলেন। এরপর তার পারফরম্যান্সে ক্রমাগত পতন ঘটে। কিন্তু এখন সিজন-১৭ তে রোহিত শর্মা অসাধারণ ব্যাটিং করছেন। শুরু থেকেই বিপক্ষ বোলারদের মারতে শুরু করছেন রোহিত শর্মা। চলতি মরশুমে সেঞ্চুরিও করেছেন রোহিত শর্মা। রোহিত সিএসকে-র বিরুদ্ধে ১০৫ রানের ইনিংস খেলেছিলেন। এই মরশুমে এখনও পর্যন্ত ৭ ম্যাচে ২৯৭ রান করেছেন রোহিত শর্মা। অরেঞ্জ ক্যাপের দৌড়ে বিরাট কোহলি ও রিয়ান পরাগের পর তৃতীয় স্থানে রয়েছেন রোহিত শর্মা।
পয়েন্ট টেবিলে মুম্বই ইন্ডিয়ান্সের কী অবস্থা-
এখনও পর্যন্ত সাত ম্যাচের শেষে ছয় পয়েন্ট নিয়ে লিগ টেবিলের সাত নম্বরে রয়েছে মুম্বই ইন্ডিয়ান্স। এই সাত ম্যাচের মধ্যে তিনটিতে জিতেছে তারা এর পাশাপাশি চারটি ম্যাচে হাতে হয়েছে হার্দিক অ্যান্ড কোম্পানিকে। এই অবস্থায় প্রথম চারে জায়গা করার জন্য প্রতি ম্যাচে লড়াই চালাচ্ছে তারা। এর মাঝেই দলের ক্যাপ্টেন্সি নিয়ে বিতর্ক উঠেছে। এখন দেখার টিম ম্যানেজমেন্ট শেষ পর্যন্ত কী করে।