বাংলা নিউজ > ক্রিকেট > KKR vs RCB, IPL 2024: করণকে তুচ্ছতাচ্ছিল্য করে সিঙ্গল নিতে রাজি হননি কার্তিক, এক রানে হারের পর প্রশ্নে রণনীতি

KKR vs RCB, IPL 2024: করণকে তুচ্ছতাচ্ছিল্য করে সিঙ্গল নিতে রাজি হননি কার্তিক, এক রানে হারের পর প্রশ্নে রণনীতি

করণকে তুচ্ছতাচ্ছিল্য করে সিঙ্গল নিতে রাজি হননি কার্তিক, এক রানে হারের পর প্রশ্নে রণনীতি।

Kolkata Knight Riders vs Royal Challengers Bengaluru: জিততে হলে শেষ দুই ওভারে আরসিবি-র ৩১ রান প্রয়োজন ছিল এবং ক্রিজে ছিলেন কার্তিক এবং করণ শর্মা। ১৯তম ওভারে রাসেলকে একটি ছক্কা এবং একটি চার মারেন কার্তিক। ওভারের শেষ বলে তিনি আউটও হয়ে যান। কিন্তু বাকি তিন বলে সুযোগ থাকলেও, কার্তিক সিঙ্গল নেননি।

রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু ২০২৪ ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে হেরেই চলেছে। রবিবার কলকাতার ইডেন গার্ডেন্সে হাই-স্কোরিং ম্যাচে হাড্ডাহাড্ডি লড়াইয়ের পর, শেষ পর্যন্ত ১ রানে ম্যাচ হেরে যায় আরসিবি। এটি তাদের টানা ষষ্ঠ পরাজয়। এখন যা পরিস্থিতি, তাতে প্লে-অফের আশা কার্যত তলানিতে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর।

এদিন কলকাতা নাইট রাইডার্সের দেওয়া ২২৩ রানের বিশাল লক্ষ্য তাড়া করতে নেমে, মাঠ কামড়ে লড়াই করেছিল আরসিবি। কিন্তু ২০ ওভারে ২২১ রানে অলআউট হয়ে যায় তাকা। ১ রানে হারের যন্ত্রণা নিয়ে তাদের মাঠ ছাড়তে হয়। তবে এই ম্যাচকে ঘিরে আগাগোড়া ছিল টানটান উত্তেজনা, রোমাঞ্চকর মুহূর্ত। তবে এই ম্যাচে বিরাট কোহলির আউট নিয়ে যেমন বিতর্ক তৈরি হয়েছে, তেমনই দীনেশ কার্তিকের সিদ্ধান্ত ঘিরেও চলছে তুমুল বিতর্ক।

আরও পড়ুন: বেগুনি টুপির লড়াইয়ে যুজিকে টপকে বড় লাফ হর্ষালের, কমলা ক্যাপের তালিকায় শুভমন উঠে এলেন চারে

আরসিবি-র তারকা ফিনিশার দীনেশ কার্তিক গুরুত্বপূর্ণ ওভারে সিঙ্গল নিতে অস্বীকার করেন। তখন উল্টোদিকে স্ট্রাইকে ছিলেন করণ শর্মা। করণকে কিছুটা তাচ্ছিল্য করেই সম্ভবত রান নিতে রাজি হননি কার্তিক। স্বাভাবিক ভাবেই ১ রানে আরসিবি ম্যাচ হারার পর এই নিয়ে বিতর্ক শুরু হয়েছে। বিশেষ করে শেষ ওভারে করণ শর্মা যে ভাবে মিচেল স্টার্ককে তিনটি ছক্কা হাঁকান, সেটা দেখার পর এই বিতর্কের আগুনে নিঃসন্দেহে ঘি পড়েছে।

আরও পড়ুন: PBKS হারলেও নায়ক আশুতোষ, কে এই প্লেয়ার? যাঁর ব্যাটিংয়ে মুগ্ধ সূর্য-বুমরাহরা ম্যাচের পর আলাদা করে দেখা করলেন তরুণের সঙ্গে

ঘটনাটি ঠিক কী ঘটেছে?

জিততে হলে শেষ দুই ওভারে আরসিবি-র ৩১ রান প্রয়োজন ছিল এবং ক্রিজে ছিলেন ফর্মে থাকা কার্তিক এবং করণ শর্মা। ম্যাচটি তখনও ফিফটি-ফিফটি ছিল। ১৯তম ওভারে স্ট্রাইকে ছিলেন কার্তিক। তিনি এই ওভারে আন্দ্রে রাসেলকে একটি ছক্কা এবং একটি চার মারেন। ওভারের শেষ বলে তিনি আউটও হয়ে যান। কিন্তু বাকি তিন বলে সুযোগ থাকলেও, কার্তিক সিঙ্গল নেননি। এতে সকলেই খুব অবাক হয়েছেন। আর এটি ঘটিয়ে আরসিবি-র জন্য সমীকরণটিকে কার্তিক আরও চ্যালেঞ্জিং করে তুলেছিলেন।

আরও পড়ুন: রাওয়ালপিন্ডিতে চ্যাপম্যান ঝড়, পাক বোলারদের গুঁড়িয়ে ৭ উইকেটে জিতে সিরিজে সমতা ফেরাল দ্বিতীয় সারির কিউয়ি টিম

শেষ পর্যন্ত ১৮ বলে ২৫ করে কার্তিক সাজঘরে ফেরেন। তবে এতেও হাল ছাড়েনি আরসিবি। তাদের জিততে হলে শেষ ওভারে ২১ রান দরকার ছিল। হাতে ছিল ২ উইকেট। আর ম্যাচের শেষ ওভারে বল করতে আসেন কেকেআর-এর মিচেল স্টার্ক।

স্টার্কের ওভারে তিনটি ছক্কা হাঁকান করণ শর্মা। তবে পঞ্চম বলে স্টার্কের হাতেই ক্যাচ দেন। ৭ বলে ২০ করে সাজঘরে ফেরেন করণ। এর পর শেষ বলে বেঙ্গালুরুর দরকার ছিল ৩ রান। সেই বলে রান হয় ঠিকই, তবে দ্বিতীয় রান নিতে গিয়ে লকি ফার্গুসন রানআউট হয়ে যান। জয়ের কাছে পৌঁছেও ম্যাচটি হারতে হয় আরসিবি-কে। আর এর জন্য এখন কাঠগড়ায় উঠেছেন কার্তিক। ১৯তম ওভারে তাঁর সিঙ্গল না নেওয়ার সিদ্ধান্তের কারণে।

ক্রিকেট খবর

Latest News

রোদ-বৃষ্টিতেই প্যান্ডেল হপিংয়ের প্ল্যান? অসুখ থেকে দূরে থাকুন এভাবে পুজোর প্রেমে আস্থা নেই! বঁধুয়া শেষ, দুর্গাপুজো শহরের বাইরেই কাটবে সুরভীর বাবার কোলে বসে আছেন মা, ঠনঠনিয়ার দত্তবাড়িতে মায়ের পুজো হয় বৈষ্ণব মতে পুজোর দিনে লিভিং রুম তাক লাগাবে অতিথিদের, সাজানোর সময় মনে রাখুন ছোট্ট কিছু টিপস পুজোয় বাঙালি সাজে দিমি-বিশাল-শুভাশিস, ভাইরাল তারকারা ফিল্ডিংয়ে কোনও ঢিলেমি বরদাস্ত নয়, বাংলাদেশের বিরুদ্ধে নামার আগে ‘কঠোর’ গম্ভীর পাঁচ বছর পর জুম্মাবারে রাইফেল হাতে ইজরায়েলকে নিশানা করলেন ইরানের সুপ্রিম নেতা ওয়ার্ল্ড টেনিস লিগে বিশ্বসেরাদের সঙ্গে অংশ নেবেন সুমিত নাগাল দর্শনার্থীদের গঙ্গার নিচ দিয়ে মণ্ডপে নিয়ে যাবে মেট্রো, তাক লাগাচ্ছে এই পুজো আম্পায়ারের ভুলে রান-আউট পেল না ভারত! হরমনপ্রীতদের বঞ্চনায় সোচ্চার অশ্বিন- ভিডিয়ো

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.