শুভব্রত মুখার্জি: চলতি আইপিএলের মরশুম শুরুর আগেই অনুষ্ঠিত হয়েছিল মিনি নিলামের আসর। সেই নিলামেই ঝড় তুলেছিল দুই অজি পেসার প্যাট কামিন্স এবং মিচেল স্টার্ক। তাদের দলে নিতে রীতিমতো লড়াই চলে ফ্র্যাঞ্চাইজিগুলোর মধ্যে। প্রথমে প্রায় ২১ কোটি টাকাতে প্যাট কামিন্সকে দলে নিয়ে নজির গড়ে সানরাইজার্স হায়দরাবাদ। এর কিছুক্ষণের মধ্যে সেই নজির ভেঙে দেন মিচেল স্টার্ক। তাঁকে ২৪.৭৫ কোটি টাকা খরচ করে দলে নেয় কেকেআর। আইপিএলের ইতিহাসে সব থেকে দামি ক্রিকেটার হন স্টার্ক। চলতি মরশুমে সেই স্টার্কের পারফরম্যান্স কিন্তু বল হাতে একেবারেই ভালো নয়। লখনউ সুপার জায়ান্টস ম্যাচ বাদ দিলে বাকি সব ম্যাচেই অতিরিক্ত রান দিয়েছেন। সেই ভাবে উইকেটও পাননি তিনি। মঙ্গলবার রাতে ইডেন গার্ডেন্সে রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে বেদম পিটুনি খেয়েছেন স্টার্ক। আর এবার স্টার্কের পারফরম্যান্স নিয়েই মুখ খুলেছেন ইরফান পাঠান। তিনি ঘুরিয়ে কটাক্ষ করেছেন তাঁকে। পাঠানের মতে, সবচেয়ে দামি ক্রিকেটার দলের সব থেকে বড় দুর্বলতা হতে পারে না।
আরও পড়ুন: পাগল নাকি? মুকেশের উপর বেজায় চটলেন কুলদীপ, পরিস্থিতি সামলাতে ছুটে আসতে হল পন্তকে- ভিডিয়ো
রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে ম্যাচে চার ওভার বোলিং করেছেন স্টার্ক। দিয়েছেন ৫০ রান। ইকোনমি রেট ১২.৫০। যা একেবারেই সাদামাটা পারফরম্যান্স। রাজস্থান রয়্যালসের ব্যাটার জোস বাটলার তাঁর বিরুদ্ধে মারমুখী মেজাজে ব্যাট করেছেন। ফলে বিশাল রান করেও ম্যাচ জিততে পারেনি কেকেআর। আর তার পরেই সোশ্যাল মিডিয়াতে পরোক্ষ ভাবে স্টার্কের সমালোচনা করেছেন ইরফান পাঠান। তিনি তাঁর এক্স হ্যান্ডেলে লিখেছেন, ‘তোমার দলের সব থেকে দামি ক্রিকেটার, দলের সব থেকে বড় দুর্বলতার কারণ হতে পারে না।’
চলতি মরশুমে কেকেআরের হয়ে ইডেন গার্ডেন্সে লখনউ সুপার জায়ান্টসের বিরুদ্ধে ম্যাচে ফর্মে ফেরার ইঙ্গিত দিয়েছিলেন স্টার্ক। তিনি ওই ম্যাচে নিয়েছিলেন তিনটি উইকেট। দিয়েছিলেন ২৮ রান। ওই ম্যাচে কেকেআর জিতেছিল ৮ উইকেটে। তবে পরের ম্যাচেই ছন্দপতন ঘটেছে স্টার্কের। রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে কেকেআরের হয়ে বোলিং ওপেন করেন স্টার্ক। প্রথম ওভারে দেন ১১ রান। পাওয়ারপ্লেতে তিনি দুই ওভার বল করে দেন ২৪ রান। এর পর দশম ওভারে ফিরে এসে তিনি দেন আট রান। রাজস্থান রয়্যালসের ইনিংসের ১৮তম ওভারে তিনি করেন ১৮ রান। সব মিলিয়ে তিনি চার ওভারে দিয়েছেন ৫০ রান। চলতি মরশুমে ৬ ম্যাচ খেলে স্টার্ক দিয়েছেন ২৩২ রান। উইকেট নিয়েছেন মাত্র পাঁচটি।