বাঁ-দিকে কার্যত উড়ে গিয়ে এক হাতে ছোঁ মেরে ক্যাচ ধরেন রিস টপলি। একেবারে বাজপাখির মতোই উড়ে গিয়ে শিকার ধরলেন যেন! আর তাতেই মুম্বই ইন্ডিয়ান্স তাদের গুরুত্বপূর্ণ ব্যাটারের উইকেট হারিয়ে বসে থাকল। বৃহস্পতিবার মুম্বইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর রিস টপলির দুরন্ত ক্যাচই রোহিত শর্মাকে সাজঘরে ফেরান। তাঁর এমন ফিল্ডিং দেখে চোখ কপালে উঠেছে বিশেষজ্ঞদেরও।
টপলি যেন ‘উড়ন্ত বাজ’
ঘটনাটি ঘটেছে মুম্বইয়ের ইনিংসের ১২তম ওভারের দ্বিতীয় বলে। যখন অফ-স্পিনার উইল জ্যাকসের বলটি রোহিত স্কোয়ারের পিছন দিকে সুইপ করতে যান। কিন্তু শর্ট ফাইন লেগে ক্যাচ ওঠে। সেখানে ফিল্ডিং করছিলেন রিস টপলি। তবে টপলির চেয়ে বলটা বেশ খানিকটা দূরে ছিল। তিনি যে ক্যাচ নিতে পারবেন, ভাবেননি সম্ভবত রোহিতও। কিন্তু টপলি বাঁ-দিকে কার্যত উড়ে দিয়ে বাঁ-হাত বাড়িয়ে ক্যাচটি ধরেন। এক কথায় অবিশ্বাস্য ক্যাচ! রোহিত ২৪ বলে বলে ৩৮ রান করে আউট হয়ে যান। তাঁর ইনিংস সাজানো ছিল তিনটি চার এবং একটি ছক্কায়।
খেলার সংক্ষিপ্ত ফল
শেষ পর্যন্ত হারের হ্যাটট্রিকের ধাক্কা সামলে পরপর দু'ম্যাচে জয় ছিনিয়ে নিল মুম্বই ইন্ডিয়ান্স। বৃহস্পতিবার ঘরের মাঠে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুকে হারাল তারা। প্রথমে ব্যাট করে দু'শোর কাছাকাছি রান করেছিল বেঙ্গালুরু। কিন্তু সেই রান করেও মুম্বইকে আটকাতে পারেনি আরসিবি। ইশান কিষান, সূর্যকুমার যাদবদের ব্যাটে ৭ উইকেটে জয় ছিনিয়ে নেয় মুম্বই। আর এই জয়ের হাত ধরে যখন বড় অক্সিজেন পেল হার্দিক পান্ডিয়ার দল, তখন ছ'ম্যাচের মধ্যে পাঁচটিতে হেরে চাপ আরও বাড়ল কোহলিদের উপর।
আরও পড়ুন: ইগো রাখলে চলবে না, যেদিন খারাপ বল করি, পর দিন আত্মবিশ্লেষণ করি- অকপট ম্যাচের সেরা বুমরাহ
এদিন টস হেরে আরসিবি প্রথমে ব্যাট করতে নেমে ৮ উইকেট হারিয়ে ১৯৬ রান করে। ফ্যাফ ডু'প্লেসির ৪০ বলে ৬১ রানের ইনিংসটি তাদের ভিত শক্ত করেছিল। এর পর রজত পতিদার মাত্র ২৬ বলে ৫০ রানের ঝোড়ো ইনিংস খেলেন। ইনিংসের শেষ দিকে দীনেশ কার্তিকের অপরাজিত ২৩ বলে ৫৩ রানের ক্যামিও ইনিংসটি আরসিবি-কে ২০০-র কাছাকাছি পৌঁছে দিয়েছিল। মুম্বইয়ের ৫ উইকেট নেন বুমরাহ।
আরও পড়ুন: ভুলে যাবেন না হার্দিক দেশের হয়ে খেলেন, কী ভাবে ওয়াংখেড়েকে শান্ত করলেন কোহলি?- ভিডিয়ো
তবে ইশান কিষান এবং সূর্যকুমার যাদবের সাইক্লোনে মুম্বই ইন্ডিয়ান্স সহজ জয় ছিনিয়ে নেয়। ৩৪ বলে ৬৯ রান করেন ইশান। ১৯ বলে ৫২ করেন সূর্য। এছাড়া ২৪ বলে ৩৮ করেছিলেন রোহিত শর্মা। শেষে হার্দিক ৬ বলে অপরাজিত ২১ রানের ঝোড়ো ইনিংস খেলে মুম্বইকে জয়ের লক্ষ্যে পৌঁছে দেন। ৭ উইকেটে জয় ছিনিয়ে নেয় এমআই।