রবিবার ওয়াংখেড়েতে দিল্লি ক্যাপিটালসকে ৩৩ রানে হারিয়ে ২০২৪ ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) প্রথম জয় ছিনিয়ে নিয়েছে মুম্বই ইন্ডিয়ান্স। মুম্বই ফ্র্যাঞ্চাইজির অধিনায়ক হিসেবে হার্দিক পান্ডিয়ার এটি প্রথম জয় ছিল। এই ম্যাচে রোহিত শর্মা ২৭ বলে ৪৯ রানের একটি দুর্দান্ত ইনিংস খেলেন। যদিও ১ রানের জন্য হাফসেঞ্চুরি মিস করেন রোহিত। তবে তাঁর এই নকটির জন্য কোচ মার্ক বাউচারের থেকে হিটম্যান একটি বিশেষ পুরস্কার পান।
পুরষ্কার পাওয়ার পর, রোহিত গোটা দলের উদ্দেশ্যে একটি বক্তব্যও রাখেন। দলটি একটি ইউনিট হিসেবে দিল্লির বিরুদ্ধে ম্যাচে যে লড়াই করেছে এবং স্কোরবোর্ডে তারা ৫ উইকেটে ২৩৪ রান যোগ করেছিল, তার উচ্ছ্বসিত প্রশংসাও করেন রোহিত।
আরও পড়ুন: আপনি পরের ডিফেন্স মিনিস্টার হবেন! নিজের স্ট্রাইকরেট নিয়ে দলের মধ্যেই মস্করায় মাতলেন রাহুল- ভিডিয়ো
রোহিতকে বিশেষ পুরস্কার
মুম্বই ইন্ডিয়ান্সের তরফে যে ভিডিয়োটি প্রকাশ করা হয়েছে, তাতে দেখা গিয়েছে, শুরুতেই মার্ক বাউচার বলছেন, ‘রো আমরা তোমাকে একটি পুরস্কার দিতে চলেছি। কারণ তুমি ব্যাটিং লাইন আপের সিনিয়র একজন যোদ্ধা।’ বাউচারের এই ঘোষণা শুনে প্রথমে অবাক হলেও, পরে হেসে ফেলেন রোহিত। কায়রন পোলার্ড তাঁর জার্সিতে একটি বিশেষ ব্যাচ পরিয়ে দেন।
আরও পড়ুন: ব্যাটাররা হতাশ করেছে- নিজে ১৯ রানে বোল্ড হয়ে, হারের জন্য ব্যাটিং লাইন-আপকেই দুষলেন শুভমন
হিটম্যানের বক্তব্য
এর পর রোহিত বলেন, ‘টিমের অসাধারণ ব্যাটিং পারফরম্যান্স দেখা গেল। এমন ব্যাটিং করার চেষ্টা কিন্তু আমরা প্রথম ম্যাচ থেকেই করছি। এর থেকে পরিষ্কার যে, ব্যক্তিগত পারফরম্যান্সই সব কিছু নয়। যদি পুরো ব্যাটিং বিভাগ ভালো পারফর্ম করে, দল হিসেবে খেলে, তবে সঠিক লক্ষ্যে এগোলে আমরা সাফল্য পাবই। আমরা দীর্ঘদিন ধরে এটা নিয়ে আলোচনা করছিলাম। ঠিক এই পারফরম্যান্সটাই চাইছিল ব্যাটিং কোচ (কায়রন পোলার্ড), মার্ক (বাউচার) এবং অধিনায়ক (হার্দিক পান্ডিয়া)। তাই অসাধারণ লাগছে। আশা করি এই ছন্দটা আমরা ধরে রাখতে পারব।’
আরও পড়ুন: কোথায় ঝামেলা? দূরত্বই বা কোথায়? রোহিত-হার্দিকের সৌহার্দ্যের ভিডিয়ো ভাইরাল
ম্যাচের সংক্ষিপ্ত ফল
রবিবার দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে টস হেরে প্রথমে ব্যাট করতে নেমে রোহিত শর্মা এবং ইশান কিষান শুরুটা দারুণ করেন। ২৭ বলে ৪৯ রান করেন রোহিত। মাত্র ১ রানের জন্য অর্ধশতরান হাতছাড়া করেন। ইশান কিষান আবার ২৩ বলে ৪২ করেন। হার্দিক বরং অনেক স্লো ব্যাট করেছেন। ৩৩ বলে ৩৯ করেছেন তিনি। ২১ বলে অপরাজিত ৪৫ করেন টিম ডেভিড। এছাড়া শেষ পাতে মুম্বইকে মিষ্টি মুখ করান রোমারিও শেফার্ড। তিনি ১০ বলে অপরাজিত ৩৯ করেন। সেই সঙ্গে মুম্বইয়ের স্কোর পৌঁছে যায় ৫ উইকেটে ২৩৪ রানে।
রান তাড়া করতে নেমে হাড্ডাহাড্ডি লড়াই করেছিল দিল্লিও। ৪০ বলে ৬৬ করেন পৃথ্বী শ'। ৩১ বলে ৪১ করেন অভিষেক পোড়েল। চারে নেমে ত্রিস্তান স্টাবস ঝড় তোলেন। ২৫ বলে ৭১ করে অপরাজিত থাকলেও, শেষ পর্যন্ত তিনি দলকে জেতাতে পারেননি। ৮ উইকেট হারিয়ে ২০৫ রানে থেমে যায় দিল্লির ইনিংস। ২৯ রানে ম্যাচ জেতে মুম্বই ইন্ডিয়ান্স।