হর্ষিত রানার আগ্রাসন নিয়ে মহেন্দ্র সিং ধোনি এবং বিরাট কোহলির ফ্যানদের বাকযুদ্ধ শুরু হয়ে গেল। শনিবার ইডেন গার্ডেন্সে সানরাইজার্স হায়দরাবাদের মায়াঙ্ক আগরওয়ালকে আউট করার পরে কলকাতা নাইট রাইডার্সের (কেকেআর) হর্ষিত যে চূড়ান্ত আগ্রাসনের সঙ্গে ‘ফ্লাইং কিস’ ছোড়েন, তা দেখে চটে যান ধোনি ফ্যানদের একাংশ। তাঁরা তরুণ হর্ষিতের মনোভাব নিয়ে প্রশ্ন তুলতে থাকেন। অনেকে বলতে থাকেন যে অল্প বয়সেই বেশি ‘বেশি উড়ছেন’ হর্ষিত। যদিও পালটা ধোনির একটি ‘কীর্তির’ কথা স্মরণ করিয়ে দেন বিরাটের ভক্তরা। আম্পায়ারের সিদ্ধান্তে রেগে গিয়ে ধোনি যখন ম্যাচের মধ্যেই মাঠে ঢুকে এসেছিলেন, সেই ছবি পোস্ট করে দেন কয়েকজন। সবমিলিয়ে পুরো বিষয়টি নিয়ে তরজা শুরু হয়েছে।
নিজেকে ধোনি এবং চেন্নাই সুপার কিংসের ফ্যান হিসেবে দাবি করা এক নেটিজেন কেকেআর পেসারের ছবি পোস্ট করে বলেন, ‘এই বিরক্তিকর খেলোয়াড়কে শীঘ্রই বেআব্রু করে দেওয়া হবে।’ অপর একজন বলেন, ‘বোলার ভালো। কিন্তু বড্ড বেশি আগ্রাসী। এমন হাবভাব করছেন যেন কত কিছু করে ফেলেছেন।’ কোনও কোনও স্বঘোষিত ধোনি ও সিএসকে ফ্যানরা বলতে থাকেন, শিবম দুবে, অজিঙ্কা রাহানেরা হর্ষিতকে নিজের ‘যোগ্যতা’ বুঝিয়ে দেবেন।
আরও পড়ুন: KKR vs SRH, IPL 2024: দলকে জিতিয়ে হিরো হলেন, তাও কেন কঠোর শাস্তির মুখে পড়লেন হর্ষিত?
যদিও পালটা দিয়েছেন নেটিজেনদের একাংশ। নিজেকে বিরাট এবং রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর (আরসিবি) ভক্ত হিসেবে দাবি করা এক নেটিজেন বলেন, ‘ক্যাপ্টেন কুল নিজের মেজাজ হারিয়ে ফেলেছিলেন। দারুণ। দারুণ।’ সঙ্গে ম্যাচের মধ্যেই ধোনির মাঠে ঢুকে আসার ছবি পোস্ট করেন তিনি। যে ঘটনাটি ২০১৯ সালের আইপিএলে ঘটেছিল। রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে চেন্নাইয়ের ম্যাচে একটি নো-বলকে কেন্দ্র করে আম্পায়ারদের সিদ্ধান্তে চটে গিয়ে মাঠে ঢুকে পড়েছিলেন ধোনি। যে কারণে তুমুল সমালোচিত হয়েছিলেন। আর ছবি পোস্ট করেই অনেকে ধোনি ভক্তদের পালটা দিয়েছেন।
তবে ধোনি এবং বিরাট ফ্যানদের মধ্যে সেই কথার যুদ্ধ ছাপিয়ে এক কেকেআর সমর্থক বলেছেন, ‘কিছু লোকজন সত্যিই মাঠে এরকম আগ্রাসন এবং সেন্ড-অফ দেখেননি। আজকাল বন্ধুত্বপূর্ণ আবহের জন্য এরকম আর হয় না। কিন্তু আগে মাঠে এরকমই হত। আর সেটা দারুণ ছিল। এত তরুণ হিসেবে হর্ষিতের ওরকমভাবে সেলিব্রেট করার অধিকার নেই বলে যারা হইচই করছে, তাদের বলতে চাই যে ও কেন ওরকমভাবে সেলিব্রেট করবে না।'
আরও পড়ুন: KKR vs SRH, IPL 2024: হর্ষিত নিজেই আমার কাছে শেষ ওভারে বল করার দাবি জানিয়েছিল- রহস্য ভেদ করলেন রাসেল
ওই কেকেআর ফ্যান আরও বলেন, ‘ও (হর্ষিত) একজন ফাস্ট বোলার। আগ্রাসন সহজাত বিষয়। আর ও তো শুধু আগ্রাসী সেলিব্রেশন করেনি। পারফরম্যান্স দিয়ে সবাইকে চুপ করিয়ে দিয়েছে।’ যদিও সেই আগ্রাসী সেলিব্রেশনের হর্ষিতের ম্যাচ ফি’র ৬০ শতাংশ কেটে নেওয়া হয়েছে। যিনি শনিবার সানরাইজার্সের বিরুদ্ধে শেষ ওভারে দুর্দান্ত বল করে নাইট ব্রিগেডকে জিতিয়ে দিয়েছেন।