সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে রুদ্ধশ্বাস ম্যাচের ফাইনাল ওভারের নায়ক কলকাতা নাইট রাইডার্সের হর্ষিত রানা বড় শাস্তির মুখে পড়লেন। শেষ ওভারের টানটান উত্তেজনাপূর্ণ লড়াইয়ের পর হর্ষিতকে ম্যাচ ফি-এর ৬০ শতাংশ জরিমানা করা হয়েছে। কিন্তু কেন শাস্তি পেতে হল হর্ষিতকে?
ময়াঙ্ক আগরওয়াল এবং হেনরিখ ক্লাসেনকে আউট করে অশালীন ভঙ্গি করেন হর্ষিত। আঙ্গুল উঁচিয়ে সেন্ড অফ দেন তিনি। আইপিএলের আচরণ বিধি ভঙ্গ করায় হর্ষিতকে ম্যাচের পরেই শাস্তি দিল আইপিএল কর্তৃপক্ষ।
আইপিএল এক বিবৃতিতে প্রকাশ করেছে যে, হর্ষিত আইপিএলের আচরণবিধির ধারা ২.৫-এর অধীনে দু'টি লেভেল ওয়ান অপরাধ করেছে। যার জেরে যথাক্রমে তাঁর ম্যাচ ফি-এর ১০ এবং ৫০ শতাংশ জরিমানা করা হয়েছে। বিবৃতিতে আরও বলা হয়েছে, ম্যাচ রেফারির শাস্তি মেনে নিয়েছেন এই পেসার।
আরও পড়ুন: IPL 2024-এর ফাইনাল হবে চিপকে, কোয়ালিফায়ার অনুষ্ঠিত হবে আমদাবাদে- রিপোর্ট
আইপিএলের বিবৃতি অনুযায়ী, ‘কলকাতা নাইট রাইডার্সের বোলার হর্ষিত রানাকে ২৩ মার্চ কলকাতার ইডেন গার্ডেন্সে সানরাইজার্স হায়দরাবাদের বিপক্ষে তাঁর দলের ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ ২০২৪-এর ম্যাচ চলাকালীন আইপিএলের কোড অফ কন্ডাক্ট লঙ্ঘনের জন্য তাঁর ম্যাচ ফি এর মোট ৬০ শতাংশ জরিমানা করা হয়েছে। রানা আইপিএলের আচরণবিধির ধারা ২.৪-এর অধীনে দু'টি লেভেল ওয়ান অপরাধ করেছেন। দু'টি অপরাধের জন্য তাঁকে তাঁর ম্যাচ ফি-এর ১০ শতাংশ এবং ৫০ শতাংশ জরিমানা করা হয়েছে। রানা দু'টি অপরাধই স্বীকার করেছে এবং ম্যাচ রেফারির অনুমোদন গ্রহণ করেছে।’
আরও পড়ুন: তুই পারবি বাডি! নার্ভাস হর্ষিতকে শেষ ওভারে যে ভাবে সাহস জোগান শ্রেয়স
শনিবার ইডেন গার্ডেনে শেষ ওভারের টানটান থ্রিলারে জয় ছিনিয়ে নেয় কেকেআর। শেষ ওভারে হায়দরাবাদের ম্যাচ জিততে ৬ বলে ১৩ রান দরকার ছিল। হাতে ছিল ৫ উইকেট। এই রান করাটা মোটেও কঠিন বিষয় ছিল না। বিশেষ করে টি-টোয়েন্টি ম্যাচের ক্ষেত্রে। হর্ষিত রানাকে বল তুলে দেন শ্রেয়স।
প্রথম বলেই ক্লাসেন লম্বা ছক্কা হাঁকান হর্ষিতকে। রান কমে দাঁড়ায় ৫ বলে ৭। কিন্তু এর পরেই ঘোরে ম্যাচের রং। পরের বলে ১ রান দেন হর্ষিত। তৃতীয় বলে শাহবাজ আহমেদকে আউট করেন তিনি। তার পরের বলে হয় ফের ১ রান। হায়দরাবাদের লক্ষ্য দাঁড়ায় ২ বলে ৫ রান। কিন্তু পঞ্চম বলে হর্ষিত হেনরিখ ক্লাসেনকে আউট করেন। ২৯ বলে ৬৩ করে ম্যাচের রং ঘুরিয়ে দেওয়া ক্লাসেন আউট হতেই স্বস্তি পায় কেকেআর। শেষ বলে আর কোনও রান হয়নি। ৪ রানে জয় পায় নাইটরা।