শনিবাসরীয় ইডেনে সুনামী উঠেছিল। আর সেই সুনামীর নাম আন্দ্রে রাসেল। রাসেলের ২৫ বলে ৬৪ রানের ধামাকা ইনিংসে কেঁপে গিয়েছিল সানরাইজার্স হায়দরাবাদের বোলাররা। একটা সময়ে মনে হয়েছিল কেকেআর সম্ভবত ১৫০ রানও করতে পারবে না। সেই সময়ে রাসেল ঝড়ই বদলে দিল পুরো পরিস্থিতি। তাঁর বিধ্বংসী ব্যাটিংয়ের হাত ধরে কলকাতা নাইট রাইডার্স ৭ উইকেট হারিয়ে ২০৮ রান তুলে ফেলে। পরে বল হাতেও রাসেলকে পাওয়া গিয়েছে চেনা ছন্দে। অভিষেক শর্মা এবং আব্দুল সামাদের উইকেট নিয়েছেন তিনি। তাঁর অলরাউন্ড পারফরম্যান্স নাইটদের জয়ের ভিত শক্ত করেছিল। ম্যাচের সেরাও হন রাসেল।
শনিবার সানরাইজার্সকে ৪ রানে হারানোর পর তারকা অলরাউন্ডার আন্দ্রে রাসেল প্রকাশ করেছেন যে, তরুণ পেসার হর্ষিত রানা শেষ ওভারটি তাঁর থেকে চেয়ে নিয়েছিলেন এবং শেষ ওভারের প্রথম বলেই ছক্কা খাওয়ার পরেও, রানা যে ভাবে ১৩ রান রক্ষা করে দলকে জিতিয়েছেন, তার প্রশংসা করেছেন রাসেল।
আরও পড়ুন: IPL 2024-এর ফাইনাল হবে চিপকে, কোয়ালিফায়ার অনুষ্ঠিত হবে আমদাবাদে- রিপোর্ট
রাসেলের অলরাউন্ড প্রদর্শন সত্ত্বেও, সানরাইজার্সের হেনরিখ ক্লাসেন কেকেআর-কে চাপে ফেলে দিয়েছিলেন। তবে রানা শেষ ওভারে ম্যাচের রং বদলে দেন। তিনি তাঁর সংযম বজায় রাখতে পেরেছিলেন এবং শেষ ওভারে ৮ রান দিয়ে দলের জয় নিশ্চিত করেছিলেন। যদিও ক্লাসেন তাঁকে প্রথম বলেই লম্বা একটি ছক্কা মেরেছিলেন। তবে শেষ ওভারে ৮ রান দিয়ে ২ উইকেট নিয়ে হর্ষিত কেকেআর-কে ৪ রানে জিতিয়ে দেন।
আরও পড়ুন: তুই পারবি বাডি! নার্ভাস হর্ষিতকে শেষ ওভারে যে ভাবে সাহস জোগান শ্রেয়স
ম্যাচের পর রাসেল বলেন, ‘ও (হর্ষিত) আমাকে বলেছিল যে, শেষ ওভারটি বল করতে চায়। ও এটি জোর করে দাবি করেছিল এবং প্রথম বলটি ছয় হয়ে যাওয়ার পরে ও শক্তিশালী ভাবেই প্রত্যাবর্তন করে।’ নিজের পারফরম্যান্স নিয়ে হার্ড-হিটার ব্যাটার বলেছেন, ‘কখনও কখনও আমার ইনস্টাগ্রাম দেখে আমি বুঝতে পারি যে, কতটা ভালো ভাবে বল স্ট্রাইক করছি। কতটা ভালো করছি। আমার সামনে যত কঠিন বাধাই আসুক না কেন, আমি প্রতিক্রিয়া জানাতে চেষ্টা করি। গত ২ বছর ধরে বোলারদের আমার বিরুদ্ধে ওদের পরিকল্পনায় সফল হয়েছে। আমি রানের জন্য লড়াই করেছি। আমি জানি যে, প্রত্যেকেরই আমার জন্য একটি পরিকল্পনা রয়েছে।’
তিনি যোগ করেছেন, ‘আমি প্রথম দিকে বেঞ্চে ছিলাম, এবং নিজেকে উপযোগী করে তোলার চেষ্টা করেছি। এই ফ্র্যাঞ্চাইজিটি আমার কাছে অনেক অর্থ বহন করে। আমি এদিন রাতে যা করেছি, তাতে প্রমাণ করার চেষ্টা করেছি যে, এই জার্সিটি আমার কাছে আসলে কী! আশা করি, আমি এবার এভাবেই পারফর্ম করতে পারব।’