ক্রিকেটে দ্রুত উন্নতি করেছে আফগানিস্তান। দারুণ ছন্দে রয়েছে বেশ কয়েকজন আফগান ক্রিকেটার। একাধিক বড় দলকে তারা হাবুডুবু খাইয়েছে। সদ্য শেষ হওয়া বিশ্বকাপে বেশ ভালো পারফরম্যান্স করেছে তারা। এতটাই জনপ্রিয় হয়ে গিয়েছে যে সময়ের সঙ্গে সঙ্গে দেখা গিয়েছে আইপিএল বা বিগ ব্যাশের মতো জনপ্রিয় টুর্নামেন্টে। তবে এরই মাঝে চাপের মুখে দলের তারকা ক্রিকেটার মুজিব উর রহমান। ঘটনাটি ঠিক কি? তাঁর বিরুদ্ধে কড়া পদক্ষেপ নিয়েছে সেই দেশের ক্রিকেট বোর্ড। খেলতে পারবেন না বিগ ব্যাশের ম্যাচ। এক বিবৃতির মাধ্যমে এমনটাই স্পষ্ট করে জানিয়ে দিয়েছে আফগানিস্তান ক্রিকেট বোর্ড (এসিবি)। তবে এই তালিকায় রয়েছে আরও দুই ক্রিকেটার। তাঁরা হলেন নবীন-উল-হক এবং ফজলহক ফারুকি।
এই মুহূর্তে চলছে অস্ট্রেলিয়ার জনপ্রিয় ক্রিকেট টুর্নামেন্ট 'বিগ ব্যাশ লিগ'। দারুণ পারফরম্যান্স করছে অংশগ্রহকারী দল। অধিকাংশ ম্যাচই এখনও পর্যন্ত হয়েছে টানটান উত্তেজনার। তবে এরই মাঝে চাপে পড়ল আফগানিস্তানের তারকা ক্রিকেটার মুজিব উর রহমান। তিনি পড়লেন এসিবির কড়া শাস্তির মুখে। এক বিবৃতির মাধ্যমে জানানো হয়েছে যে বিগ ব্যাশের আসন্ন ম্যাচ খেলতে পারবেন না মুজিব। যদিও শুধু মুজিব নন বোর্ডের চাপে পড়েছেন নবীন উল হক এবং ফজলহক ফারুকিও।
বিবৃতিতে বলা হয়েছে, 'এই ক্রিকেটারগুলি বোর্ডের তরফ থেকে দেওয়া চুক্তি সই করতে চায়নি। তার পেছনে রয়েছে একটি বড় কারণ। তারা বাইরের দেশের ক্রিকেট টুর্নামেন্ট বেশি খেলা পছন্দ করে নিজেদের স্বার্থে। ওদের এই আচরণ সম্পূর্ণভাবে দেশের স্বার্থের বিরুদ্ধে যাচ্ছে। তাই এই সবকিছু মাথায় রেখে আফগানিস্তান ক্রিকেট বোর্ডের তরফ থেকে কড়া পদক্ষেপ নেওয়া হয়েছে। এদের কোনও রকম ভাবেই কোনও 'নো অবজেকশন সার্টিফিকেট' (এনওসি) দেওয়া হবে না।' যদিও নবীন-উল-হক এবং ফজলহক এসিবিকে জানিয়েছেন যে তারা দেশের হয়ে খেলতে নামবেন এবং তাদের আফগান শিবিরে অন্তর্ভুক্ত করাও হয়েছে সংযুক্ত আরব আমিরশাহীর বিরুদ্ধে সিরিজে।
এসিবির এই সিদ্ধান্তের পরই মেলবোর্ন রেনাগেডসের এক বিবৃতির মাধ্যমে জানা গিয়েছে মুজিবকে দলে না রাখার সিদ্ধান্তের কথা। তাদের বক্তব্য, 'মুজিবকে আমাদের দলে রাখা সম্ভব নয় কারণ ওর দেশের ক্রিকেট বোর্ড ওকে এনওসি দিচ্ছে না বলে এবং আগামী ম্যাচে ওকে মাঠে দেখা যাবে না।'