কোনও নো বল বা ওয়াইড বল ছাড়াই ১ বলে সাত রান দিল পাকিস্তান! ফের সমালোচনার মাঝে দাঁড়িয়ে পাকিস্তানের ফিল্ডিং। আসলে পাকিস্তান ক্রিকেট দল তাদের দুর্বল ফিল্ডিংয়ের কারণে প্রায়শই শিরোনামে থাকে। সম্প্রতি অস্ট্রেলিয়া সফরে রয়েছে এই দলটি। সেখানে অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী একাদশের বিরুদ্ধে তাদের প্রস্তুতি ম্যাচে সারছে তারা। সেই ম্যাচে এমন কিছু ঘটেছে যা আলোচনার বিষয় হয়ে উঠেছে। কোনও নো বল ও ওয়াইড বল ছাড়াই এক বলে ৭ রান খরচ করেছে পাকিস্তান দল। হ্যাঁ, এটি অস্ট্রেলিয়ান ব্যাটসম্যান ম্যাথিউ রেনশকে উপকৃত করেছিল। আসলে এই ১ বলে ৭ রান হওয়ার ফলে তাঁর অর্ধশতক পূর্ণ হয়েছিল। আমরা আপনাকে বলি, অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী একাদশের বিরুদ্ধে এই প্রস্তুতি ম্যাচে ৯ উইকেট হারিয়ে ৩৯১ রান তুলে তাদের প্রথম ইনিংসের ঘোষণা করে পাকিস্তান। জবাবে তৃতীয় দিনের চা বিরতি পর্যন্ত ৩ উইকেট হারিয়ে ৩০০ রান করেছে প্রধানমন্ত্রী একাদশ।
পাকিস্তানের দুর্বল ফিল্ডিংয়ের এই ঘটনাটি ইনিংসের ৭৭তম ওভারে ঘটেছিল। আবরার আহমেদের বলে দুর্দান্ত ড্রাইভ করেন রেনশ, বলটি বাউন্ডারির দিকে যাচ্ছিল যখন মীর হামজা দারুণ ফিল্ডিং করেন এবং বলটিকে বাউন্ডারির আগেই আটকে দেন। এভাবে মীর হামজা তার দলের রান বাঁচানোর চেষ্টা করেন। তবে বাবর আজমের ভুলের কারণে দলটি ১ রান না বাঁচিয়ে অতিরিক্ত আরও চার রান দিয়ে বসে।
আসলে বাউন্ডারি লাইনে বল থামানোর পর বোলিং এন্ডে বাবর আজমের হাতে থ্রো করেন মীর হামজা। সেই সময়ে বাবরের মনে হয়েছিল যে অন্য প্রান্তের ব্যাটসম্যান ক্রিজে পৌঁছায়নি, তাই তিনি উইকেটরক্ষক সরফরাজ আহমেদের দিকে বলটি ছুঁড়ে দেওয়ার চেষ্টা করেন। সরফরাজ সেই থ্রোর জন্য প্রস্তুত ছিলেন না এবং তিনি বল ধরতে পারেননি। এই বলটি ওভার থ্রো হয়ে যায়। এর ফলে অতিরিক্ত ৪ রান পান রেনশ। এভাবে একটি বলে ৭ রান করে রেনশ এবং এভাবেই নিজের হাফ সেঞ্চুরি পূর্ণ করেন তিনি। এই সময়ে পাকিস্তান দল বিব্রত হয়ে যায়।
তিন ম্যাচের টেস্ট সিরিজ খেলতে অস্ট্রেলিয়ায় এসেছে পাকিস্তান। এই টেস্ট সিরিজটি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ, তাই এই সিরিজটি উভয় দলের জন্যই গুরুত্বপূর্ণ হতে চলেছে। অস্ট্রেলিয়ার কন্ডিশনের সঙ্গে মানিয়ে নিতে প্রস্তুতি ম্যাচও খেলছে পাকিস্তান দল। এই সিরিজে পাকিস্তান দলও খেলবে নতুন অধিনায়ক শান মাসুদের অধীনে।