২০২৪ আইপিএলে দুরন্ত ছন্দে রয়েছে রাজস্থান রয়্যালস দল। এবারের প্রতিযোগিতায় এখনও পর্যন্ত মাত্র একটি ম্যাচে হেরেছে তাঁরা। বাকি সব ম্যাচেই নিজেদের দাপট অব্যাহত রেখেছে মরুশহরের এই ফ্র্যাঞ্চাইজি। তাঁদের দল যেন এবারে অশ্বমেধের ঘোড়া। কাউকেই তোয়াক্কা করছে না। যতই কঠিন প্রতিপক্ষ হোক, সামনে এলেই খড়কুটোর মতো উড়ে যাচ্ছে। সৌজন্যে অবশ্য দলগত সংহতি। এবারের আইপিএলে রাজস্থানের টপ অর্ডার যেন ২০০৩-এর অস্ট্রেলিয়া। সবাই ফর্মে। ওপেনিং করছেন জস বাটলার, যিনি ইতিমধ্যে দুটি শতরান করে ফেলেছেন এবারে। অপর ওপেনার যশস্বী জয়সওয়াল মুম্বইয়ের বিপক্ষে সেঞ্চুরি করেছেন গত ম্যাচে। সঞ্জু স্যামসন প্রতি ম্যাচেই ঠান্ডা মাথায় খুব দায়িত্বশীল ইনিংস খেলছেন। রিয়ার পরাগ এবারের আইপিএলে সর্বোচ্চ রানের দৌড়ে রয়েছেন। বোলিংয়ে ট্রেন্ট বোল্ট, নান্দ্রে বার্গাররা ছিলেন, সঙ্গে দোসর বুড়ো ঘোড়া সন্দীপ শর্মা। আর তাতেই নাজেহাল প্রতিপক্ষ দল।
আরও পড়ুন-IPL 2024-ক্যাপ্টেন রোহিতও রান করেননি,২-৩ বছরে IPL-ও জেতেননি, সেহওয়াগকে পাশে পেলেন হার্দিক
কোচ সাঙ্গাকারা দায়িত্ব নিয়ে দলকে এক সূত্রে বেঁধেছেন।
ব্যাটিং থেকে বোলিং এবারের আইপিএলে সব বিষয়তেই এ ক্লাস পেয়েছে ফার্স্ট বয়রা-
প্রথম ম্যাচে তারা হারায় লখনউকে
দ্বিতীয় ম্যাচে দিল্লিকে ১২ রানের হারায়
তৃতীয় ম্যাচে রোহিত-হার্দিকের মুম্বইকে ৬ উইকেটে হারায় রাজস্থান
পরের ম্যাচেই বিরাট কোহলিদের বেঙ্গালুরুকে ৬ উইকেটে হারায় তারা
পঞ্চম ম্যাচে গুজরাট টাইটানসের বিপক্ষে এবারের আইপিএলে প্রথম হার
এরপর রুদ্ধশ্বাস ম্যাচে পঞ্জাবকে ৩ উইকেটে হারায় রাজস্থান
সপ্তম ম্যাচে ইডেনে শেষ বলে কলকাতার বিপক্ষে জয় পায় বাটলাররা
গত ম্যাচে মুম্বইয়ের বিপক্ষে ৯ উইকেটে জিতেছে রাজস্থান
আরও পড়ুন-IPL 2024- গত দুবারের অন্যতম সফল দল GT-র এবার কেমন পারফরমেন্স? অধিনায়ক শুভমন গিল পাশ না ফেল ?
আইপিএলে রয়্যালদের টপ অর্ডারের প্রথম চার ব্যাটারই ছন্দ রয়েছে, তাঁর মধ্যে যশস্বীর ফর্ম এসেছে একটু দেরিতে-
ওপেনার জস বাটলার ৭ ম্যাচে করেছেন ২৮৫ রান, জোড়া শতরানসহ
যশস্বী জয়সওয়াল ৮ ম্যাচে করেছেন ২২৫ রান, করেছেন একটি শতরান
অধিনায়ক সঞ্জু স্যামসন করেছেন ৮ ম্যাচে ৩১৪ রান
রিয়ান পরাগ ৮ ম্যাচে করেছেন ৩১৮ রান
বোলিংয়েও রাজস্থান দল এবার তুখোর ফর্মে-
স্পিনার যুজবেন্দ্র চাহাল ৮ ম্যাচে নিয়েছেন ১৩ উইকেট
ট্রেন্ট বোল্ট এবারের আইপিএলে নিয়েছেন ৮ ম্যাচে ৯ উইকেট
পেসার নান্দ্রে বার্গার এখনও পর্যন্ত ৪ ম্যাচে নিয়েছেন ৬ উইকেট
মিডিয়াম পেসার সন্দীপ শর্মা ৩ ম্যাচে নিয়েছেন ৬ উইকেট
দলের সামগ্রিক পারফরমেন্স ভালো তা নিঃসন্দেহে বলা যায়। কিন্তু এরই মধ্যে দুটি চিন্তার কারণ থেকেই যাচ্ছে। প্রথমত, ক্যারিবিয়ান ক্রিকেটার সিমরন হেটমায়ের একটি ম্যাচ বাদে এখনও সেভাবে পরীক্ষিত হননি। দ্বিতীয়ত স্পিনার রবিচন্দ্রন অশ্বিন এবারের আইপিএলে এখনও পর্যন্ত ৭টি ম্যাচে বোলিং করে নিয়েছেন মাত্র ১টি উইকেট। শুনতে অবাক লাগলেও প্রথম ম্যাচে লখনউয়ের বিপক্ষে মার্কাস স্টইনিসের নেওয়া উইকেটই এখনও পর্যন্ত এবারের আইপিএলে তাঁর একমাত্র উইকেট। ফলে অশ্বিন নিশ্চই চাইবেন নিজের ট্র্যাক রেকর্ড দ্রুত ঠিক করতে।