বাংলা নিউজ > ক্রিকেট > RCB vs LSG: ওয়াইড লং-অফ থেকে সরাসরি থ্রোয়ে উইকেট ভাঙছেন, বাজপাখির মতো ক্যাচ ধরছেন, জন্টি রোডস হয়ে উঠেছেন পুরান

RCB vs LSG: ওয়াইড লং-অফ থেকে সরাসরি থ্রোয়ে উইকেট ভাঙছেন, বাজপাখির মতো ক্যাচ ধরছেন, জন্টি রোডস হয়ে উঠেছেন পুরান

অনেকটা দূর থেকে বল ছুঁড়ে সরাসরি থ্রোয়ে উইকেট ভাঙলেন নিকোলাস পুরান।

নিকোলাস পুরান এই মরশুমে একদিকে যেমন ব্যাট হাতে নজর কেড়েছেন, তেমনই অন্য দিকে তিনি ফিল্ডিংয়েও চমকে দিচ্ছেন। যেন জন্টি রোডস হয়ে উঠেছেন পুরান। আরসিবি ম্যাচে তাঁর ফিল্ডিংয়ের দক্ষতা দেখে, রোডসের কথাই মনে পড়ছে অনেকের।

ব্যাট হাতে তো দুরন্ত ছন্দে রয়েছেনই নিকোলাস পুরান। তবে মঙ্গলবার, রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিরুদ্ধে ম্যাচে ফিল্ডিংয়েও নজর কাড়লেন তিনি। সেটা তাঁর বহুদূর থেকে সরাসরি থ্রো-তে উইকেট ভাঙাই হোক বা দুরন্ত ক্যাচ ধরা হোক।

আরও পড়ুন: IPL-এর পরের দিকে তো থাকবেনই না, SRH-এর বিরুদ্ধে ম্যাচেও খেলবেন না মুস্তাফিজুর

আরসিবি-র ইনিংসের ১৮তম ওভারে ক্রিজে যখন মায়াঙ্ক ডাগর এবং মহিপাল লোমরোর ব্যাট করছিলেন। যশ ঠাকুরের সেই ওভারের পঞ্চম বলে স্ট্রাইকে ছিলেন লোমরোর। তিনি বলটি ওয়াইড লং-অফের দিকে তুলে মেরেই ২ রানের জন্য মরিয়া হয়ে ছোটেন। ক্য়াচ উঠলেও, সেখানে ধরার মতো কোনও প্লেয়ার মজুত ছিল না। তবে এক রান নেওয়ার পরে, দ্বিতীয় রানের জন্য ফেরার সময়েই লোমরোর পিছলে পডে যান। এদিকে সেই বলটি ধরে দূর থেকেই সরাসরি থ্রো করে উইকেট ভেঙে দেন পুরান। দুরন্ত থ্রো ছিল। আউট হয়ে যান লোমরোর।

সেই সময়ে লোমরের বেশ পেটাচ্ছিলেন তিনি ক্রিজে থাকলে হয়তো, ম্যাচে ফল অন্য রকম কিছু হলেও হতে পারত। তবে সঠিক সময়ে লোমরোরকে সাজঘরে ফিরিয়ে লখনউকে স্বস্তি দেন পুরান।

এখানেই শেষ নয়। ইনিংসের শেষ ওভারে শেষ উইকেটে তখন ব্যাট করছিলেন মহম্মদ সিরাজ এবং রিস টপলি। ১৯তম ওভারের শেষ দুই বলে রবি বিষ্ণোইকে দু'টি ছক্কা হাঁকিয়েছিলেন সিরাজ। জিততে হলে শেষ ওভারে দরকার ছিল ৩০ রান। বল করতে এসেছিলেন নবীন-উল-হক। প্রথম তিন বলে ১ রান হয়। স্বাভাবিক ভাবেই ম্যাচ ততক্ষণে পকেটে পুড়ে ফেলেছে লখনউ। 

আরও পড়ুন: ও তো মানুষ, রাতে ঘুমাতে দেবেন না আপনারা? হার্দিক বিরোধী MI সমর্থকদের তোপ শাস্ত্রীর, বললেন মালিকই শেষ কথা

১৯.৪ ওভারে বড় শট খেলতে গিয়ে বাউন্ডারি লাইনের সামনে ক্যাচ তোলেন সিরাজ। পুরান লং-অন থেকে ছুটে গিয়ে ডাইভ দিয়ে ক্যাচটি ধরে গড়িয়ে যান। কিন্তু ক্যাচ হাতছাড়া করেননি তিনি। বা বাউন্ডারি লাইনও স্পর্শ করেননি। নিঃসন্দেহে দুরন্ত একটি ক্যাচ। আর এতে ২ বল বাকি থাকতেই ১৫৩ রানে অল আউট হয়ে যান আরসিবি। ২৮ রানে ম্যাচটি জিতে যায় লখনউ।

এর আগে প্রথম ইনিংসে ব্যাট হাতেও পুরান দুরন্ত ছন্দে ছিলেন। ৫টি ছক্কা এবং ১টি চারের হাত ধরে পুরান ২১ বলে অপরাজিত ৪০ রান করেন। আর পুরানের এই ইনিংসের হাত ধরেই লখনউ সুপার জায়ান্টস প্রথমে ব্যাট করে ১৮১ রানের লড়াকু স্কোরে পৌঁছতে সক্ষম হয়।

আগের ম্যাচেও পুরান পঞ্জাব কিংলের বিরুদ্ধে ২১ বলে ৪২ রানের গুরুত্বপূর্ণ ইনিংস খেলেছিলেন। সেই ম্যাচে দলকে নেতৃত্ব দিয়ে, মরশুমের প্রথম জয় এনে দিয়েছিলেন পুরান। নিজেদের প্রথম ম্যাচে রাজস্থান রয়্যালসের কাছে হারলেও, পুরান ৪১ বলে ৬৪ রানের দুরন্ত একটি ইনিংস খেলেছিলেন। মোদ্দা কথা, এই মুহূর্তে লখনউয়ের অন্যতম ত্রাতা হয়ে উঠেছেন ক্যারিবিয়ান তারকা।

ক্রিকেট খবর

Latest News

দু'দিন বৃষ্টি চলবে ঘূর্ণাবর্তের জেরে! বাংলায় পারদ কমলেও ফের চড়বে, কবে থেকে? ৭ আলমারি ভেঙে প্রায় ৫০,০০০ টাকা চুরি, CCTVর হার্ডডিস্ক খুলে নিয়ে পালাল চোর ‘তমাশা করনেওয়ালো কো..’, রাজ্যসভায় কবিতার লাইন পাঠ মোদীর, নিশানা কাদের? চৈত্র নবরাত্রির প্রাক্কালে শনি অমাবস্যার সংযোগ, শনির কুপ্রভাব এড়াতে করুন এই কাজ ‘চার’ মারবে আপ? ২৭ বছর পরে দিল্লিতে আসছে বিজেপি? শনিতে ভোটগণনা, গতবার কী হয়েছিল? Adani Marriage Video: হল মালাবদল! দিভার সঙ্গে বিয়ের বাঁধনে আবদ্ধ আদানি-পুত্র জিৎ ৩৬তম শতরান, দ্রাবিড়কে ছুঁলেন স্মিথ, অজি অধিনায়ক কোহলির রেকর্ডের কাছে পৌঁছালেন আরজি করে নিহত তরুণীর জন্মদিনে আমন্ত্রণ জানানো হচ্ছে মুখ্যমন্ত্রীকে! চারদিক থেকে ঝুলছে অগুন্তি চাক! জানেন কোথায় অবস্থিত এই ভাইরাল মৌমাছি বাড়ি? জিওস্টার নেটওয়ার্কে দর্শকসংখ্যায় রেকর্ড গড়ল বর্ডার-গাভাসকর ২০২৪-২৫ ট্রফি

IPL 2025 News in Bangla

ফর্মে চলে আসব, একটু সময় লাগবে! রঞ্জির কোয়ার্টারে নামার আগে বলছেন সূর্যকুমার যাদব ‘রোহিত শর্মা বলেছিল ইংল্যান্ড ব্যাটারদের…’ ৩ উইকেটের নেপথ্য প্ল্যানিং বললেন রানা ওরা অপরিহার্য ছিল: IPL 2025-এ PBKS-এর দল গঠনের অজানা গল্প শোনালেন রিকি পন্টিং ইংল্যান্ডের The Hundred-এ এবার দল কিনল RPSG! ওল্ড ট্রাফোর্ডে খেলবে গোয়েঙ্কার দল IPL 2025: KKR-এর সহকারী কোচের প্রস্তাব ফিরিয়ে দিলেন ঋদ্ধিমান! জানালেন আসল কারণ ভক্তকে গ্লাভস উপহার! রঞ্জির আগে ফ্যানদের সঙ্গে পোজ দিয়ে ছবি! এ যেন অন্য বিরাট অনুশীলনের ফাঁকে এটা কি করছেন ধোনি? মাহির বিরলতম মুহূর্ত দেখে ভক্তরাও অবাক পন্তের শট নির্বাচন নিয়ে গাভাসকরের সমালোচনার জবাব দিলেন LSG মেন্টর জাহির খান চোয়াল চাপা লড়াই করে নাটকীয় শতরান, মহারথীদের ভিড়ে হিরো কমন ম্যান শার্দুল! ইডেনে ইংল্যান্ডের বিরুদ্ধে নিয়েছেন ৩ উইকেট! তবু নিজেকে কেন দশে সাত দিচ্ছেন বরুণ?

Copyright © 2025 HT Digital Streams Limited. All RightsReserved.