বাংলা নিউজ > ক্রিকেট > Pant Recovery Updates: সময়ের থেকেও দ্রুত সেরে উঠছেন পন্ত, প্রমাণ এই ভিডিয়ো, বিশ্বকাপের আগেই কি ফিট হয়ে যাবেন?

Pant Recovery Updates: সময়ের থেকেও দ্রুত সেরে উঠছেন পন্ত, প্রমাণ এই ভিডিয়ো, বিশ্বকাপের আগেই কি ফিট হয়ে যাবেন?

জিম সেশনে সাইক্লিং করছেন পন্ত। ছবি- টুইটার

দ্রুত ফিট হয়ে ওঠার চেষ্টা চালাচ্ছেন পন্ত। করছেন পরিশ্রমও। এবার নিজেই সাইক্লিংয়ের একটি ভিডিয়ো শেয়ার করলেন।

গত বছর ডিসেম্বর মাসের শেষের দিকে এক ভয়াবহ গাড়ি দুর্ঘটনায় আহত হন ঋষভ পন্ত। একাধিক জায়গায় গুরুতর চোট লাগে তাঁর। যুদ্ধকালীন তৎপরতায় তাঁর অস্ত্রোপচার হয়। ভারতীয় বোর্ড নিজে থেকেই সব দায়িত্ব পালন করে। তারপর থেকেই জাতীয় দলের বাইরে রয়েছেন পন্ত। তবে ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছেন তিনি। সম্প্রতি নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে একটি ভিডিয়ো শেয়ার করেন যেখানে তাকে দেখা যাচ্ছে সাইক্লিং করতে। এর সঙ্গে সঙ্গেই তিনি ইনস্টাগ্রামে একটি রিলসও বানান, সেখানে তাঁকে ‘লাঞ্চ’ করতে দেখা যাচ্ছে।

এই তারকা উইকেটরক্ষক ব্যাটার অক্টোবর মাস থেকে শুরু হতে চলা ভারতীয় বিশ্বকাপ দলে থাকবেন কিনা তা সময় বলবে।‌ তবে তিনি এখন নিজের ফিটনেস ফিরিয়ে আনতে মগ্ন। সেক্ষেত্রে কোনও রকম খামতি রাখতে চাইছেন না তিনি। চলছেন সঠিক নিয়ম মেনে। পন্তের পোস্ট করা ভিডিয়োটিতে দেখা যাচ্ছে একটি মেশিনে বসে সাইক্লিং করছেন তিনি। সঙ্গে পোষ্টের ক্যাপশনে ঋষভ লিখেছেন, 'গ্রিপ। টুইস্ট। প্যাডেল। শুধুমাত্র ভালো জিনিস। এর সঙ্গে সঙ্গে তিনি যে স্টোরি পোস্ট করেছেন সেখানে তাকে এক এক বাটি সিদ্ধ স্যালাড, তিনটি রুটি, পুষ্টিকর সবজি ও উষ্ণ পানীয় নিয়ে থাকতে দেখা গিয়েছে।

এক সপ্তাহ আগে, দিল্লি ক্যাপিটালসের জেএসডব্লু ফাউন্ডেশন দ্বারা আয়োজিত স্বাধীনতা দিবস উদযাপনে অংশ নিতে বেঙ্গালুরুর কাছে একটি ক্রীড়া কেন্দ্রে যান পন্ত। অনুষ্ঠানে পন্থ সেখানে উপস্থিত থাকা সবাইকে খেলাধুলা উপভোগ করার কথা জানিয়েছেন। তিনি বলেন, 'একবার বড় হয়ে গেলে, খেলাকে ভালবাসতে পারবেন না। এর একটি কারণ হলো অনেক চাপ চলে আসে মাথায়। তবে জীবনে খুশির মুহূর্ত এবং মজাকে কখনোই মিস করা উচিত নয়।'

ডিসেম্বরে দিল্লি -দেরাদুন হাইওয়েতে একটি রোড ডিভাইডাররে ঋষভের গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে ধাক্কা মারে। ডিভাইডারে ধাক্কা লেগে গাড়িটি আগুনে পুড়ে যাওয়ার আগে কোনও মতে সেখান থেকে বেরিয়ে আসেন পন্ত। তখন তাকে ট্রাক ড্রাইভার সাহায্য করেন। চলতি বছরে তাঁর লিগামেন্টের অস্ত্রোপচার করা হয়। দুর্ঘটনার পর থেকে এখনও পর্যন্ত জাতীয় দলের বাইরেই রয়েছেন তিনি। তবে আগের থেকে তিনি যে অনেকটাই সুস্থ রয়েছেন, তা পরিস্কার হয়েছে। কারণ গত কয়েকদিন আগেই ব্যাট হাতে দেখা যায় পন্তকে। এমনকী আলুরে ভারতীয় দলের ফিটনেস শিবিরেও দেখা যায় পন্তকে। স্বাভাবিক ভাবেই ভারতীয় দলও চাইছে পন্ত দ্রুত সুস্থ হয়ে উঠুক।

বন্ধ করুন