মঙ্গলবার ভারত অধিনায়ক রোহিত শর্মাকে ওয়াংখেড়ে স্টেডিয়ামে মুম্বই বনাম বিদর্ভের মধ্যে রঞ্জির ট্রফির ফাইনাল উপভোগ করতে দেখা গিয়েছে। ভারত অধিনায়ককে মুম্বই ড্রেসিংরুমে তাদের অভিজ্ঞ ক্রিকেটার ধবল কুলকার্নির পাশে বসে খেলা দেখতে দেখা গিয়েছে। সেই ভিডিয়ো সমাজমাধ্যমে ক্রিকেটপ্রেমীদের সঙ্গে ভাগ করে নিয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)।
শুধু রোহিত একা নন, এদিন মাঠে উপস্থিত ছিলেন সচিন তেন্ডুলকরও। এছাড়াও প্রাক্তন প্রধান নির্বাচক দিলীপ বেঙ্গসরকার এবং কেকেআর-এর প্রধান কোচ চন্দ্রকান্ত পণ্ডিতকেও ফাইনালের তৃতীয় দিনের খেলা উপভোগ করতে দেখা গিয়েছে। ম্যাচের দ্বিতীয় দিন আবার কিংবদন্তি সুনীল গাভাসকর এবং ডায়ানা এডুলজিকে খেলা উপভোগ করতে দেখা গিয়েছিল।
টেস্ট এবং ঘরোয়া ক্রিকেটকে অগ্রাধিকার দেওয়ার জন্য ভারতীয় ক্রিকেট বোর্ড বাড়তি চাপ তৈরি করেছে। এদিকে রোহিত রঞ্জি ফাইনাল দেখে তরুণদের উৎসাহ দেওয়ারও চেষ্টা করেছেন। ধরমশালার ম্যাচের আগে সাংবাদিক সম্মেলনে রোহিত শর্মা, আইপিএল বনাম ঘরোয়া ক্রিকেট নিয়ে সরব হয়েছিলেন। অন্যদিকে, ভারতীয় ক্রিকেট বোর্ডও ঘরোয়া ক্রিকেটকে প্রাধান্য দেওয়ার নীতি মেনেই এগোচ্ছে। ফলে, রঞ্জি ফাইনালে রোহিতের উপস্থিতি যে এই নীতিতে বাড়তি মাত্রা যোগ করেছে, তা আর বলার অপেক্ষা রাখে না।
আরও পড়ুন: রোহিত আলাদা মাপের মানুষ, দয়ালু হৃদয়ের, স্বার্থপর সমাজে ও বিরল- অধিনায়ককে নিয়ে কেন এমন বললেন অশ্বিন?
এদিকে রঞ্জি ফাইনালে তৃতীয় দিনের শেষে মুম্বই বেশ ভালো জায়গায় রয়েছে। চ্যাম্পিয়ন হতে হলে চতুর্থ ইনিংসে বিদর্ভকে করতে হবে ৫৩৮ রান। মঙ্গলবার তৃতীয় দিনের খেলা শেষ হওয়ার সময় বিদর্ভের দ্বিতীয় ইনিংসের রান ছিল বিনা উইকেটে ১০। হাতে ১০ উইকেট রয়েছে। অন্য দিকে, রাহানের দলের প্রয়োজন ১০ উইকেট। ম্যাচের এখনও দু'দিন বাকি রয়েছে।
প্রথম ইনিংসে মুম্বইয়ের ২২৪ রানের জবাবে বিদর্ভের ইনিংস শেষ হয় ১০৫ রানে। প্রথম ইনিংসে ১১৯ রানের লিড নেওয়ার পরে, মুশির এবং অধিনায়ক অজিঙ্কা রাহানে মিলে তাঁদের দ্বিতীয় ইনিংসে মুম্বইয়ের ভিত শক্ত করে দেন। ১৪৩ বলে ৭৩ রান করে তিনি সাজঘরে ফেরেন তিনি। তবে খুঁটি হয়ে টিকে থাকেন মুশির। চতুর্থ উইকেটে শ্রেয়স এবং মুশির মিলে যোগ করেন ১৬৮ রান। শ্রেয়স ১১১ বলে ৯৫ রানের দুরন্ত ইনিংস খেলেন। মাত্র ৫ রানের জন্য হাতছাড়া করেন সেঞ্চুরি। তবে শ্রেয়স না পারলেও, শতরান পূরণ করেন মুশির। ৩২৬ বলে ১৩৬ রান করেন তিনি। এছাড়া শামস মুলানি ৮৫ বলে ৫০ করে অপরাজিত থাকেন। মুম্বই তাদের দ্বিতীয় ইনিংসে ৪১৮ রান করে। তবে ১১৯ রানের লিড থাকায় বিদর্ভের জয়ের জন্য লক্ষ্য দাঁড়ায় ৩৩৮।