বাংলা নিউজ > ক্রিকেট > Ranji Trophy 2024: বল হাতে ৫ উইকেট, ব্যাট হাতে হাফ-সেঞ্চুরি, পূজারাদের বিরুদ্ধে রঞ্জি কোয়ার্টারে জ্বলে উঠলেন সাই কিশোর

Ranji Trophy 2024: বল হাতে ৫ উইকেট, ব্যাট হাতে হাফ-সেঞ্চুরি, পূজারাদের বিরুদ্ধে রঞ্জি কোয়ার্টারে জ্বলে উঠলেন সাই কিশোর

হাফ-সেঞ্চুরি সাই কিশোর ও বাবা ইন্দ্রজিৎয়ের। ছবি- পিটিআই।

Saurashtra vs Tamil Nadu Ranji Trophy 2024 Quarter Final: চলতি রঞ্জি ট্রফিতে রান করেই চলেছেন বাবা ইন্দ্রজিৎ। গ্রুপ লিগের দুরন্ত ফর্ম নক-আউটেও ধরে রাখলেন তিনি।

গ্রুপ লিগের ৭ ম্যাচে ২টি শতরান ও ২টি অর্ধশতরান করেছেন বাবা ইন্দ্রজিৎ। নক-আউটেও সেই ধারাবাহিকতা বজায় রাখলেন তিনি। সৌরাষ্ট্রের বিরুদ্ধে রঞ্জি ট্রফির কোয়ার্টার ফাইনালে ফের ব্যক্তিগত অর্ধশতারনের গণ্ডি টপকে গেলেন তামিলনাড়ুর মিডল অর্ডার ব্যাটার।

উল্লেখযোগ্য বিষয় হল, ফের একবার শতরান কার্যত পাকা দেখাচ্ছিল ইন্দ্রজিৎয়ের। তবে নিজের লড়াকু ইনিংসকে শেষমেশ তিন অঙ্কে টেনে নিয়ে যেতে পারেননি তিনি। আউট হয়ে বসেন ব্যক্তিগত ৮০ রানের মাথায়। ১৩৯ বলের অনবদ্য ইনিংসে ইন্দ্রজিৎ, ৬টি চার ও ১টি ছক্কা মারেন। এই নিয়ে রঞ্জির শেষ তিনটি ইনিংসে তিনি ব্যক্তিগত ৫০ রানের গণ্ডি টপকে যান।

এর আগে কর্ণাটকের বিরুদ্ধে লিগ ম্যাচে ইন্দ্রজিৎ দুই ইনিংসে যথাক্রমে ৪৮ ও ৯৮ রানে আউট হন। পঞ্জাবের বিরুদ্ধে পরের ম্যাচে নিশ্চিত ডাবল সেঞ্চুরি হাতছাড়া হয় তাঁর। ইন্দ্রজিৎ সেই ম্যাচে ১৮৭ রানে আউট হন। এবার সৌরাষ্ট্রের বিরুদ্ধে কোয়ার্টার ফাইনালের প্রথম ইনিংসে শতরানের ইঙ্গিত দিয়েও থেমে যায় ইন্দ্রজিৎয়ের ব্যাট।

আরও পড়ুন:- PSL 2024: আইপিএলের ব্যাটিং কোচ ঝড় তুললেন পাকিস্তান সুপার লিগে, পোলার্ড একাই ধ্বংস করলেন শাহিন আফ্রিদির লাহোরকে

ইন্দ্রজিৎ ছাড়াও সৌরাষ্ট্রের বিরুদ্ধে কোয়ার্টার ফাইনালে হাফ-সেঞ্চুরি করেন ভূপতি কুমার ও ক্যাপ্টেন সাই কিশোর। ভূপতি ১১টি বাউন্ডারির সাহায্যে ১৩৪ বলে ৬৫ রান করে আউট হন। সাই কিশোর ৬টি চার ও ৩টি ছক্কার সাহায্যে ১৪৪ বলে ৬০ রান করে মাঠ ছাড়েন।

নারায়ণ জগদীশান করেন ৬৭ বলে ৩৭ রান। তিনি ৫টি চার মারেন। প্রদোষ রঞ্জন পাল ১৩ রান করে আউট হন। সৌরাষ্ট্রের ১৮৩ রানের জবাবে ব্যাট করতে নেমে তামিলনাড়ু দ্বিতীয় দিনের শেষে ৬ উইকেটের বিনিময়ে ৩০০ রান তুলে ফেলে। অর্থাৎ, দ্বিতীয় দিনের শেষেই সাই কিশোররা লিড নিয়ে নেন ১১৭ রানে।

আরও পড়ুন:- Ranji Trophy 2024: ত্রিশতরান করে যে দলকে রঞ্জি চ্যাম্পিয়ন করিয়েছেন, এবার তাদের বিরুদ্ধে সেঞ্চুরি হাতছাড়া করুণ নায়ারের

সৌরাষ্ট্রের পার্থ ভাট এখনও পর্যন্ত ২টি উইকেট নিয়েছে। ১টি করে উইকেট নিয়েছেন জয়দেব উনাদকাট, চিরাগ জানি, ধর্মেন্দ্রসিং জাদেজা ও যুবরাজসিং দদিয়া।

এর আগে সৌরাষ্ট্রের হয়ে প্রথম ইনিংসে ১০টি চার ও ১টি ছক্কার সাহায্যে ১৮৫ বলে ৮৩ রান করেন হার্ভিক দেশাই। প্রেরক মানকড় ৩৫, অর্পিত বাসবদা ২৫ ও শেল্ডন জ্যাকসন ২২ রানের সংক্ষিপ্ত ইনিংস খেলেন। চেতেশ্বর পূজারা মাত্র ২ রান করে আউট হন। তামিলনাড়ুর সাই কিশোর ব্যাট হাতে হাফ-সেঞ্চুরি করার আগে বল হাতে ৬৬ রানের বিনিময়ে ৫টি উইকেট দখল করেন। ৩টি উইকেট নেন অজিত রাম।

Haryana and JNK Election Haryana and JNK Election
ক্রিকেট খবর

Latest News

২০০-র দরজায় রুট, শতরান ব্রুকের, পাকিস্তানের ইঁটের জবাবে পাথর ছুঁড়ছে ইংল্যান্ড ৩৫০ বছরে পদার্পণ করল শ্রীরামপুর রাজবাড়ির পুজো, ইতিহাস যা চমকে দেবে আপনাকে রথ দেখা, কলা বেচা! দুর্গাপুজোর মণ্ডপেই KKR-র IPL ট্রফি দেখার সুযোগ পেলেন ভক্তরা… সৌরভ নয়, বাবার সঙ্গে ঠাকুর দেখতে বের হলেন দর্শনা বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী–জাতীয় শিশু দিবসের ছুটি বাতিল! বাংলাদেশে নতুন অধ্যায় Ind vs Ban 2nd T20I Live- টস জিতে ফিল্ডিং বাংলাদেশের,T20 সিরিজ জয়ের লক্ষ্যে ভারত শ্বশুরবাড়ির পুজো, স্বামী স্বর্ণেন্দুর সঙ্গে ট্রাকে করে ঠাকুর আনলেন শ্রুতি দাস বাধার পর বাধা, তাও এগোচ্ছে অভয়া পরিক্রমা? কোন কোন পুজো মণ্ডপ হয়ে যাবে? রইল রুট ইনিংসে হেরে লজ্জায় মুখ পুড়ল অস্ট্রেলিয়ার, ভারতের কাছে ‘টেস্টেও’ চুনকাম অজিরা স্কুলবাসে আগুন লেগে মৃত ২৩, শেষকৃত্য করলেন থাইল্যান্ডের সন্ন্যাসীরা

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.