অবশেষ সব বিতর্কের অবসন হল। ২০২৪ আইপিএল মরশুমে লখনউয়ে থেকে যাচ্ছেন ভারতের প্রাক্তন তারকা গৌতম গম্ভীর। আসন্ন আইপিএল মরশুমের জন্য নিজেদের সম্পূর্ণ কোচিং স্টাফের নাম ঘোষণা করল লখনউ সুপার জায়ান্টস। সেই তালিকায় ‘গ্লোবাল মেন্টর’ হিসাবে জায়গায় পেয়েছেন প্রাক্তন ভারতীয় ক্রিকেটার গৌতম গম্ভীর। আইপিএল ২০২৪-এর আগে গম্ভীরের কলকাতা নাইট রাইডার্সে যাওয়ার কথা হয়েছিল। অনেকেই মনে করেছিলেন লখনউ শিবির ছেড়ে দেবেন গম্ভীর। তবে শেষ পর্যন্ত সেটা আর হয়ে ওঠেনি। লখনউ তাদের মেন্টরকে ধরে রেখেছে।
চলতি গুজবের অবসান ঘটিয়ে শেষ পর্যন্ত নিজেদের কোচিং স্টাফের তালিকা প্রকাশ করল লখনউ সুপার জায়ান্টস। ৯ সেপ্টেম্বর শনিবার সোশ্যাল মিডিয়াতে সম্পূর্ণ কোচ স্টাফদের একটি আপডেট দিয়েছে লখনউ সুপার জায়ান্টস। বিশ্বকাপজয়ী খেলোয়াড় গৌতম গম্ভীরকে ‘গ্লোবাল মেন্টর’ হিসেবে মনোনীত করা হয়েছে। দলের প্রধান কোচ হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে জাস্টিন ল্যাঙ্গারকে।
২০২৪ মরশুমের জন্য ফ্র্যাঞ্চাইজি এস শ্রীরামকে অন্তর্ভুক্ত করেছে। এর ফলে সাত সদস্যের কোচিং স্টাফের নাম সম্পন্ন করেছে লখনউ। ফ্র্যাঞ্চাইজির তরফ থেকে যে পোস্টটি দেওয়া হয়েছে তাতে লেখা হয়েছে, ‘এস শ্রীরামকে নিযুক্ত করার পরে ২০২৪ সালের জন্য আমাদের কোচিং স্টাফের কোটা সম্পূর্ণ হয়েছে।’ উল্লেখ্য, বিজয় দাহিয়া ও শ্রীধরন শ্রীরামকে সহকারী কোচ হিসেবে মনোনীত করা হয়েছে এবং বোলিং কোচ হিসেবে দায়িত্ব নেবেন মর্নি মর্কেল। স্পিন বোলিং আক্রমণের কোচ হবেন প্রবীণ তাম্বে এবং জন্টি রোডসকে ফিল্ডিং কোচের দায়িত্ব দেওয়া হয়েছে।
লখনউ সুপার জায়ান্টসের দ্বিতীয় আইপিএল মরশুমের অভিযান সম্পর্কে কথা বলতে গেলে বলতে হবে দলটি ক্রুণাল পান্ডিয়ার নেতৃত্বে লিগ পর্বে তৃতীয় স্থান অর্জন করেছিল। কেএল রাহুল ইনজুরির কারণে ছিটকে গিয়েছিলেন তারপরেই দলের নেতৃত্বের হাল তুলে নেন ক্রুণাল। চেন্নাইয়ের এম এ চিদাম্বরম স্টেডিয়ামে পাঁচবারের চ্যাম্পিয়ন মুম্বই ইন্ডিয়ান্সের কাছে ৮১ রানে হেরে দলটি এলিমিনেটরে ছিটকে যায়। এরপরেই দলের কোচ অ্যান্ডি ফ্লাওয়ার দায়িত্ব ছেড়ে দেন। মনে করা হয়েছিল হয়তো গম্ভীরও দল ছাড়তে পারেন। তবে শেষ পর্যন্ত সেই জল্পনার অবসান হল।
দেখে নিন আইপিএল ২০২৪ মরশুমের জন্য লখনউ সুপার জায়ান্টসের সম্পূর্ণ কোচিং স্টাফের তালিকা
গৌতম গম্ভীর- গ্লোবাল মেন্টর
জাস্টিন ল্যাঙ্গার- হেড কোচ
বিজয় দাহিয়া ও শ্রীধরন শ্রীরাম- সহকারী কোচ
মর্নি মর্কেল- বোলিং কোচ
প্রবীণ তাম্বে- স্পিন বোলিং কোচ
জন্টি রোডস- ফিল্ডিং কোচ