ইডেনে কেকেআরের বিরুদ্ধ আইপিএল ২০২৪-এর ম্যাচে বিরাট কোহলির আউট নিয়ে তুমুল বিকর্ত চলছে ভারতীয় ক্রিকেটমহলে। কোহলি নিজেও প্রচণ্ড ক্ষুব্ধ ছিলেন তাঁকে আউট দেওয়ার পরে। তিনি আম্পায়ারদের সঙ্গে তর্ক জুড়ে দেন মাঠেই। এমনকি মাঠ ছাড়ার সময়েও তাঁর শরীরী ভাষায় ক্ষোভ ফুটে বেরোচ্ছিল। রাগে গজগজ করতে করতে মাঠ ছাড়েন বিরাট।
কী ঘটে ইডেনে:-
রবিবার ইডেনে দ্বিতীয় ইনিংসের ২.১ ওভারে হর্ষিত রানার একটি হাই-ফুলটস বলে দ্বিধার সঙ্গেই ব্যাট লাগিয়ে বসেন কোহলি। বল চলে যায় সরাসরি বোলার রানার হাতে। আম্পায়ার কোহলিকে আউট ঘোষণা করেন। যদিও কোহলি-সহ গোটা আরসিবি শিবিরের মনে হয় যে, কোমরের উপরে ফুলটস বলে সেটি নো-বল ছিল। শুধু ব্যাঙ্গালোর শিবিরেরই নয়, বরং সাধারণ ক্রিকেটপ্রেমীদেরও মনে হয় যে হর্ষিতের ডেলিভারিটিকে নো-বল ঘোষণা করা উচিত। যদিও টেলিভিশন আম্পায়ার সব দিক বিবেচনা করে বলটিকে আইনসম্মত ঘোষণা করেন এবং আউট হয়ে মাঠ ছাড়তে হয় কোহলিকে।
বলটি নো ছিল কিনা, স্বাভাবিকভাবেই জোর চর্চা শুরু হয়ে যায় সেই বিষয়ে। বিতর্ক থামাতে অফিসিয়াল ব্রডকাস্টার স্টার স্পোর্টের তরফে সোশ্যাল মিডিয়ায় একটি বিজ্ঞপ্তি জারি করা হয়। স্পষ্ট করে দেওয়া হয় যে, কোহলির আউটের ক্ষেত্রে নিয়ম কী বলছে। সেই সঙ্গে স্টার স্পোর্টসের তরফে একটি ভিডিয়োয় পোস্ট করা হয়, যেখানে ইরফান পাঠানকে বিশ্লেষণ করতে দেখা কোহলির আউটের বিষয়টি।
কেন নো-বল দেওয়া হয়নি, নিয়ম কী বলছে:-
কোহলি বলটি খেলার সময় ক্রিজের অনেকটা বাইরে ছিলেন। সেই সঙ্গে তিনি ব্যাট বাড়িয়েছিলেন আরও কিছুটা আগে। বল যে মুহূর্তে ব্যাটে লাগে, তা কোহলির কোমরের থেকে বেশি উচ্চতায় ছিল। তবে স্লোয়ার ডেলিভারিতে বল নীচু হচ্ছিল। কোহলি যদি ক্রিজে দাঁড়িয়ে থাকতেন, তবে বল তাঁর কোমরের নীচ দিয়ে যেত। নিয়ম অনুযায়ী স্টেপিং ক্রিজে থাকা অবস্থায় কোহলির কোমরের উচ্চতা যতটা হতো, তাঁর নীচে বল থাকলে তা আইনসম্মত ডেলিভারি হিসেবে বিবেচিত হবে। তাই হার্ষিত রানার ডেলিভারিটিকে নো-বল ঘোষণা করা হয়নি এবং আউট দেওয়া হয় বিরাটকে।
স্টার স্পোর্টসের বিজ্ঞপ্তিতে কী জানানো হয়:-
স্টার স্পোর্টসের বিজ্ঞপ্তিতে লেখা হয় যে, কোহলিকে নিয়ম অনুযায়ী আউট ঘোষণা করা হয়েছে। নিয়মে বলা রয়েছে যে, ব্যাটার স্টেপিং ক্রিজে থাকা অবস্থায় কোমরের উচ্চতায় থাকলে ফুলটস ডেলিভারিকে নো-বল ঘোষণা করা হবে। কোহলির ক্ষেত্রে বল যখন ব্যাটে লাগে তখন তা ব্যাটারের কোমরের উচ্চতার উপরে ছিল। তবে স্টেপিং ক্রিজ ক্রস করার সময় বলটি কোমরের উচ্চতার নীচে থাকত। তাই সেটি আইনসম্মত ডেলিভারি ছিল।