ঘরোয়া ও আন্তর্জাতিক ক্রিকেটে এক ওভারের ছয় বলে ৬টি ছক্কা হাঁকানো ব্যাটসম্যানের সংখ্যা নিতান্ত কম নয়। এমনকি পরপর ৭টি ছক্কা হাঁকানোরও নজির রয়েছে ঘরোয়া ক্রিকেটে। তা সত্ত্বেও ছয় বলে ছয় ছক্কা হাঁকানো ক্রিকেটে বিরল কৃতিত্ব হিসেবেই বিবেচিত হয়। ইউরোপীয়ান ক্রিকেট সিরিজে অল্পের জন্য সেই অনবদ্য কৃতিত্ব থেকে বঞ্চিত হলেন আজম রাজপুত।
তিনি বুখারির ওভারে ৫টি ছক্কা হাঁকালেও একটি বল মিস করে যান। সেই বলে কোনও রান ওঠেনি। ওভারে মোট ৩০ রান ওঠে। তবে ছয় বলে ছয় ছক্কা হাঁকিয়ে যুবরাজ সিংদের কৃতিত্বে ভাগ বসানো হয়নি আজমের।
ইসিএস জার্মানির ম্যাচে বার্লিন সিসির বিরুদ্ধে মাঠে নেমে ব্যাট হাতে রীতিমতো তাণ্ডব চালান আরসি ড্রেসডেনের আজম রাজপুত। তিনি ৩টি চার ও ৬টি ছক্কার সাহায্যে মাত্র ১৫ বলে ব্যক্তিগত হাফ-সেঞ্চুরি পূর্ণ করেন। শেষমেশ ৪টি চার ও ১২টি ছক্কার সাহায্যে ২৬ বলে ৯২ রানের ধ্বংসাত্মক ইনিংস খেলে অপরাজিত থাকেন আজম। দল জয়ের লক্ষ্যে পৌঁছে যাওয়ায় শতরানের গণ্ডি টপকানো সম্ভব হয়নি তাঁর পক্ষে।
শুরুতে ব্যাট করে বার্লিন নির্ধারিত ১০ ওভারে ৫ উইকেটের বিনিময়ে ১২৬ রান তোলে। ৫টি চার ও ৫টি ছক্কার সাহায্যে ২৩ বলে ৫৯ রানের আগ্রাসী ইনিংস খেলেন নীরজ পাটওয়ারি। এছাড়া সাহিল লাল ৯, সাগর কাটারিয়া ১০, যতীন্দর বশিষ্ট ১৫, সাদ্দাম গিল ১৪ ও করণ সিং ১৩ রানের যোগদান রাখেন। ড্রেসডেনের হয়ে ২টি উইকেট নেন বেলাল জাদরান। ১টি করে উইকেট নেন আলবিন আলিয়াস, রাহুল গ্রোবর ও বিবেক চাকাঙ্কর।
পালটা ব্যাট করতে নেমে ড্রেসডেন ৭.৫ ওভারে ৩ উইকেটের বিনিময়ে ১৩১ রান তুলে ম্যাচ জিতে যায়। রাজপুতের ধ্বংসাত্মক ইনিংস ছাড়া বিবেক ১০ ও শাহরুখ খান ১৯ রান করেন। ২টি উইকেট নেন ইমরান বুখারি।
দ্বিতীয় ইনিংসের চতুর্থ ওভারে বুখারির প্রথম ২টি বলে পরপর ২টি ছক্কা মারেন আজম। তৃতীয় বলে কোনও রান ওঠেনি। ওভারের শেষ ৩টি বলে টানা তিনটি ছক্কা হাঁকান রাজপুত। অর্থাৎ, সেই ওভারের ৬টি বলে যথাক্রমে ৬, ৬, ০, ৬, ৬ ও ৬ রান ওঠে। ইনিংসের সপ্তম ওভারে গিলের বলে ৪টি ছক্কা ও ১টি চার মারেন রাজপুত। সেই ওভারের ৬টি বলে যথাক্রমে ৪, ৬, ৬, ৬, ৬ ও ০ রান ওঠে।