শুভব্রত মুখার্জি: গত আইপিএল থেকেই স্বপ্নের ফর্মে ব্যাট করছেন ভারতের তরুণ বাঁহাতি ব্যাটার যশস্বী জয়সওয়াল। তাঁর এই অনবদ্য ফর্মের সুবাদে তিনি ভারতীয় দলের হয়েও খেলার ডাক পান। ইংল্যান্ডের বিরুদ্ধে ঘরের মাঠে পাঁচ ম্যাচের টেস্ট সিরিজে ওপেনার হিসেবে তাঁর পারফরম্যান্স ছিল অনবদ্য। টেস্টেও তিনি মারমুখী মেজাজে ব্যাট করেছেন।
পারফরম্যান্সের নিরীখে চলতি আইপিএলটা এতদিন তাঁর মনের মত কাটছিল না। তবে সোমবার রাতে সমস্ত চিত্রটা বদলে গেল। মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে এক অনবদ্য শতরান হাঁকিয়ে আইপিএলের ইতিহাসে এক বিরল নজির গড়ে ফেললেন তিনি।
আরও পড়ুন… ভিডিয়ো: খোলা মাঠে সকলের সামনে রোহিত শর্মাকে চুমু খেতে গেলেন শেন বন্ড! কী হল তারপর?
প্রসঙ্গত এ দিন যশস্বী অপরাজিত শতরান করেছেন। আর এই শতরান করেই এক বিরল নজির গড়ে ফেলেছেন তিনি। আইপিএলের ইতিহাসে যশস্বী একমাত্র ক্রিকেটার যার এই নজির রয়েছে। কী সেই নজির? পরপর দুই বছর এক প্রতিপক্ষের বিরুদ্ধে শতরান করার নজির গড়েছেন তিনি। উল্লেখ্য ২০০৩ সালে এই মুম্বই ইন্ডিয়ান্স দলের বিরুদ্ধে মাত্র ৬২ বলে ১২৪ রান করেছিলেন। আর এদিন মাত্র ৬০ বল খেলে ১০৪ রানে অপরাজিত থেকে দলের জয় নিশ্চিত করেছেন তিনি।
রাজস্থান রয়্যালসের গত ম্যাচের নায়ক জোস বাটলার এই ম্যাচে আউট হন ৩৫ রানে। তারপরেই দলের ব্যাটিংয়ের হাল ধরতে সামনে এগিয়ে আসেন যশস্বী। এদিন যশস্বী একেবারে খুনে মেজাজে ব্যাট করেছেন। মাত্র ৬০ বল খেলেছেন তাঁর অপরাজিত ১০৪ রানের ইনিংসে। তিনি তার ইনিংসে মেরেছেন ৯ টি চার এবং ৭ টি ছয়। ব্যাট করেছেন ১৭৩.৩৩ স্ট্রাইক রেটে।
তাঁকে যোগ্য সঙ্গত দিয়ে অপরপ্রান্তে ৩৮ রানে অপরাজিত থাকেন দলনায়ক সঞ্জু স্যামসন। ফলে ১৮০ রানের লক্ষ্য মাত্রা মাত্র এক উইকেট হারিয়ে করে ফেলে রাজস্থান রয়্যালস। ৮ বল বাকি থাকতেই কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছে যায় তারা। ৯ উইকেটে ম্যাচ জেতে রাজস্থান। তবে এদিনের ম্যাচে সেরা ক্রিকেটার নির্বাচিত হয়েছেন ৫ উইকেট নেওয়া রাজস্থান রয়্যালসের সন্দীপ শর্মা।