পাকিস্তানকে হারানোর কয়েক ঘন্টার মধ্যেই সুপার ফোরে শ্রীলঙ্কার বিরুদ্ধে খেলতে নামছে ভারতীয় দল। খুব কম সময়েই মধ্যে ফের একটি ওডিআই ম্যাচ খেলতে নামছে টিম ইন্ডিয়া। তবে পাকিস্তানকে হারিয়ে এই মুহূর্তে আত্মবিশ্বাসে ভরপুর গোটা দল। লঙ্কানদের বিরুদ্ধেও যে তারা বেশ ফেভারিট হয়ে নামছেন তা বলার অপেক্ষা রাখে না।
পাশাপাশি শ্রীলঙ্কাও সুপার ফোর পর্বের ম্য়াচে বাংলাদেশকে হারিয়েছে। কিন্তু ভারত যে বেশ কঠিন প্রতিপক্ষ তা ভালো করেই জানেন লঙ্কান ক্রিকেটাররা। তাই টিম ইন্ডিয়ার বিরুদ্ধে খেলতে নামার আগে বেশ সতর্ক লঙ্কান শিবির। তবে এই ম্যাচেও কলম্বোর আবহাওয়া চিন্তায় রাখছে দুই দলকে। আপাতত দেখে নেওয়া যাক ভারত বনাম শ্রীলঙ্কা এশিয়া কাপ ২০২৩-এর সুপার ফোর রাউন্ডের তৃতীয় ম্যাচটি কবে, কোথায়, কখন অনুষ্ঠিত হবে। জেনে নেওয়া যাক কোন চ্যানেলে ও অনলাইনে কোথায় খেলা দেখা যাবে।
কবে অনুষ্ঠিত হবে এশিয়া কাপের ভারত বনাম শ্রীলঙ্কা সুপার ফোরের ম্যাচ:-
১২ সেপ্টেম্বর, মঙ্গলবার অনুষ্ঠিত হবে এশিয়া কাপের ভারত বনাম পাকিস্তান সুপার ফোর রাউন্ডের ম্যাচটি।
(এশিয়া কাপের পয়েন্ট তালিকা দেখার জন্য ক্লিক করুন এখানে)
কোথায় অনুষ্ঠিত হবে এশিয়া কাপের সুপার ফোর রাউন্ডের চতুর্থ ম্যাচটি:-
ভারত বনাম শ্রীলঙ্কা এশিয়া কাপ ২০২৩-এর সুপার ফোর রাউন্ডের গুরুত্বপূর্ণ ম্যাচটি কলম্বোর আর প্রেমদাসা স্টেডিয়ামে খেলা হবে। উল্লেখ্য, এই মাঠেই অনুষ্ঠিত হয় ভারত বনাম পাকিস্তান সুপার ফোর রাউন্ডের দ্বিতীয় ম্যাচটিও। ফাইনাল-সহ টুর্নামেন্টের বাকি সব ম্যাচ অনুষ্ঠিত হবে এই মাঠেই।
কখন শুরু হবে ম্যাচ:-
এশিয়া কাপের সব ম্যাচগুলি ভারতীয় সময় অনুযায়ী দুপুর ৩টে থেকে শুরু হচ্ছে। ভারত বনাম শ্রীলঙ্কা ম্যাচটিও একই সময়ে শুরু হবে। টস অনুষ্ঠিত হবে আধ ঘণ্টা আগে অর্থাৎ, ২টো ৩০ মিনিটে।
কোন চ্যানেলে দেখা যাবে ম্যাচের সরাসরি সম্প্রচার:-
ভারতে এশিয়া কাপের ম্যাচগুলি সরাসরি সম্প্রচারিত হচ্ছে স্টার স্পোর্টস নেটওয়ার্কে।
(এশিয়া কাপে কার কবে খেলা জানার জন্য ক্লিক করুন এখানে)
অনলাইনে কোথায় দেখবেন খেলা:-
ভারতে এশিয়া কাপের ম্যাচগুলির সম্পূর্ণ বিনামূল্যে দেখা যাচ্ছে ডিজনি প্লাস হটস্টারে। এছাড়া টুর্নামেন্টের যাবতীয় খবর, তথ্য-পরিসংখ্যান ও লাইভ স্কোর আপডেট পাবেন হিন্দুস্তান টাইমস বাংলায়।
অন্যান্য দেশে কোন চ্যানেল ও অনলাইনে কোথায় দেখা যাবে ম্যাচ:-
পাকিস্তানে পিটিভি স্পোর্টস ও টেন স্পোর্টসে দেখা যাচ্ছে এশিয়া কাপের ম্যাচগুলি। বাংলাদেশে গাজি টিভিতে সম্প্রচারিত হচ্ছে টুর্নামেন্ট। ইংল্যান্ডে টিএনটি স্পোর্টস অ্যাপে দেখা যাচ্ছে খেলা। অস্ট্রেলিয়ার ফক্স স্পোর্টস ও ফক্সটেল অ্যাপে খেলা দেখা যাচ্ছে। দক্ষিণ আফ্রিকায় এশিয়া কাপ সম্প্রচারিত হচ্ছে সুপারস্পোর্ট-এ।