বাংলা নিউজ > ক্রিকেট > বিশ্বকাপের পরে কেন ODI খেলবেন না বিরাট? কোহলির পাশে দাঁড়িয়ে আখতারকে জবাব দিলেন সৌরভ

বিশ্বকাপের পরে কেন ODI খেলবেন না বিরাট? কোহলির পাশে দাঁড়িয়ে আখতারকে জবাব দিলেন সৌরভ

সৌরভ গঙ্গোপাধ্যায়, বিরাট কোহলি ও শোয়েব আখতার (ছবি-গেটি ইমেজ ও ইনস্টাগ্রাম)

এবার বিরাট কোহলির হয়ে ব্যাট ধরলেন সৌরভ গঙ্গোপাধ্যায়। কোহলিকে নিয়ে পাকিস্তানের প্রাক্তন ফাস্ট বোলার শোয়েব আখতারের যুক্তিকে একেবারে বাউন্ডারির বাইরে পাঠিয়ে দিলেন মহারাজ। তিনি বলেন, ‘কেন? বিরাট কোহলি যে ক্রিকেট খেলতে চান সেটাই খেলা উচিত, কারণ সে পারফর্ম করছে।’

এবার বিরাট কোহলির হয়ে ব্যাট ধরলেন সৌরভ গঙ্গোপাধ্যায়। কোহলিকে নিয়ে পাকিস্তানের প্রাক্তন ফাস্ট বোলার শোয়েব আখতারের যুক্তিকে একেবারে বাউন্ডারির বাইরে পাঠিয়ে দিলেন মহারাজ। সম্প্রতি ভারতীয় তারকা খেলোয়াড় বিরাট কোহলিকে ২০২৩ সালের বিশ্বকাপের পরে সীমিত ওভারের ক্রিকেট থেকে অবসর নেওয়ার একটি অযৌক্তিক পরামর্শ দিয়েছেন শোয়েব আখতার। তাঁর পরামর্শে প্রাক্তন বিসিসিআই সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায় এখন এমন একটি বিবৃতি দিয়েছেন যে প্রাক্তন পাকিস্তানি খেলোয়াড় এবার চুপ করে থাকবেন। কিং কোহলির বয়স বর্তমানে ৩৪ বছর এবং তিনি ভারতের হয়ে সব ফর্ম্যাটে ক্রিকেট খেলছেন। সম্প্রতি তিনি আন্তর্জাতিক ক্রিকেটে ১৫ বছর পূর্ণ করেছেন।

বিরাট কোহলি সম্পর্কে একটি সাক্ষাৎকারে শোয়েব আখতার বলেছিলেন যে তিনি মনে করেন না বিশ্বকাপের পরে কোহলির একদিনের ম্যাচ অর্থাৎ ৫০ ওভারের ফর্ম্যাট খেলা উচিত। এছাড়া আগামী ৬ বছর কিং কোহলির ক্রিকেট খেলা দেখার ইচ্ছা প্রকাশ করেছেন আখতার। তিনি বলেছেন যে বিরাটের উচিত সীমিত ওভারের ক্রিকেট ছেড়ে টেস্টে মনোযোগ দেওয়া এবং সেখানে সেঞ্চুরি করে সচিন তেন্ডুলকরের রেকর্ড ভাঙা। বর্তমানে আন্তর্জাতিক ক্রিকেটে বিরাটের রয়েছে ৭৬টি সেঞ্চুরি।

শোয়েব আখতারের এই বক্তব্যের পরে এবার সৌরভ গঙ্গোপাধ্যায় নিজের প্রতিক্রিয়া দিয়েছেন। এক অনুষ্ঠানে প্রাক্তন ভারতীয় অধিনায়ককে এ বিষয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন, ‘কেন? বিরাট কোহলি যে ক্রিকেট খেলতে চান সেটাই খেলা উচিত কারণ সে পারফর্ম করছে।’ এর বাইরে ২০২৩ বিশ্বকাপ নিয়েও কথা বলেছেন সৌরভ। তিনি বলেছিলেন যে শ্রেয়স আইয়ারকে যদি ২০২৩ সালের আইসিসি বিশ্বকাপে না পাওয়া যায়, তবে ভারতের বাঁহাতি ব্যাটসম্যান তিলক বর্মাকে চার নম্বরে খেলানো উচিত।

সৌরভ গঙ্গোপাধ্যায় বলেন, ‘কে বলেছে আমাদের কাছে চার নম্বরের বিকল্প নেই। আমাদের অনেক ব্যাটসম্যান আছে যারা নীচের অর্ডারে খেলতে পারেন। আমি অন্যভাবে ভাবি, আমি অন্যভাবে দেখি। এটি একটি দুর্দান্ত দল। বাঁহাতি ব্যাটসম্যান হওয়ায় তিলক বর্মাও একটি বিকল্প।’ তিলক বর্মা ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ২২ বলে ৩৯ রান করে টি-টোয়েন্টিতে অভিষেক করেন এবং পরের দুটি ম্যাচে ৫১ এবং ৪৯ রান করে অপরাজিত থাকেন। সৌরভ গঙ্গোপাধ্যায় বলেছেন, ‘তিলক একজন দুর্দান্ত তরুণ ক্রিকেটার। তাঁর খুব বেশি অভিজ্ঞতা নেই কিন্তু তাতে কিছু যায় আসে না। আমি টপ অর্ডারে যশস্বী জসওয়ালকেও দেখতে চাই। তার অপরিসীম প্রতিভা রয়েছে এবং নির্ভয়ে খেলেন। এটি একটি দুর্দান্ত দল।’

রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড বিস্তারিত ক্রীড়াসূচি - এর জন্য চোখুন HT Bangla - তে

বন্ধ করুন