শুভব্রত মুখার্জি: আসন্ন ওডিআই বিশ্বকাপের দল সোমবারেই ঘোষণা করে দেওয়া হয়েছে ইংল্যান্ডের তরফে। ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড অর্থাৎ ইসিবির তরফে যে দল ঘোষণা করা হয়েছে সেই দলে স্বাভাবিকভাবেই জায়গা হয়নি জোফ্রা আর্চারের। চোট থাকায় বিশ্বকাপের দলে জায়গা পাননি ২০১৯ বিশ্বকাপ জয়ের অন্যতম নায়ক। তবে স্কোয়াডে না থাকলেও ভারতে আসছেন আর্চার। ট্রাভেলিং রিজার্ভ হিসেবে ভারতে আসছেন জোফ্রা আর্চার।
চোটের কারণে বিশ্বকাপের শুরুর দিকে থাকছেন না জোফ্রা আর্চার। সেই বিষয়টা অবশ্য আগেই জানা ছিল। আর সেই কারণে ইংল্যান্ডের বিশ্বকাপ স্কোয়াডে নাম নেই তাঁর। ইংল্যান্ডের রিজার্ভ ক্রিকেটার হিসেবে শুধু ভারত আসছেন জোফ্রা আর্চার তা নয় ,ভারতে এসে তিনি তাঁর রিহ্যাবও চালাবেন।
২০১৯ সালে প্রথমবারের মতো ওয়ান ডে বিশ্বকাপ চ্যাম্পিয়ন হয়েছিল ইংল্যান্ড দল। বেন স্টোকসের পাশাপাশি সেই জয়ে ইংল্যান্ডের অন্যতম নায়ক ছিলেন আর্চার। গোটা টু্র্নামেন্ট জুড়ে তিনি বেশ ভালো বোলিং করেছিলেন। ফাইনালের সুপার ওভারে নিউজিল্যান্ডকে আটকে দিতে সমর্থ হয়েছিলেন এই ডানহাতি এই পেসার। ইংল্যান্ডের বোলিং আক্রমণের অন্যতম গুরুত্বপূর্ণ সদস্য হলেও চোটের কারণে বেশিরভাগ সময়ই ২২ গজের বাইরে থাকতে হয়েছে তাঁকে।
দীর্ঘদিন পরে চোট সারিয়ে চলতি বছরের শুরুর দিকে ২২ গজে ফিরেছিলেন আর্চার। আইপিএল চলাকালীন ফের চোটে পান তিনি। ছিটকে যেতে হয় ক্রিকেট থেকে। এরপর রিহ্যাব করে চোট সারিয়ে ফেরার লড়াই চালাচ্ছেন তিনি। চোটের কারণে নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজে খেলা হয়নি আর্চারের। বিশ্বকাপের প্রাথমিক স্কোয়াডেও নেই অভিজ্ঞ এই পেসার।
বিশ্বকাপের মূল দলে না থাকলেও ২৮ বছর বয়সী এই ক্রিকেটারকে রিজার্ভ হিসেবে ভারতে নিয়ে আসার কথা নিশ্চিত করেছে ইংল্যান্ড। বিশ্বকাপের শেষ দিকে তাঁকে পাওয়ার আশা করছে ইংল্যান্ড। আর সেই কারণে ভারতেই নিজের রিহ্যাব শেষ করবেন আর্চার। উল্লেখ্য আগামী ২৭ সেপ্টেম্বর পর্যন্ত বিশ্বকাপ স্কোয়াড পরিবর্তনের সুযোগ থাকছে দলগুলোর কাছে।