অ্যাঞ্জেলো ম্যাথিউজের পরিবর্তে যদি আপনাকে ‘টাইমড আউট’ করা হত, তাহলে কী করতেন? তখন কি নিয়মের যুক্তি খাড়া করতেন? সেই প্রশ্নের জবাবে একেবারে স্টেপ-আউট করে ছক্কা হাঁকালেন বাংলাদেশের অধিনায়ক শাকিব আল হাসান। ম্যাচের পর সাংবাদিক বৈঠকে শাকিব দাবি করলেন যে তিনি থাকলে এরকম পরিস্থিতি তৈরি হত না। কারণ তিনি সতর্ক থাকতেন। আর অ্যাঞ্জেলো ম্যাথিউজের মতো ‘ভুল’ করতেন না। শুধু তাই নয়, ম্যাথিউজের ‘টাইমড আউট’-র বিষয় নিয়ে একাধিক সোজাসাপটা জবাব দিয়েছেন বাংলাদেশের অধিনায়ক। তিনি কী কী বললেন, তা দেখে নিন।
ম্যাথিউজ নিয়ে সাংবাদিক বৈঠকে শাকিবের উত্তর
প্রশ্ন: ক্রিকেটের স্পিরিট মেনে কি ম্যাথিউজকে ফিরিয়ে আনার কথা মনে হয়েছিল?
শাকিব: তাহলে বিষয়টি আইসিসির দেখা উচিত এবং নিয়মটা পালটানো উচিত (হাসিমুখে উত্তর দেন)।
প্রশ্ন: একজন ব্যাটার হিসেবে আপনি যদি অ্যাঞ্জেলোর জায়গায় থাকতেন এবং আপনার সঙ্গে এরকম হত, তাহলে আপনি কী করতেন?
শাকিব: আপনি সতর্ক থাকতাম। তাই আমার ক্ষেত্রে এটা হবে না।
প্রশ্ন: ম্যাথিউজের আউটের ক্ষেত্রে ওঁর সম্ভবত হেলমেটের স্ট্র্যাপ ভেঙে গিয়েছিল। আম্পায়ার আউট দেওয়ার পর উনি এসে আপনার সঙ্গে কথা বলেন। তখন উনি কী বলেন? আপনার কী প্রতিক্রিয়া ছিল?
শাকিব: আমরা (ম্যাথিউজের সঙ্গে) ২০০৬ সাল থেকেই একে অপরের বিরুদ্ধে খেলছি। আমরা (বাংলাদেশ) শ্রীলঙ্কার বিরুদ্ধে অনেক ম্যাচ খেলেছি। আমি ওকে খুব ভালোভাবে জানি। ও আমায় খুব ভালোভাবে জানে। তো ও এসে আমায় জিজ্ঞাসা করে যে আমি আমার আবেদন ফিরিয়ে নেব কিনা, আমি আপিল ফিরিয়ে নিতে চাই কিনা। আমি বলি যে আমি তোমার পরিস্থিতি বুঝতে পারছি। এটা দুর্ভাগ্যজনক। কিন্তু আমি আমার আপিল ফিরিয়ে নিতে চাই না।
প্রশ্ন: ম্যাচের পরে কি শ্রীলঙ্কার খেলোয়াড়দের সঙ্গে হাত মিলিয়েছেন বাংলাদেশের ক্রিকেটাররা? কোনও কথা হয়েছে?
শাকিব: (ম্যাচের পরে) আমরা হাত মেলাতে যাইনি, সেটা নয়। (আমরা হাত মেলাতে গিয়েছিলাম), ওরা চলে গিয়েছে। খেলার শেষে কোনও কথা হয়নি।
প্রশ্ন: টাইমড আউট নিয়ে আবেদনের সময় কি ওভাররেটের বিষয়টা নিয়ে চিন্তিত ছিলেন?
শাকিব: আমার মতে, ওভাররেটের নিরিখে আমরা পিছিয়ে ছিলাম না। যে সময়ের মধ্যে আসার কথা, সেটা আসেনি। তাই আমরা আবেদন করেছি।
যদিও ম্যাথিউজ দাবি করেছেন যে তিনি নির্দিষ্ট সময়ের মধ্যেই ক্রিজে আসেন। যখন তাঁর হেলমেটে সমস্যা হয়, তখনও নির্ধারিত সময়ের পাঁচ সেকেন্ড বাকি ছিল। তিনি সময়ের মধ্যে পৌঁছে গিয়েছিলেন। কিন্তু সরঞ্জামের ত্রুটি হয়েছিল। তিনি দাবি করেন, আউটের আবেদন করে লজ্জাজনক কাজ করেছেন শাকিবরা।