সেই ২০০৩ বিশ্বকাপ। সৌরভ গঙ্গোপাধ্যায়ের নেতৃত্বে বিশ্বকাপের মঞ্চে ইংল্যান্ডকে হারিয়েছিল টিম ইন্ডিয়া। ২০ বছর পর ফের বিশ্বকাপের মঞ্চে ইংল্যান্ডের বিরুদ্ধে জয় পেল রোহিত শর্মা ব্রিগেড। ২০১১ সালে ভারত-ইংল্যান্ড রোমহর্ষক ম্যাচ টাই হয়েছিল। তার পর আবার ২০১৯ বিশ্বকাপে দুই দল মুখোমুখি হয়। হারে ভারত। এর মধ্যে আবার টি-২০ বিশ্বকাপে ব্রিটিশদের বিরুদ্ধে কোনও জয় নেই ভারতের। এবার ঘরের মাঠে নড়বড়ে ইংল্যান্ডকে পেয়ে ১০০ রানে উড়িয়ে বদলা পূরণ করলেন রোহিত শর্মারা। টস হেরে প্রথমে ব্যাট করতে নেমে ১২ ওভারের মধ্যে তিন উইকেট হারিয়ে বেশ চাপে পড়ে গিয়েছিল ভারত। সেই সময়ে হাল ধরেছিলেন ভারত অধিনায়ক। তবে তিনি ৮৭ করে আউট হওয়ার পর, বেশ নড়বড়ে লাগছিল টিম ইন্ডিয়াকে। শেষ পর্যন্ত সূর্যকুমার যাদবের ৪৯ রানের হাত ধরে ভারত ৯ উইকেটে ২২৯ রান করে। কেএল রাহুল ৩৯ এবং বুমরাহ ১৬ রান করেছিলেন। এর বাইরে কেউ দুই অঙ্কের ঘরের পৌঁছতে পারেননি। ইংল্যান্ডের হয়ে ৩ উইকেট নেন ডেভিড উইলি। ২টি করে উইকেট নিয়েছেন আদিল রশিদ এবং ক্রিস ওকস। মার্ক উড নিয়েছেন ১ উইকেট।
২৩০ রান তাড়া করতে নেমে ভারতীয় বোলারদের দাপটের সামনে কেন্নোর মতো গুটিয়ে যায় ইংল্যান্ড। ৩৪.৫ ওভারে তারা ১২৯ রানে অলআউট হয়ে যায়। ১০০ রানে বিশাল জয় পায় ভারত। ভারতের হয়ে মহম্মদ শামি সবচেয়ে সফল বোলার। ৭ ওভার বল করে ২২ রান দিয়ে ৪ উইকেট নিয়েছেন তিনি। ৬.৫ ওভার বল করে ৩২ রান দিয়ে ৩ উইকেট নিয়েছেন বুমরাহ। দু' উইকেট নিয়েছেন কুলদীপ যাদব। ১ উইকেট নিয়েছেন রবীন্দ্র জাদেজা। ইংল্যান্ডের হয়ে সর্বোচ্চ ২৭ রান করেছেন লিয়াম লিভিংস্টোন। বাকিরা কেউ ২০ রানের গণ্ডিই টপকাতে পারেননি।
১২৯ রানে অলআউট ইংল্যান্ড
৩৪.৫ ওভারে ইংল্যান্ডকে মার্ক উডকে বোল্ড করেন বুমরাহ। গোল্ডেন ডাক করেন তিনি। ১৭ বলে ১৬ করে অপরাজিত থাকেন উইলি। ১২৯ রানে অলআউট হয়ে যায় ইংল্যান্ড। ২০২৩ বিশ্বকাপে এটি ইংল্যান্ডের সর্বনিম্ন রান। ১০০ রানে ম্যাচ জেতে ভারত। এই নিয়ে টানা ছ'টি ম্যাচ জিতল ভারত।
আউট…. নবম উইকেট হারাল ইংল্যান্ড
ফের শামির আগুন। নবম উইকেট হারাল ইংল্যান্ড। এবার আদিল রশিদকে বোল্ড করলেন শামি। ২০ বলে ১৩ করে সাজঘরে ফিরলেন রশিদ। ক্রিজে এলেন নতুন ব্যাটার মার্ক উড। ৩৪ ওভার শেষে ৯ উইকেটে ১২২ রান ইংল্যান্ডের। ১৩ বলে ৯ রান উইলির।
১০০ পার ইংল্যান্ডের
৩০ ওভারে ৮ উইকেটে ১০০ পার করল ইংল্যান্ড। ওভার শেষে তাদের স্কোর ১০১ রান। হারের ভ্রুকুটি থাকলেও, লড়াই চালাচ্ছেন আদিল রশিদ, ডেভিড উইলি। ৩ বলে ২ রান রশিদের। ৬ বলে ১ রান উইলি।
আউউউউটটট…. ওকসকে স্টাম্পের ফাঁদে ফেললেন জাদেজা
সপ্তম উইকেট হারাল ইংল্যান্ড। ২০ বলে ১০ রান করে সাজঘরে ফিরলেন ওকস। জাদের বল এগিয়ে এসে খেলতে গিয়ে মিস করেন। বল চলে যায় উইকেটের পিছনে দাঁড়িয়ে থাকা রাহুলের হাতে। স্টাম্প করতে কোনও ভুল করেননি কেএল। পরিবর্তে ক্রিজে এসেছেন নতুন ব্যাটার ডেভিড উইলি। এই ওভারে কোনও রান দেননি জাদেজা। ২৯ ওভার শেষে ৭ উইকেট হারিয়ে ৯৮ রান ইংল্যান্ডের। লিয়াম লিভিংস্টোন ৪৪ বলে ২৭ রান করেছেন। ৫ বল খেলেও রানের খাতা খোলেননি উইলি।
২৭ ওভারে ৬ উইকেটে ৯৪ ইংল্যান্ডের
২৭ ওভারে ৬ উইকেটে ৯৪ রান ইংল্যান্ডের। ৪১ বলে ২৫ রান করে লড়াই চালাচ্ছেন লিয়াম লিভিংস্টোন। ১৬ বলে ৮ রান ক্রিস ওকসের।
আউউউউটটট…. মইনকে ফেরালেন শামি
ষষ্ঠ উইকেট হারাল ইংল্যান্ড। দ্বিতীয় স্পেলে ফিরতেই ফের ধাক্কা দিলেন শামি। টাইট লাইন এবং লেন্থে বলটা করেছিলেন শামি। মইন আলি সেই বল মারতে গিয়ে ব্যাটের কানায় লেগে সোজা চলে যায় উইকেটকিপার রাহুলের হাতে। একেবারে আদর্শ ডেলিভারি। মইন খেলতে বাধ্য হন। ৩১ বলে ১৫ রান করে সাজঘরে ফিরলেন মইন আলি। মইনের পরিবর্তে ক্রিজে এসেছেন নতুন ব্যাটার ক্রিস ওকস। ২৪তম ওভারে কোনও রানও দেননি শামি। ওভার শেষে ইংল্যান্ডের সংগ্রহ ৬ উইকেটে ৮১ রান। লিভিংস্টোন ৩৪ বলে ২০ করেন। ৫ বল খেলেও রানের খাতা খোলেননি ওকস।
২০ ওভারে ভারতের সংগ্রহ ৬৮/৫
২০ ওভারে ৫ উইকেটে ৬৮ রান ইংল্যান্ডের। ভারতের চাই আরও ৫ উইকেট। ৫ উইকেট হারিয়ে বেশ চাপেই পড়ে গিয়েছে ইংল্যান্ড। তবে কোনও জুটি যদি দাঁড়িয়ে যায়, তবে চাপ হবে। তাই বড় রানের জুটি কাউকে গড়তে দেওয়া যাবে না। ২২ বলে ১১ রান করে ফেলেছেন লিয়াম লিভিংস্টোন। ২৪ বলে ১১ রান মইন আলির।
আউউউউটটট…. বাটলারকে বোল্ড করলেন কুলদীপ
দুরন্ত বল কুলদীপের। বলটি মারাত্মক টার্ন করে। বাটলার কিছু বুঝে ওঠার আগেই উইকেট ভেঙে যায়। ১৬তম ওভারের প্রথম বলেই পঞ্চম উইকেট হারায় ইংল্যান্ড। ২৩ বলে ১০ রান করে বাটলার সাজঘরে ফেরেন। পরিবর্তে এসেছে নতুন ব্যাটার লিয়াম লিভিংস্টোন। ১৭ ওভার শেষে ৫ উইকেটে ৫৪ রান ইংল্যান্ডের। মইন আলির সংগ্রহ ১৮ বলে ৭ রান। লিভিংস্টোন করেছেন ৪ বলে ১ রান।
১৫ ওভারে ৫০ পার ইংল্যান্ডের
১৫ ওভার শেষে ইংল্যান্ডের স্কোর ৪ উইকেটে ৫২ রান। ২২ বলে ১০ রান বাটলারের। ১৭ বলে ৬ রান মইন আলির।
আউউউউটটট…. স্টোকসের পর বেয়ারস্টোকেও বোল্ড করলেন শামি
অষ্টম ওভারের শেষ বলে মহম্মদ শামি বোল্ড করেছিলেন বেন স্টোকসকে। যেখানে সেই ওভারটি শেষ করছিলেন দশম ওভারে বল করতে এসে যেন সেখান থেকেই শুরু করলেন। দশম ওভারের প্রথম বলে এবার বেয়ারস্টোকে বোল্ড করলেন শামি। পারফেক্টে লেন্থে বল করেছিলেন। বেয়ারস্টো সামলাতে পারেননি। ক্লিন বোল্ড হয়ে যান তিনি। ২টি চারের হাত ধরে ২৩ বলে ১৪ রান করে তিনি সাজঘরে ফেরেন। চার উইকেট হারাল ইংল্যান্ড। ক্রিজে এলেন নতুন ব্যাটার মইন আলি। ১০ ওভার শেষে ইংল্যান্ডের স্কোর ৪ উইকেটে ৪০। বাটলারের ৬ বলে ৪ রান। মইন আলি করেছেন ৩ বলে ১ রান।
আউউউউটটট…. স্টোকসকে বোল্ড করলেন শামি
কী দুরন্ত বল! গোটা ওভার ধরেই স্টোকসের উপর চাপ তৈরি করে রেখেছিলেন শামি। শেষ বলে উইকেট ভেঙে দিলেন বেন স্টোকসের। ১০ বল খেলে খাতাও খুলতে পারেননি ব্রিটিশ তারকা। ক্লিন বোল্ড হয়ে যান স্টোকস। ক্রিজে এসেছেন নতুন ব্যাটার বাটলার। ২০ বলে ১৩ রান করে লড়াই চালাচ্ছেন বেয়ারস্টো।
হ্যাটট্রিক হল না বুমরাহের
বিশ্বকাপে হ্যাটট্রিকটা হল না বুমরাহের। পঞ্চম ওভারের শেষ দুই বলে দুই উইকেট নিয়েছিলেন বুমরাহ। সপ্তম ওভারে বল করতে এসেছিলেন তিনি। সকলের ওভারের প্রথম বলে আর একটি উইকেটের প্রতীক্ষায় ছিলেন। কিন্তু শেষ পর্যন্ত হল না হ্যাটট্রিক। ভালো বল ছিল। সেটাকে কোনও মতে সামলান বেয়ারস্টো। উইকেট না পেলেও মেডেন ওভার নেন বুমরাহ। ২০ বলে ১৩ রান বেয়ারস্টোর। ৪ বল খেলে রানের খাতা খোলেননি বেন স্টোকস।
আউউউউটটট…. রুট আউট
জো রুট মালানের পরিবর্তে ক্রিজে আসেন। প্রথম বলেই তিনি এলবিডব্লিউ হন। যদিও রুট রিভিউ নিয়েছেন। কিন্তু বুমরাহ আত্মবিশ্বাসী। শেষ পর্যন্ত ফিল্ড আম্পায়ারের সিদ্ধান্তই বহাল থাকল গোল্ডেন ডাক করে সাজঘরে ফিরতে হল রুটকে। ক্রিজে এসেছেন নতুন ব্যাটার বেন স্টোকস। ৫ ওভার শেষে ২ উইকেটে ৩০ রান ইংল্যান্ডের। বেয়ারস্টো ১২ বলে ১০ রান করেছেন।
আউউউউটটট…. বোল্ড মালান
পঞ্চম ওভারের পঞ্চম বলে বুমরাহ প্রথম ঝটকা দিল ইংল্যান্ডকে। মালানকে সরাসরি বোল্ড করলেন তিনি। লেন্থ বল করেছিলেন বুমরাহ। মালান সেটা আটকাতে পারেননি। স্টাম্প ভেঙে যায়। ২টি চার, একটি ছয়ের হাত ধরে ১৭ বলে ১৬ করে সাজঘরে ফেরেন মালান।
সিরাজের গোড়ালিতে চোট?
কী হলে সিরাজের গোড়ালিতে? নিজের দ্বিতীয় ওভার আর ইনিংসের চতুর্থ ওভারে বল করতে এসে তিন বলের পর অস্বস্তিতে দেখা যায় সিরাজকে। দেখে মনে হচ্ছে সিরাজের কিছু সমস্যা হচ্ছে সিরাজের। ফিজিয়ো এসেছে। সিরাজের অবস্থা কি হার্দিকের মতো হবে?
সিরাজ দিলেন ১৩ রান
দ্বিতীয় ওভারে মহম্মদ সিরাজ ১৩ রান দিয়ে বসলেন। তাঁকে একটি ছয় আর চার হাঁকান মালান। বাকি ৩ রান অতিরিক্ত। ২ ওভার শেষে বিনা উইকেটে ১৭ রান ইংল্যান্ডের। বেয়ারস্টোর সংগ্রহ ৬ বলে ৪ রান। মালান করেছেন ৬ বলে ১০ রান।
প্রথম ওভারে হল ৪ রান
প্রথম পাঁচ বলে কোনও রান হয়নি। কিন্তু শেষ বলে চার হাঁকান বেয়ারস্টো। প্রথম ওভার শেষে ইংল্যান্ডের বিনা উইকেটে ৪ রান। ৬ বলে ৪ করেছেন বেয়ারস্টো, মালান একটি বলও খেলেননি।
রান তাড়া করা শুরু ইংল্যান্ডের
ইংল্যান্ড রান তাড়া করা শুরু করে দিল। ২৩০ রানের লক্ষ্য তাদের সামনে। ভারত কি ২২৯ রান ডিফেন্ড করতে পারবে? ইংল্যান্ডের জনি বেয়ারস্টো এবং ডেভিড মিলান ওপেন করতে নেমেছেন। ভারতের জসপ্রীত বুমরাহ প্রথম ওভার বল করতে এসেছেন।
৯ উইকেটে ২২৯ রান করল ভারত
ভারত শেষ পর্যন্ত ৯ উইকেট হারিয়ে ২২৯ রান করল। ইনিংসের শেষ বলে সিঙ্গল নিতে গিয়ে জসপ্রীত বুমরাহ রানআউট হন। ২৫ বলে ১৬ করে আউট হন বুমরাহ। ১৩ বলে ৯ করে অপরাজিত থাকেন কুলদীপ। ৫০ ওভার শেষে ৯ উইকেট হারিয়ে ২২৯ রান ভারতের। ইংল্যান্ডকে জিততে হলে করতে হবে ২৩০ রান। ২০ রান মতো কি কম করল ভারত? এই রান কি ডিফেন্ড করতে পারবে রোহিত বাহিনী?
আউউউউউউটটটট….. এক রানের জন্য হাফসেঞ্চুরি মিস করলেন সূর্য
নিজের হাফসেঞ্চুরির কথা না ভেবে, দলের বড় রানের কথা ভেবেছিলেন। তাই ৪৯-এ দাঁড়িয়ে বড় শট খেলতে গিয়েছিলেন। আর সেটা করতে গিয়েই মাত্র ১ রানের জন্য হাফসেঞ্চুরি মিস করলেন সূর্য। উইলির ডেলিভারিতে ১টি ছক্কা, চারটি চারের সৌজন্যে ৪৭ বলে ৪৯ করে ওকসের হাতে ক্যাচ দিয়ে সাজঘরে ফিরলেন সূর্য। ক্রিজে এলেন নতুন ব্যাটার কুলদীপ যাদব। ৪৭ ওভার শেষে ৮ উইকেটে ২১৪ রান ভারতের। বুমরাহের সংগ্রহ ১৭ বলে ৭ রান। কুলদীপ করেছেন ৩ বলে ৫ রান।
২০০ পার ভারতের
৪৫ ওভার শেষে ভারতের স্কোর ছিল ৭ উইকেটে ১৯৫ রান। ৪৬ ওভারের প্রথম বলেই ছক্কা হাঁকান সূর্য। সেই সঙ্গে ২০০ পার করে যায় টিম ইন্ডিয়া। এই ওভার থেকে এল ১৩ রান। ৪৬ ওভার শেষে ভারতের স্কোর ৭ উইকেটে ২০৮। সূর্যকুমার যাদব ৪৫ বলে ৪৯ রান করেছেন। বুমরাহের সংগ্রহ ১৬ বলে ৬ রান।
আউউউউউউটটটট….. সাজঘরে ফিরলেন শামি
৫ বলে ১ রান করে উডের ডেলিভারিতে বাটলারকে ক্যাচ দিয়ে সাজঘরে ফিরলেন শামি। সপ্তম উইকেট হারাল ভারত। ক্রিজে এলেন নতুন ব্যাটার জসপ্রীত বুমরাহ। ৪২ ওভার শেষে ৭ উইকেটে ১৮৩ রান ভারতের। ৩৩ বলে ৩১ রান সূর্যের। ৪ বল খেলেও এখনও রানের খাতা খুলতে পারেননি বুমরাহ।
আউউউউউউটটটট…. রিভিউ নিয়েও রক্ষা পেলেন না জাদেজা
এলবিডব্লিউ হলেন জাড্ডু। আদিল রশিদের বলে আউট হন জাদেজা। রিভিউ নিয়েও রক্ষা পেলেন না। ১৩ বলে ১ রান করে সাজঘরে ফিরতে হলে জাদেজাকে। ক্রিজে এলেন নতুন ব্যাটার মহম্মদ শামি। ৪১ ওভার শেষে ৬ উইকেটে ১৮৩ রান ভারতের। ৩৩ বলে ৩১ রান সূর্যের। ৩ বলে ১ রান শামির।
৪০ ওভার শেষে ভারতের স্কোর ১৮০/৫
১৪০ ওভার শেষে ভারতের স্কোর ৫ উইকেটে ১৮০ রান। ৩২ বলে ৩০ রান সূর্যকুমারের। ১১ বলে ৭ রান জাদেজার।
আউউউউউউটটটট…. ১৩ রানের জন্য সেঞ্চুরি মিস রোহিতের
বিশাল বড় ধাক্কা খেল ভারত। তারা রোহিত শর্মার উইকেট হারাল। যে এতক্ষণ দলের হাল ধরে রেখেছিলেন। তিনি ভরসা জোগাচ্ছিলেন পুরো টিমকে। কিন্তু খারাপ শট খেলে ১৩ রানের জন্য সেঞ্চুরি মিস করলেন। আদিল রশিদের বলে রোহিত বড় শট খেলতে গিয়ে লিয়াম লিভিংস্টোনকে ক্যাচ দেন। খুব ভালো ক্যাচটা ধরেছেন লিভিংস্টোন। ক্যাচ ধরতে গিয়ে চোটও পান লিভিংস্টোন। কিন্তু রোহিতের ক্যাচ কোনও ভাবে হাতছাড়া করেননি। ১০টি চার এবং তিনটি ছক্কার সৌজন্যে ১০১ বলে ৮৭ রান করে সাজঘরে ফেরেন রোহিত। ক্রিজে এলেন নতুন ব্যাটার রবীন্দ্র জাদেজা। ৩৭ ওভার শেষে ৫ উইকেটে ১৬৫ রান ভারতের। ২৪ বলে ২৫ রান সূর্যের। ১ বলে ১ রান জাদেজা।
১৫০ পার ভারতের
৩৫তম ওভারে ১৫০ পার করে গেল ভারত। ওভার শেষে ৪ উইকেটে ১৫৫ রান টিম ইন্ডিয়ার। ৯৬ বলে ৮৫ করে লড়াই চালাচ্ছেন রোহিত। ১৮ বলে ১৮ রান সূর্যকুমার যাদবের।
আউউউউটটটট…. আউট রাহুল, ভাঙল রোহিত-কেএল জুটি
১২ ওভারের মধ্যে ভারত যখন ৩ উইকেট হারিয়ে চাপে পড়ে গিয়েছিল, তখন রোহিতের সঙ্গে হাল ধরার চেষ্টা করেছিলেন রাহুল। তারা ৯১ রানের পার্টনারশিপও করে ফেলেছিলেন। কিন্তু শেষ পর্যন্ত ৩১তম ওভারের দ্বিতীয় বলে বড় শট খেলতে গিয়ে মিডঅনে বেয়ারস্টোকে ক্যাচ দেন রাহুল। ৩টি চারের হাত ধরে ৫৮ বলে ৩৯ রান করেন রাহুল। পবির্রতে ক্রিজে এসেছেন নতুন ব্যাটার সূর্যকুমার যাদব। ৩১ ওভার শেষে ৪ উইকেট হারিয়ে ১৩৭ রান ভারতের। ৮৭ বলে ৮০ রান রোহিতের। সূর্যকুমার যাদব করেছেন ৩ বলে ৫ রান।
সেঞ্চুরি ভারতের
২৫তম ওভারে অবশেষে ১০০ করল ভারত। ১২ ওভারের মধ্যে তিন উইকেট হারিয়ে বড় চাপে পড়ে গিয়েছিল টিম ইন্ডিয়া। সেই ধাক্কা এখনও সেই ভাবে কাটিয়ে উঠতে পারেনি টিম ইন্ডিয়া। তাও কিছুটা হলেও হাল ধরেছেন রোহিত শর্মা এবং কেএল রাহুল। ২৫ ওভার শেষে ৩ উইকেটে ভারতের সংগ্রহ ১০০। এই ওভারে লিভিংস্টোনকে দু'টি চার মেরেছেন রাহুল। সেই সঙ্গে ওভার থেকে মোট রান এসেছে ১১। ৪৩ বলে ৩০ রান রাহুলের। ৬৯ বলে ৫৭ রান রোহিতের।
হাফসেঞ্চুরি রোহিতের
দলের খারাপ সময়ে হাল ধরেছেন রোহিত শর্মা। তিনি ৬৬ বলে নিজের অর্ধশতরান পূরণ করেন। তাঁর এই ইনিংসে রয়েছে ৬টি চার এবং দু'টি ছক্কা। ৫০ করার পরের বলেই তিনি ছক্কা হাঁকান মার্ক উডকে। ২৪ ওভার শেষে ৩ উইকেটে ৮৯ রান ভারতের। ৩৭ বলে ১৯ রান কেএল-এর। ৬৯ বলে ৫৭ রান রোহিতের।
২০ ওভার শেষে ভারতের সংগ্রহ ৭৩/৩
প্রথম ১২ ওভারে তিন উইকেট হারিয়ে চাপে পড়ে গিয়েছে ভারত। যে কারণের রানের গতিও ধীর হয়ে গিয়েছে। ২০ ওভার শেষে ৩ উইকেট হারিয়ে ভারতের স্কোর মাত্র ৭৩। রানরেট চারের নীচে- ৩.৬৫। ৫৬ বলে ৪৪ করেছেন রোহিত। রাহুলের সংগ্রহ ২৬ বলে ১৬ রান।
ডিআরএস নিয়ে প্রাণে বাঁচলেন রোহিত
১৬তম ওভারের পঞ্চম বলে রোহিতকে এলবিডব্লিউ-র ফাঁদে ফেলতে গিয়েছিল মার্ক উড। ইংল্যান্ডের জোরালো আবেদনে ফিল্ড আম্পায়ার আউটও দিয়ে দেন। তবে রোহিত সঙ্গে সঙ্গে ডিআরএস নেন। বল ট্র্যাকিংয়ে দেখা যায়, রোহিত আউট নন। বল বের হয়ে যাচ্ছে। প্রাণে বাঁচেন রোহিত। স্বস্তি পায় ভারত। আর প্রাণে বাঁচতেই ষষ্ঠ বলে উডকে চার হাঁকান রোহিত। ১৬ ওভার শেষে ৩ উইকেটে ৫৫ রান ভারতের। ৫০ বলে ৩৭ রান রোহিতের। ৮ বলে ৫ রান শ্রেয়সের।
হাফসেঞ্চুরি ভারতের
১৫ ওভারে অবশেষে ৫০ রান করল ভারত। ৩ উইকেট হারানোর পর টিম ইন্ডিয়া মারাত্মক চাপে। হাল ধরার চেষ্টা করছেন রোহিত এবং রাহুল। কিন্তু সেই ভাবে হাত খুলে তারা খেলতে পারছেন না। তাই রানও হচ্ছে খুব ধীর গতিতে। ১৫ ওভার শেষে ভারতের স্কোর ৩ উইকেটে ৫০। তাদের রানরেট ৩.৩৩। ৪৫ বলে ৩৩ রান রোহিতের। ৭ বলে ৪ রান রাহুলের।
আউউউউটটটট…. হতাশ করলেন শ্রেয়স
তৃতীয় উইকেট পড়ে গেল ভারতের। মারাত্মক চাপ বাড়ল টিম ইন্ডিয়ার। ক্রিস ওকসের বলে দায়িত্বজ্ঞানহীন শট খেলতে গিয়েই নিজের উইকেট হারালেন শ্রেয়স। ১৬ বলে চার রান করে উডের হাত ক্যাচ দিয়ে সাজঘরে ফিরে যান তিনি। এই আউটের দায় পুরোটাই শ্রেয়সের। ১২ ওভার শেষে ৩ উইকেট হারিয়ে ৪০ রান ভারতের। ক্রিজে এসেছেন নতুন ব্যাটার কেএল রাহুল। ১ বল খেললেও তিনি রানের খাতা খোলেননি। ৩৩ বলে ২৭ রান রোহিতের।
১০ ওভারে ভারতের স্কোর ৩৫/২
চলতি বিশ্বকাপে এই প্রথম বার পাওয়ার প্লে-তে ভারতের বেহাল দশা। আগের পাঁচ ম্যাচে রোহিতের দাপটে মোটামুটি পাওয়াপ প্লে-তেই ভারতের জয়ের ভিত তৈরি হয়ে গিয়েছিল। কিন্তু ইংল্যান্ডের বিরুদ্ধে ম্যাচে প্রথম বার পাওয়ার প্লে-তে চাপে পড়ে গেল ভারত। ১০ ওভার শেষে তারা করেছে মাত্র ৩৫ রান। ২ উইকেট হারিয়ে বসে রয়েছে। ৩০ বলে ২৪ করে লড়াই চালাচ্ছেন রোহিত। ৮ বলে ২ রান শ্রেয়সের।
আউউউউটটটট…. খালি হাতে ফিরলেন কোহলি
সপ্তম ওভারেই দ্বিতীয় ধাক্কা খেল ভারত। আর সেই সঙ্গে মারাত্মক চাপে পড়ে গেল টিম ইন্ডিয়া। শূন্যতে সাজঘরে ফিরলেন বিরাট কোহলি। ৯ বল খেলেও রানের খাতা খুলতে পারেননি কোহলি। উইলির বলে স্টোকসকে ক্যাচ দিয়ে আউট হন তিনি। উইলি ভালো লাইন লেন্থ ধরে বল করে কোহলির উপর চাপ বাড়াচ্ছিলেন। প্রথম চার বলে রান হয়নি। পঞ্চম বলে বিরক্ত হয়ে কোহলি বড় শট খেলতে গিয়ে ক্যাচ তোলেন। পরিবর্তে ক্রিজে এসেছেন নতুন ব্যাটার শ্রেয়স আইয়ার। ৭ ওভার শেষে ২ উইকেট হারিয়ে ২৮ রান ভারতের। ১৯ বলে ১৮ রান রোহিতের। ১ বলে ১ রান শ্রেয়সের।
আউউউউটটটট….শুরুতেই বড় ধাক্কা খেল ভারত
শুরুতেই বড় ধাক্কা খেল ভারত। ওকসকে খেলতে সমস্যা হচ্ছিল শুভমনের। তাঁর বলেই বোল্ড হন তিনি। ১৩ বলে ৯ রান করে সাজঘরে ফেরেন শুভমন গিল। ভালো লেন্থে বলটি করেছিলেন ওকস। খাবি খেয়ে যান শুভমন। বুঝে ওঠার আগেই ভেঙে যায় উইকেট। পরিবর্তে ক্রিজে এলেন নতুন ব্যাটার বিরাট কোহলি। চার ওভার শেষে ভারতের স্কোর ১ উইকেটে ২৬ রান। ১১ বলে ১৭ রান রোহিতের।
তৃতীয় ওভারে এল ১৮ রান
প্রথম ওভারে ডেভিড উইলিকে পরখ করেছিলেন রোহিত। নিজের দ্বিতীয় ওভার এবং ইনিংসের তৃতীয় ওভারে তিনি বল করতে এলেই হাত খোলেন রোহিত। দ্বিতীয় বলে চার হাঁকান, তৃতীয় বলে মারেন ছক্কা। চতুর্থ এবং পঞ্চম বলে সিঙ্গল হয়। শেষ বলে ফের ছক্কা হাঁকান রোহিত। এই ওভার থেকে এল মোট ১৮ রান। ৩ ওভার শেষে বিনা উইকেটে ২২ রান ভারতের। রোহিতের সংগ্রহ ১১ বলে ১৭ রান। ৭ বলে ৫ রান গিলের।
দ্বিতীয় ওভারে হল চার রান
এই ওভারে শুভমন গিল তাও ক্রিস ওকসকে চার হাঁকিয়েছিলেন। যার ফলে এই ওভার থেকে এল চার রান। ২ ওভার শেষে বিনা উইকেটে ৪ রান ভারতের। ৬ বলে ৪ রান শুভমনের। রোহিত ৬ বল খেললেও রানের খাতা খুলতে পারেননি।
রানের খাতা খুলতে পারল না ভারত
প্রথম ওভারে কোনও রান হল না ভারতের। মেডেন ওভার দিলেন ডেভিড উইলি। রোহিত ছয় বল খেলেও রান নিতে পারেননি। অন্য দিনের মতো রোহিতকে প্রথম ওভার থেকেই বিধ্বংসী মনে হয়নি। সম্ভবত তিনি পিচ পরখ করে নিতে চাইছেন।
খেলা শুরু
টস হেরে ভারত প্রথমে ব্যাট করতে নেমেছেন। ওপেন করতে নেমেছেন রোহিত শর্মা এবং শুভমন গিল। ইংল্যান্ডের হয়ে প্রথম ওভার বল করছেন ডেভিড উইলি।
ইংল্যান্ডের একাদশ
ইংল্যান্ডের একাদশ: জনি বেয়ারস্টো, ডেভিড মালান, জো রুট, বেন স্টোকস, জোস বাটলার (অধিনায়ক/উইকেটরক্ষক), লিয়াম লিভিংস্টোন, মইন আলি, ক্রিস ওকস, ডেভিড উইলি, আদিল রশিদ, মার্ক উড।
ভারতীয় একাদশে কোনও পরিবর্তন করা হয়নি
ভারতের একাদশ: রোহিত শর্মা (অধিনায়ক), শুভমন গিল, বিরাট কোহলি, শ্রেয়স আইয়ার, কেএল রাহুল (উইকেটরক্ষক), সূর্যকুমার যাদব, রবীন্দ্র জাদেজা, কুলদীপ যাদব, মহম্মদ শামি, জাসপ্রীত বুমরাহ, মহম্মদ সিরাজ।
টস জিতল ইংল্যান্ড
টস জিতল ইংল্যান্ড। আর ব্রিটিশ অধিনায়ক ভারতকে রান তাড়া করার কোনও সুযোগ না দিয়ে প্রথমে বোলিং নিয়েছে। ভারত চলতি বিশ্বকাপের পাঁচ ম্যাচেই রান তাড়া করে জিতেছে। এবার ইংল্যান্ডের বিরুদ্ধেই তারা প্রথম ব্যাট করতে নামছেন।
১০০তম ম্যাচে নেতৃত্বে দিচ্ছেন রোহিত
বিবার লখনউতে ইংল্যান্ডের বিরুদ্ধে টস করতে নেমেই ভারত অধিনায়ক রোহিত শর্মা নজির গড়ে ফেললেন। তিনি জাতীয় দলের হয়ে রবিবার ইংল্যান্ডের বিরুদ্ধে ১০০তম ম্যাচে নেতৃত্ব দিলেন। এমএস ধোনি (৩৩২), মহম্মদ আজহারউদ্দিন (২২১), বিরাট কোহলি (২১৩), সৌরভ গঙ্গোপাধ্যায় (১৯৬), কপিল দেব (১০৮) এবং বর্তমান প্রধান কোচ রাহুল দ্রাবিড়ের (১০৪) পরে ৩৬ বছর বয়সী তারকা সপ্তম ভারত অধিনায়ক হবেন, যিনি এই মাইলস্টোন স্পর্শ করলেন। রোহিত শর্মার সব ফরম্যাটে (ওডিআই, টি-টোয়েন্টি, টেস্ট) ৭০%-এর বেশি জয়ের রেকর্ড রয়েছে। ৯৯টি ম্যাচে দলকে নেতৃত্ব দিয়ে রোহিত ৭৩টিতে তিজেছেন। ২৩টি ম্যাচে তিনি হেরেছেন। রোহিতকে সর্বকালের সেরা অধিনায়কদের মধ্যে একজন মনে করা হয়।
সেমিফাইনাল নিশ্চিত করা লক্ষ্য ভারতের
রবিবার ছয়ে ছয় করতে পারলে এবারের বিশ্বকাপে প্রথম দল হিসেবে সেমিফাইনালের টিকিট কার্যত নিশ্চিত করে ফেলবে ভারতীয় দল। ব্রিটিশদের বিরুদ্ধে নামার আগে আত্মবিশ্বাসেও ভরপুর রোহিত শর্মা, বিরাট কোহলি, জসপ্রীত বুমরাহরা।
আবহাওয়ার আপডেট
২০২৩ বিশ্বকাপে এখনও পর্যন্ত একটিও ম্যাচ বৃষ্টির কারণে ভেস্তে যায়নি। প্রত্যেকটা ম্যাচেই কোনও না কোনও ফলাফল বেরিয়ে এসেছে। ভারত বনাম ইংল্যান্ড ম্যাচেও বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। রবিবার লখনউয়ে এই ম্যাচ শুরু হওয়ার সময় তাপমাত্রা প্রায় ৩১ ডিগ্রি সেলসিয়াস থাকতে পারে। আর রাতের দিকে সেই তাপমাত্রা নেমে ২৫ ডিগ্রির আশপাশে ঘোরাফেরা করতে পারে। তবে আকাশ মেঘলা থাকার সম্ভাবনা রয়েছে। তবে বৃষ্টিপাতের সম্ভাবনা মাত্র ৫ শতাংশই রয়েছে।
অতিরিক্ত স্পিনার খেলানো হবে?
ভারতীয় শিবির সূত্রের খবর, লখনউয়ের ঘূর্ণিতে বাড়তি একজন স্পিনার খেলানো হতে পারে। কিন্তু সমস্যা হল হার্দিকের অনুপস্থিতিতে ভারতীয় দলের ব্যালেন্স অনেকটাই বিগড়েছে। তিন স্পিনার খেলাতে গেলে রোহিতের হাতে পেস বোলিংয়ের বিকল্প থাকবে মাত্র দু'জন। সেটাও সমস্যার। পাশাপাশি প্রশ্ন হল, দুই পেসার সেক্ষেত্রে কাকে খেলানো হবে? জসপ্রীত বুমরাহের জায়গা নিশ্চিত। মহম্মদ শামি এবং মহম্মদ সিরাজের মধ্যে কাকে খেলানো হবে? বিশ্বকাপের শুরু থেকেই ভারত দুই পেসার হিসাবে বুমরাহ এবং সিরাজকে প্রাধান্য দিয়ে আসছিল। তবে আগের ম্যাচে পাঁচ উইকেট পাওয়ার পর মনে হয় না লখনউতে শামিকে বসানো হবে। সেক্ষেত্রে সম্ভবত সিরাজকেই রবিবার বিশ্রাম দেওয়া হতে পারে। দুই পেসার হিসাবে খেলনো হতে পারে শামি এবং বুমরাহ। তিন নম্বর স্পিনার হিসাবে দলে ঢুকতে পারেন রবিচন্দ্রন অশ্বিন।
বিশ্বকাপে ভারত-ইংল্যান্ডের অবস্থান
পাঁচ ম্যাচের পাঁচটিতেই জিতে পয়েন্ট তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে ভারত। অন্যদিকে ইংল্যান্ড ৫ ম্যাচের মাত্র একটিতে জিতে বিশ্বকাপ থেকে কার্যত ছিটকে গিয়েছে। তারা এখন পয়েন্ট টেবলের লাস্টবয়।
২০ বছর ধরে ইংল্যান্ডের বিরুদ্ধে জয় অধরা
২০০৩ সালের পর থেকে বিশ্বকাপে ইংল্যান্ডের বিরুদ্ধে জিততে পারেনি ভারত। অবশ্য সে সুযোগও বেশি আসেনি। ২০০৩ সালের পর ২০১১ সালে একবার সাক্ষাৎ হয়েছিল দু'দেশের। সেবার রোমহর্ষক ম্যাচ টাই হয়েছিল। তার পর আবার ২০১৯ বিশ্বকাপে দুই দল মুখোমুখি হয়। হারে ভারত। এর মধ্যে টি-২০ বিশ্বকাপে অবশ্য ব্রিটিশদের বিরুদ্ধে কোনও জয় নেই ভারতের। এবার ঘরের মাঠে ভারতের কাছে সুবর্ণ সুযোগ রয়েছে সেই খরা কাটানোর।
টস জিতল ইংল্যান্ড
টস জিতল ইংল্যান্ড। এবং তারা ভারতকে রান তাড়া করার কোনও সুযোগই দেয়নি। তারা প্রথমে বোলিং নিয়েছে।