বাংলা নিউজ > ক্রিকেট > বিশ্বকাপ > ICC CWC SL vs NED: সাদিরার বড় রান, ডাচদের হারিয়ে এবারের বিশ্বকাপে প্রথম জয় ছিনিয়ে নিল শ্রীলঙ্কা

ICC CWC SL vs NED: সাদিরার বড় রান, ডাচদের হারিয়ে এবারের বিশ্বকাপে প্রথম জয় ছিনিয়ে নিল শ্রীলঙ্কা

ম্যাচ জয়ের পর সাদিরা এবং ধনঞ্জয়া। ছবি-পিটিআই (PTI)

টানা ম্যাচ হারের পর অবশেষে স্বস্তি। ডাচদের হারিয়ে এবারের বিশ্বকাপে প্রথম জয় পেল শ্রীলঙ্কা দল।

গত ম্যাচে দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে শোরগোল ফেলে দেয় নেদারল্যান্ডস। আজ ঠিক পরের ম্যাচেই ডাচরা খেলতে নামে শ্রীলঙ্কার বিরুদ্ধে। কিন্তু এই ম্যাচে আর সেই দাপট দেখা গেল না। ফের হারের রাস্তায় ফিরতে হল নেদারল্যান্ডসকে। শ্রীলঙ্কার বিরুদ্ধে ৫ উইকেটে হারতে হল ডাচদের। সেই সঙ্গে এবারের বিশ্বকাপে প্রথম জয় পেল শ্রীলঙ্কা।

এদিন লখনউয়ের একানা স্টেডিয়ামে নেদারল্যান্ডসের বিরুদ্ধে খেলতে নামে শ্রীলঙ্কা। টসে জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেন ডাচ অধিনায়ক স্কট এডওয়ার্ডস। এদিন প্রথম থেকেই ধাক্কা খেতে থাকে ডাচদের টপ অর্ডার। বিক্রমজিৎ সিং, ম্যাক্স ও দাউদ তেমন কিছুই করতে পারেননি। লঙ্কার বোলারদের দাপটে মাত্র ৯১ রানে ৬ উইকেট হারিয়ে ফেলে ডাচরা। মনে করা হয়েছিন ১৫০ রানেই গুটি যাবে। কিন্তু তা হয়নি।

লোয়ার মিডল অর্ডারের দুই ব্যাটার সাইব্র্যান্ড এঙ্গেলব্রেখট এবং লোগান ভ্যান বিক বড় রানের একটি ইনিংস খেলেন। এই দুই ব্যাটারের বড় রানে ভর করে ৪৯.৪ ওভারে ২৬২ রান তোলে নেদারল্যান্ডস। সাইব্র্যান্ড ৮২ বলে ৭০ রান করেন ৪টি বাউন্ডারি এবং ১টি ওভার বাউন্ডারির সৌজন্যে। লোগান ভ্যান বিক ৭৫ বলে ৫৯ রানের ইনিংস খেলেন মাত্র ১টি বাউন্ডারি এবং ১টি ওভার বাউন্ডারির সৌজন্যে। শ্রীলঙ্কার হয়ে দুর্দান্ত বোলিং করেন দিলশান মাদুশঙ্কা এবং কাসুন রাজিথা। এই দুই বোলারই ৪টি করে উইকেট নেন। এছাড়াও থিকশনা ১টি উইকেট নেন।

জবাবে ব্যাট করতে নেমে মাত্র ৪৮.২ ওভারেই জয়ের জন্য নির্ধারিত রান তুলে নেয় শ্রীলঙ্কা। তবে শ্রীলঙ্কাও যে শুরুটা দুর্দান্ত করেছিল, তা একেবারেই বলা যাবে না। কারণ কুশল পেরেরা মাত্র ৫ রান করে ফিরে যান। এছাড়াও কুশল মেন্ডিস ১১ রান করে ফিরে যান। পরপর উইকেট হারিয়ে স্বাভাবিক ভাবেই পিছিয়ে পড়ে শ্রীলঙ্কা। পাথুম এবং সাদিরা দুর্দান্ত একটি ইনিংস খেলেন। পাথুম ৫৪ রান করেন ৯টি বাউন্ডারির সৌজন্যে। এবং সাদিরা অপরাজিত ৯১ রান করেন মাত্র ৭টি বাউন্ডারির সৌজন্যে। আসালঙ্কা ৪৪ রান করেন। লঙ্কার ব্যাটারদের দুর্দান্ত ইনিংসে ভর করে মাত্র ৫ উইকেট হারিয়ে ২৬৩ রান তুলে নেয় শ্রীলঙ্কা। এবারের বিশ্বকাপে এই প্রথম জয় পেল কুশল মেন্ডিসের দল। নেদারল্যান্ডসের হয়ে তিন উইকেট নেন এরিয়ান দত্ত। ম্যাচের সেরা হয়েছে সাদিরা।

Haryana and JNK Election Haryana and JNK Election
ক্রিকেট খবর

Latest News

বাড়িতে পেঁচার মূর্তি কোনদিকে রাখা শুভ? কোজাগরী লক্ষ্মীপুজোর আগে রইল বাস্তুটিপস 'অশান্তি ছড়াতে পারে', ডাক্তারদের দ্রোহের কার্নিভাল ঠেকাতে কড়া নির্দেশ পুলিশের বিদায়বেলায় দুর্গার সামনে দাঁড়িয়ে প্রার্থনা সৌরভের, 'মা'য়ের থেকে কী চাইলেন? শ্রীলঙ্কার মাটিতে স্পিনারদের হাতে পর্যুদস্ত! জাদেজা-অশ্বিনে বাড়তি সতর্ক কিউয়িরা 'এখানে কেউ চকোলেট-স্যান্ডউইচ খেয়ে অনশন করছে না', কাকে খোঁচা ডঃ দেবাশিস হালদারের? সমকোণে 'মুখোমুখি' পুজো ও দ্রোহের কার্নিভাল, নেতাজি মূর্তিতে মিলবে উৎসব-প্রতিবাদ ৪ দিনেই ২০ কোটি পার রাজকুমারের 'ভিকি বিদ্যা'র! কোথায় দাঁড়িয়ে আলিয়ার ‘জিগরা’? অতিরিক্ত রাগ উত্তেজনা কাদের সম্পর্কে ধরাবে ফাটল? কী বলছে আজকের প্রেম রাশিফল মীন রাশির আজকের দিন কেমন যাবে? জানুন ১৫ অক্টোবরের রাশিফল কুম্ভ রাশির আজকের দিন কেমন যাবে? জানুন ১৫ অক্টোবরের রাশিফল

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.