বাংলা নিউজ > ক্রিকেট > বিশ্বকাপ > অশ্বিন World Cup-এর দলে থাকার মতোই পারফরম্যান্স করেছে- অক্ষরকে নিয়ে সংশয়ে জবাব গাভাকরের

অশ্বিন World Cup-এর দলে থাকার মতোই পারফরম্যান্স করেছে- অক্ষরকে নিয়ে সংশয়ে জবাব গাভাকরের

রবিচন্দ্রন অশ্বিন।

অক্ষর ছিটকে যাওয়ায়, বড় সুযোগ পেয়ে যান রবিচন্দ্রন অশ্বিন। দলের অভিজ্ঞ স্পিনার প্রায় দেড় বছর বাদে ওয়ানডে টিমে সুযোগ পান এবং ভালো পারফরম্যান্স করে নিজের জায়গা তিনি মজবুত করেন। ব্যাট করার সুযোগ না পেলেও, ক্যারাম-বল স্পেশালিস্ট বল হাতে নজর কাড়েন। অশ্বিন অজিদের বিরুদ্ধে ২টি ওয়ানডে-তে ৪ উইকেট নিয়েছেন।

২০২৩ ওডিআই বিশ্বকাপ শুরু হতে আর ১০দিনও বাকি নেই। এদিকে অক্ষর প্যাটেলের চোট নিয়ে ভারতীয় দল বেশ চিন্তায়। তারকা অলরাউন্ডার ভারতের এশিয়া কাপের সুপার ফোরে বাংলাদেশের বিরুদ্ধে ম্যাচে চোট পেয়ে ২২ গজ থেকে ছিটকে গিয়েছেন। তিনি বাঁ-দিকের কোয়াড্রিসেপ স্ট্রেনের কারণে এশিয়া কাপের ফাইনাল ম্যাচও খেলতে পারেননি। যে কারণে ফাইনালে ওয়াশিংটন সুন্দরকে শেষ মুহূর্তে বদলি হিসেবে নেওয়া হয়েছিল।

অক্ষর অস্ট্রেলিয়ার বিরুদ্ধে প্রথম দু'টি ম্যাচে খেলতে পারেননি। তবে আশা করা হয়েছিল, তিনি চোট সারিয়ে বুধবারের রাজকোট ওডিআই-এর আগে দলের সঙ্গে যোগ দেবেন। তবে স্পিনিং অলরাউন্ডার এখনও সম্পূর্ণ ভাবে ফিট হয়ে উঠতে পারেননি। বিভিন্ন রিপোর্ট অনুযায়ী অবশ্য জানা যাচ্ছে, অক্ষর নাকি সুস্থ হয়ে উঠছেন এবং টিম ম্যানেজমেন্ট আশা করছে যে, বিশ্বকাপের জন্য সময় মতো তিনি ফিট হয়ে যাবেন। এখন অক্ষর বেঙ্গালুরুতে বিসিসিআই-এর জাতীয় ক্রিকেট অ্যাকাডেমিতে রয়েছেন।

এদিকে অক্ষর ছিটকে যাওয়ায়, বড় সুযোগ পেয়ে যান রবিচন্দ্রন অশ্বিন। দলের অভিজ্ঞ স্পিনার প্রায় দেড় বছর বাদে ওয়ানডে টিমে সুযোগ পান এবং ভালো পারফরম্যান্স করে নিজের জায়গা তিনি মজবুত করেন। ব্যাট করার সুযোগ না পেলেও, ক্যারাম-বল স্পেশালিস্ট বল হাতে নজর কাড়েন।

অশ্বিন এখনও পর্যন্ত খেলা দু'টি ওয়ানডেতে চারটি উইকেট নিয়েছেন। এবং অনেকেই বিশ্বকাপের ভারতীয় দলে অশ্বিনকে অন্তর্ভুক্ত করা নিয়ে সরব হয়েছেন। অনেকের মধ্যে রয়েছেন ভারতের ব্যাটিং কিংবদন্তি সুনীল গাভাসকরও। তিনি স্টার স্পোর্টসে একটি আলোচনার সময়ে দাবি করেন, অশ্বিন বিশ্বকাপের জন্য নিজের জায়গা তৈরি করেছেন।

অশ্বিন বনাম অক্ষর বিতর্কের বিষয়ে তাঁর চিন্তাভাবনা ভাগ করে নেওয়ার সময়ে গাভাসকর বলেছেন, ‘গত দু'টি ম্যাচে (অশ্বিন) যে ভাবে বোলিং করেছে, আমার মনে হয় যে, ও বিশ্বকাপের দলে নিজের জায়গা করে নিয়েছে। অক্ষর প্যাটেলের ফিটনেস নিয়ে সন্দেহের কারণ রয়েছে। এমন কী ও পুরো বিশ্বকাপের জন্য ফিট হবে কি না, তা নিয়ে সংশয় থাকছে। কারণ যে কোনও চোটের পুনরাবৃত্তি হতে পারে। এবং এটা নিয়ে ওকে সতর্ক থাকতে হবে। যদি টিম ম্যানেজমেন্ট মনে করে যে, ওরা অক্ষরের সঙ্গে সেই সুযোগ নিতে পারবে না, কারণ এটি বিশ্বকাপ, এবং প্রত্যেকেই চায় তাদের স্কোয়াডে ১০০ শতাংশ ফিট প্লেয়ার থাকুক, তাই যদি কোনও সন্দেহ থাকে, তাহলে অশ্বিন সেই জায়গায় দলে ঢুকতে পারে।’

গাভাসকর যোগ করেছেন, ‘মোহালিতে শেষ ৩-৪ ওভারে ও অসাধারণ বোলিং করেছে, তার পর ইন্দোরে ক্যারাম বলকে যে ভাবে ব্যবহার করেছে, তাই অক্ষরকে নিয়ে কোনও সন্দেহ থাকলে, অশ্বিনেরই দলে ফেরা উচিত।’

অক্ষর বিশ্বকাপের জন্য ভারতীয় দলের অংশ। তবে রোহিত শর্মা অ্যান্ড কোং ২৮ সেপ্টেম্বর পর্যন্ত দলে পরিবর্তন করার সুযোগ পাবে। সেই অনুমতি রয়েছে। ভবিষ্যতেও পরিবর্তন করা যেতে পারে, তবে তার জন্য আইসিসির অনুমোদনের প্রয়োজন হবে।

ক্রিকেট খবর

Latest News

ধর্ষণে অভিযুক্ত বায়ুসেনার উইং কমান্ডারকে প্রাক-গ্রেফতারি জামিন কোর্টের অভিনেত্রীকে হেনস্থা! মিথ্যা মামলায় গ্রেফতার, ডিজি-সহ ৩ পুলিশকর্মী সাসপেন্ড ভাদ্রের রান্না আশ্বিনেতে খাওয়া, আগামিকাল রান্না পুজো, জেনে নিন এর বিধি নিয়ম ‘‌আর একজন ছাত্রছাত্রীর সঙ্গে অবিচার হতে দেব না’‌, এবার গর্জে উঠলেন আখতার আলি বদলালো না রেকর্ড! ডেভিস কাপে ৬-৬ সুইডেনের! মাস্ট উইন ম্যাচে হার রামনাথন-বালাজির… বোনু রাহাকে চোখে চোখে রাখছে তৈমুর, কাপুর পরিবারে গণেশ বন্দনায় দেখা নেই আলিয়ার! মায়ের শ্রাদ্ধের নিমন্ত্রণপত্রে উঠল ‘‌উই ওয়ান্ট জাস্টিস’‌, অভিনব প্রতিবাদ রায়গঞ্জ ‘আর কোনো কষ্ট হবে না..’, মাতৃসম হবু শাশুড়িকে হারিয়ে শোকস্তব্ধ ‘মিশকা’ অহনা! নির্মলার কাছে ব্যবসায়ীর ক্ষমা চাওয়ার ভিডিয়ো ফাঁস, নেতাকে দল থেকে তাড়াল BJP আগামিকাল কন্যা সংক্রান্তি, জেনে নিন স্নান দানেরশুভ সময় ও পুজোর পদ্ধতি

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.