'একদিনের ক্রিকেটে সচিন তেন্ডুলকরের শতরানের রেকর্ড ভাঙবেন বিরাট' - ২০১২ সালে নিজের ফেসবুক অ্যাকাউন্টে সেই পোস্ট করেছিলেন অখ্যাত কেরলের শিজু বালানন্দন। তারপর থেকে যখনই বিরাট একদিনের ক্রিকেটে শতরান করতেন, তখনই নিজের পোস্টের কমেন্টে সেটা লিখে রাখতেন। কিন্তু বুধবার যখন বিরাট সত্যিই একদিনের ক্রিকেটে সচিনের সর্বোচ্চ শতরানের রেকর্ড ভাঙলেন, তখন সেই মুহূর্তটা উপভোগ করার সুযোগ পেলেন না শিজু। কারণ ২০১৮ সালেই তাঁর মৃত্যু হয়। তবে তাঁর পোস্টের কমেন্টে বুধবারও একটি আপডেট এসেছে - বিরাটের ৫০ তম শতরান হল, ভাঙলেন সচিনের রেকর্ড। সেই আপডেট করেছেন তাঁর এক বন্ধু। যে বন্ধুরা ২০১৮ সাল থেকেই বিরাটের প্রতিটি শতরানের পরে ওই পোস্টে কমেন্ট করে আসছেন। যে পোস্ট সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গিয়েছে।
শিজু যেদিন (২০১২ সালের ২২ জুলাই) সেই পোস্ট করেছিলেন, সেদিন একদিনের ক্রিকেটে নিজের ত্রয়োদশ শতরান করেছিলেন বিরাট। শ্রীলঙ্কার বিরুদ্ধে কলম্বোয় চতুর্থ একদিনের ম্যাচে ১১৯ বলে অপরাজিত ১২৮ রান করেছিলেন। তাঁর সেই শতরানের সুবাদে ছয় উইকেটে জিতে গিয়েছিল ভারত। ম্যাচের সেরা নির্বাচিত হয়েছিলেন বিরাট। আর সেইসময়ই বিরাটের এমন কিছু দেখেছিলেন শিজু যে তিনি ভবিষ্যদ্বাণী করেছিলেন, একদিনের ক্রিকেটে একদিনে সর্বোচ্চ শতরানের রেকর্ডের মালিক হবেন কোহলি। ফেসবুকে বিরাটের ছবি দিয়ে সেটা পোস্ট করেছিলেন।
সেই পোস্টের জন্য কম কটাক্ষ সইতে হয়নি শিজুকে। অনেকেই কটাক্ষ করতেন। বিরাটের পক্ষে কাজটা সহজ হবে না বলে স্বীকার করলেও নিজের অবস্থানে অনড় ছিলেন। তারপর থেকে একদিনের ম্যাচে বিরাটের প্রতিটি শতরানের জন্য পর নিজের পোস্টে একটা কমেন্ট করতেন শিজু। বিরাট কত নম্বর সেঞ্চুরি করেছেন, সেটা লিখে দিতেন। সেভাবেই বিরাটের ৩৫ তম শতরান পর্যন্ত আপডেট দিয়েছিলেন শিজু। যে শতরানটা ২০১৮ সালের ১৬ ফেব্রুয়ারি সেঞ্চুরিয়নে করেছিলেন বিরাট (৯৬ বলে অপরাজিত ১২৯ রান)।
সেটাই ছিল বিরাটের শতরান নিয়ে শিজুর শেষ কমেন্ট। তারপর তাঁর মৃত্যু হয়। তবে তারপরও সেই পোস্টের তলায় বিরাটের সেঞ্চুরির আপডেট দিতে থাকেন শিজুর বন্ধুরা। ২০১৮ সালের ২১ অক্টোবর গুয়াহাটিতে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে বিরাটের ৩৬ তম শতরান থেকে সেই আপডেট দিতে থাকেন তাঁরা (১০৭ বলে ১৪০ রানে অপরাজিত)। বিরাটের ৫০ তম শতরানের সময়ও ওই পোস্টে একজন কমেন্ট করে সেটা জানিয়েছেন। যে পোস্ট সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গিয়েছে।