অন্য ছেলেদের সঙ্গে ছবি তোলায় সোশ্যাল মিডিয়ায় লাগাতার নোংরা আক্রমণের মুখে পড়তে হচ্ছিল। সেই ঘটনায় মুখ খুললেন ভারতের তারকা স্পিনার যুজবেন্দ্র চাহালের স্ত্রী ধনশ্রী। ট্রোলারদের একহাত নিয়ে ধনশ্রী দাবি করলেন, যেভাবে তাঁকে নোংরা আক্রমণ করা হচ্ছে, তা তাঁর পরিবারের উপর বিরূপ প্রভাব ফেলেছে। তিনি মানসিকভাবে এতটাই ভেঙে পড়েছিলেন যে কয়েকদিনের জন্য ইনস্টাগ্রাম থেকে বিরতি নিয়েছিলেন বলে দাবি করেছেন ধনশ্রী। সেইসঙ্গে কিছুটা আর্তির সুরেই ধনশ্রী বলেন, ‘একটা জিনিস ভুলে যাবে না যে আমি নেহাতই এক মহিলা, ঠিক তোমার মায়ের মতো, ঠিক মতো বোনের মতো, ঠিক তোমার বন্ধুর মতো, ঠিক তোমার বউয়ের মতো।’
শনিবার ইনস্টাগ্রামে একটি ভিডিয়ো পোস্ট করে ধনশ্রী বলেন, ‘আমি কখনও আমার জীবনের উপর ট্রোলিং বা মিমের প্রভাব পড়তে দিইনি। অবশ্যই সেইসব এড়িয়ে যাওয়া বা হেসে উড়িয়ে দেওয়ার মতো বোধবুদ্ধি আমার আছে। কিন্তু এই সাম্প্রতিক ঘটনায় (আর চুপ করে থাকতে পারিনি)। এবারের ঘটনাটা আমার উপর এতটা প্রভাব ফেলেছে, কারণ ওই ঘটনায় আমার পরিবার এবং আমার ভালোবাসার মানুষদের উপর প্রভাব পড়েছে।'
সেইসঙ্গে চাহালের স্ত্রী বলেন, 'যেহেতু সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে নিজের মনের কথা বলার এবং নিজের চরিত্র প্রকাশ সমস্ত স্বাধীনতা আপনার আছে, তাই আপনি আমাদের এবং আমাদের পরিবারের মানসিক অবস্থার কথাটা ভুলে যান বা সেটা এড়িয়ে যান। সেইসবের কারণেই সোশ্যাল মিডিয়া থেকে বিরতি নেওয়ার সিদ্ধান্ত নিয়েছিলাম আমি। আর ওই সময়টা খুব শান্তির ছিল।’
এমনিতে সোশ্যাল মিডিয়ায় চাহাল ছাড়া অন্য কোনও পুরুষের সঙ্গে ছবি পোস্ট করলেই ধনশ্রীকে আক্রমণের মুখে পড়তে হয়। দিনকয়েক আগে এক কোরিয়োগ্রাফারের সঙ্গে ছবি (এখন ডিলিট করে দেওয়া) পোস্ট করার পরে আক্রমণের আক্রমণের মাত্রা আরও বৃদ্ধি পায়। নীতিপুলিশির পাশাপাশি উড়ে আসতে থাকে কটাক্ষ। সেই আক্রমণের পরই সোশ্যাল মিডিয়া থেকে বিরতি নেন ধনশ্রী।
তিনি বলেন, ‘আমি একটা বিষয় অনুভব করেছি, আমরা যদি এই মাধ্যমটাকে এতটা নেতিবাচক করে তুলি, তাহলে আমরা একটাই কাজ করছি, সেটা হল যে বৃহদাকারে ঘৃণা এবং অসন্তোষ ছড়াচ্ছি। আমার কাজের একটা বড় অংশ হল সোশ্যাল মিডিয়া। তাই আমি সোশ্যাল মিডিয়া ছেড়ে চলে যেতে পারি না। তাই আজ আমি সাহস জুগিয়ে ইনস্টাগ্রামে ফিরে এসেছি।’
ধনশ্রী আরও বলেন, ‘তোমাদের কাছে একটাই আর্জি জানাচ্ছি যে দিনের শেষে আমাদের প্রতিভার উপর নজর দাও, কারণ তোমাদেরই বিনোদন প্রদানের জন্য আমরা এই জগতে আছি। একটা জিনিস ভুলে যাবে না যে আমি নেহাতই এক মহিলা, ঠিক তোমার মায়ের মতো, ঠিক মতো বোনের মতো, ঠিক তোমার বন্ধুর মতো, ঠিক মতো বউয়ের মতো। এটা একেবারেই ঠিক নয়। এটা একেবারেই উচিত নয়। আমি একজন ফাইটার। এক লড়াই ছাড়ি না।’
আরও পড়ুন: Shovan-Sohini relationship: ‘তিনবার প্রেমিকা বদল’, জবাব শোভনের