মক পোল করান, বহরমপুরে সব ওয়ার্ডে আমরাই জিতব, নইলে রাজনীতি ছেড়ে দেব: অধীর
1 মিনিটে পড়ুন . Updated: 02 Mar 2022, 06:42 PM IST- এদিন অধীরবাবু বলেন, তৃণমূল যে ভাবে গায়ের জোরে রাজ্যকে বিরোধীশূন্য করেছে তা অভূতপূর্ব।
তিন দশক পর কংগ্রেসের হাতছাড়া হয়েছে বহরমপুর পুরসভা। ২৮ ওয়ার্ডের পুরসভায় ১৮টি ওয়ার্ডে জিতেছে তৃণমূল। কংগ্রেস জিতেছে ৬টি ওয়ার্ডে। যদিও এই হারকে মেনে নিতে নারাজ বহরমপুরের সাংসদ তথা প্রদেশ কংগ্রেস সভাপতি অধীররঞ্জন চৌধুরী। বুধবার বিকেলে তিনি সাংবাদিকদের সামনে দাবি করেন, বহরমপুরে মক পোল করান। ২৮টা ওয়ার্ডের ২৮টাতেই কংগ্রেস জিতবে। নইলে রাজনীতি ছেড়ে দেব।
এদিন অধীরবাবু বলেন, তৃণমূল যে ভাবে গায়ের জোরে রাজ্যকে বিরোধীশূন্য করেছে তা অভূতপূর্ব। বহরমপুরে কংগ্রেস প্রার্থীদের পুলিশের সাহায্যে অপহরণ করেছে তৃণমূলের গুন্ডারা। ২ জন বৈধ প্রার্থীর মনোনয়ন বাতিল করেছে। এভাবে ৫টা ওয়ার্ড ওরা নির্বাচনের আগেই জিতে গিয়েছে। আমি আপনাদের চ্যালেঞ্জ করছি, বহরমপুরে মক পোল করান। ২৮টা ওয়ার্ডের ২৮টাতেই কংগ্রেস জিতবে। নইলে আমি রাজনীতি ছেড়ে দেব।