বিধাননগর পুরসভা নির্বাচনে ৩৯টি ওয়ার্ড জেতে তৃণমূল কংগ্রেস। এখানে বামেদের কোনও অস্তিত্ব দেখা যায়নি। বিজেপিরও তাই। কংগ্রেস একটি এবং নির্দল একটি ওয়ার্ডে জিতেছে। কিন্তু ভোট পরবর্তী হিংসার অভিযোগ উঠেছে এখানে। যার জেরে বিধাননগরের ২৭ নম্বর ওয়ার্ডে সিপিআইএম প্রার্থী শুভম দাসের বাড়ি ভাঙচুর করা হয়েছে বলে অভিযোগ। জানলার কাচ থেকে মোটরবাইকে ভাঙচুরের অভিযোগ উঠেছে। এমনকী একদল দুষ্কৃতী লাঠি, লোহার রড দিয়ে বাড়িতে বেপরোয়া ভাঙচুর চালিয়েছে বলে অভিযোগ। আজ, মঙ্গলবার নিউটাউন থানায় অভিযোগ দায়ের করা হয়েছে।
ঠিক কী অভিযোগ সিপিআইএম প্রার্থীর? এই ঘটনা নিয়ে শুভম দাস বলেন, ‘রাতের যখন ঘুমাচ্ছিলাম তখন চিৎকার চেঁচামেচিতে ঘুম ভেঙে যায়। তখন আমার নাম ধরে কারা যেন গালিগালাজ করছে শুনতে পেলাম। তারপরই বেপরোয়া ভাঙচুর শুরু করা হয়। লাঠি, লোহার রড দিয়ে বাড়ির দরজা–জানালায় বেধড়ক মারা হয়। কাচ ভাঙা হয়। এমনকী চকোলেট বোমাও ছোড়া হয়।’
পরিবারের পক্ষ থেকে অভিযোগ, তাঁদের ঘরে এক বছরের শিশু রয়েছে। ভয়ে কাঁদতে থাকে বাচ্চাটা। শুভম বলেন, ‘ফলপ্রকাশের দু’দিন আগেই আমাদের পার্টির নেতা প্রাক্তন উপপ্রধান তাপস মাঝির বাড়িতেও হামলা হয়েছিল। হামলা চালায় তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা। গতকাল রাতেও হামলা হয়। আমি বেরিয়ে জিজ্ঞাসা করি কারা করছে এগুলো? আরও বেশি গালিগালাজ, ভাঙচুর চলতে থাকে।’
তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে এই অভিযোগ অস্বীকার করা হয়েছে। এলাকায় এসেছে পুলিশ বাহিনী। কারণ এই ঘটনা নিয়ে থানায় অভিযোগ দায়ের হয়েছে। বিজেপি অবশ্য ফের কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছে। সেখানে আবেদন করা হয়েছে নির্বাচনে অসচ্ছতার এবং সন্ত্রাসের। ফলে এখন নির্বাচনের ফলাফল বেরোলেও উত্তপ্ত বিধাননগর।