বালিতে গণনাকেন্দ্রের বাইরে ব্যালট পেপার পাওয়া যাওয়ার ঘটনায় আদালতে হাজিরা দিলেন জগাছার বিডিও। শুক্রবার বিচারপতি অমৃতা সিনহার এজলাসে হাজিরা দিলে গণনাকেন্দ্রের সিসিটিভি ফুটেজ আদালতে পেশ করেন তিনি। আদালতের তরফে নির্দেশ দেওয়া হয়েছে এই সিসিটিভি ফুটেজ সংরক্ষণ করতে হবে। দেখতে হবে, কে বা কারা ব্যালট পেপার গণনাকেন্দ্রের বাইরে নিয়ে এল।
এদিন আদালতে জগাছার বিডিও বলেন, বালির ওই গণনাকেন্দ্র থেকে ব্যালট পেপার ছিনতাই হয়েছে। সেকথা জানিয়ে পুলিশে FIR করেছেন তিনি। কমিশনকেও ঘটনার কথা জানিয়েছেন। তবে কমিশন এব্যাপারে কী পদক্ষেপ করেছে তা তাঁর জানা নেই। ওদিকে কমিশনের তরফে জানানো হয়েছে রাজ্যে ৬৯৬টি বুথে পুনর্নির্বাচন হয়েছে। এছাড়া ৬০০০টি বেনিয়মের অভিযোগ কমিশনে জমা পড়েছে। সেগুলি খতিয়ে দেখা হচ্ছে। কোনও বেনিয়ম ধরা পড়লে পদক্ষেপ করবে কমিশন। এদিন আদালতে পেশ হওয়া সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখার নির্দেশ দিয়েছেন বিচারপতি অমৃতা সিনহা। আগামী ২৫ জুলাই মামলাটির ফের শুনানি হবে বলে জানিয়েছেন তিনি।
গত ১১ জুলাই পঞ্চায়েত নির্বাচনের গণনার দিন বালি - জগাছা ব্লকের দুর্গাপুর পল্লিমঙ্গল বিদ্যামন্দিরের পাশে ৩ বান্ডিল ভোট দেওয়া ব্যালট পেপার উদ্ধার হয়। ব্যালট পেপারগুলিতে সিপিএমের প্রার্থীকে ভোট দেওয়া ছিল। এর পরই আদালতের দ্বারস্থ হয় তারা। তাদের দাবি, কারচুপি করে সিপিএমকে হারাতে প্রশাসনের মদতে সিপিএমের ব্যালট লোপাট করে দিয়েছে তৃণমূল।