রাত পোহালেই দশম পঞ্চায়েত নির্বাচনের ভোট গণনা শুরু হবে। সকাল আটটা থেকে রাজ্যের মোট ৩৩৯ ভোট গণনা কেন্দ্র শুরু হবে। ত্রিস্তরীয় পঞ্চায়েতের গণনাকে সুষ্ঠ ভাবে সম্পন্ন করতে গণনা কেন্দ্রগুলিকে মুড়ে ফেলা হয়েছে ত্রিস্তরীয় নিরাপত্তায়।
এদিন প্রথম ধাপে গণনা হবে ইলেকশন ডিউটি (ইডি) ভোট। তারপর যথাক্রমে গ্রাম পঞ্চায়েত, পঞ্চায়েত সমিতি ও জেলা পরিষদের ভোট গণনা হবে। রাজ্যের অন্যান্য জেলাগুলিতে ত্রিস্তরীয় পঞ্চায়েত নির্বাচন হলেও কালিম্পং ও দার্জিলিংয়ে দ্বিস্তরীয় পঞ্চায়েত নির্বাচন হয়েছে। জেলাগুলির মধ্যে সবচেয়ে বেশি গণনা কেন্দ্র দক্ষিণ ২৪ পরগনা জেলায়। মোট ২৮টি গণনা কেন্দ্র থাকছে সেখানে। রাজ্যের ২২ জেলায় মোট ৬০ হাজার ৫৯৩টি বুথে ভোটগ্রহণ হয়েছে শনিবার। এর মধ্যে নানা কারণে ৬৯৬টি বুথে পুনর্নিবাচন ঘোষণা করে কমিশন। ওই বুথগুলিতে সোমবার ভোট হয়েছে।
কমিশন জানিয়েছে, সকাল আটটা থেকে ভোট গণনা শুরু হলেও ব্যালট পেপার বাছাইয়ের কাজ শেষ করে গণনা শুরু হতে প্রায় নটা বেজে যাবে। তবে কমিশনের ধারনা, দুপুর একটার মধ্যে গ্রাম পঞ্চায়েত গণনার কাজ শেষ হয়ে যাবে। এর পর সবাই বেরিয়ে গেলে শুরু হবে পঞ্চায়েত সমিতির গণনার কাজ। তা শেষ হয়ে যাওয়ার পর শুরু হবে জেলা পরিষদের গণনা। রাজ্য নির্বাচন কমিশন জানিয়েছে, সমস্ত গণনা শেষ হবে পরের দিন অর্থাৎ ১২ জুলাই হয়ে যাবে।
গণনা কেন্দ্রের নিরাপত্তা
পঞ্চায়েত ভোটের মনোনয়ন পর্বের শুরু থেকে রাজ্যে অশান্তি শুরু হয়েছে। ভোটের দিন তা চরমে উঠেছে। বুথ জ্যাম, ছাপ্পা, ব্যালট বাক্স লুট, বোমাবাজি, গুলি চালনা সবই হয়েছে। মৃত্যু হয়েছে ১৭ জনের। তা গণনা কতটা শান্তিপূর্ণ ভাবে হবে তা নিয়েই সন্দিহান কমিশন। রবিরার রাতে মুর্শিদাবাদের কয়েকটি গণনা কেন্দ্রে অশান্তি হয়। এমনিতে গণনা কেন্দ্রগুলিতে থাকছে ত্রিস্তরীয় নিরাপত্তা। রাজ্য সশস্ত্র পুলিশের পাশাপাশি থাকছে কেন্দ্রীয় বাহিনীও। প্রতি গণনা কেন্দ্রে থাকছে এক কোম্পানি অর্থাৎ ৮০ জন জওয়ানের বাহিনী। এছাড়া থাকছে সিসিটিভি। গণনা কেন্দ্রের বাইরে থাকছে ১৪৪ ধারা। ফলে প্রকাশে যেন অশান্তি না হয় চাইছে বাংলা।
ফল জানবেন কোথায়
ভোট গণনার প্রতি মুহূর্তের লাইভ আপডেট আপনাদের দেবে হিন্দুস্তান টাইমস বাংলা। আমাদের ওয়েব সাইটের পাবেন পঞ্চায়েত ভোটের সব আপডেট। এছাড়া গুগুল প্লে স্টোর থেকে আমাদের মোবাইল আপ ডাউনলোড করে নিলে সেখানও আপনি পঞ্চায়েত ভোটের গণনার সব আপডেট পেয়ে যাবেন। এছাড়া পশ্চিমবঙ্গ রাজ্য নির্বাচন কমিশনের ওয়েবসাইটেও দেখা যাবে গণনার ফল। কমিশনের ওয়েবসাইট http://wbsec.gov.in/