পর্যাপ্ত কেন্দ্রীয় বাহিনী পাওয়া না গেলে বাড়ানো হোক পঞ্চায়েত ভোটের দফা। বুধবার এই আর্জি জানিয়ে হাইকোর্টে আবেদন করেছেন ভাঙড়ের বিধায়ক নওশাদ সিদ্দিকি। আদালত মামলাটি শুনতে রাজি হয়েছে। চলতি সপ্তাহেই এই মামলার শুনানি হতে পারে।
(পড়তে পারেন। Nawsad Siddiqui meets Sawkat Mollah: শান্তিপূর্ণ ভোটে গণতন্ত্র প্রতিষ্ঠিত হবে ভাঙড়ে, কথা দিলেন ২ ভাই সওকত ও নওসাদ)
নওশাদ হিন্দুস্তান টাইমস বাংলাকে জানান, ‘আমি দফা বাড়ানোর দাবি জানিয়ে একটি জনস্বার্থ মামলা করেছি। কবে শুনানি আগামিকাল তা জানতে পারব।’
কেন্দ্র পর্যাপ্ত নিরাপত্তা দেয়নি। তাঁর নিরাপত্তা আরও বাড়ানোর দাবি জানিয়ে সোমবার আদালতের দ্বারস্থ হন নওশাদ। শুনানির পর বিচারপতি মান্থা জানিয়েছেন, ভাঙড়ের বিধায়কের নিরাপত্তা নিয়ে কেন্দ্রকে এখনই কোনও নির্দেশ দেবে না আদালত। স্বরাষ্ট্রমন্ত্রক নজরদারি রাখবে। প্রয়োজন মনে হলে নিরাপত্তা বাড়াবে।
প্রসঙ্গত, প্রসঙ্গত, নওশাদের নিরাপত্তায় ২৪ ঘণ্টার জন্য সিআইএসএফের একজন এসআই, ২ জন পিএসও এবং ৪ জন সশস্ত্র বাহিনীর সদস্য রয়েছে। বিধায়কের দাবি তিনি কোন ক্যাটাগরির নিরাপত্তা পাচ্ছেন তাও তাঁর কাছে স্পষ্ট নয়। ভাঙড়ের পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করে তিনি বলেন, এই মুহূর্তে ভাঙড়ের যা পরিস্থিতি তাতে তাঁর প্রাণ সংশয় হতে পারে। যদিও এদিন বিধানসভায় এক যৌথ সাংবাদিক বৈঠকে নওশাদ ও সওকত মোল্লা এলাকায় শান্তি বজায় রাখার কথা বলেন।
আদালত আরও জানায়, আগামী শুনানির দিন পর্যন্ত কী ব্যবস্থা নেওয়া হয়েছে তা খতিয়ে দেখবে। তারপর পরবর্তী সিদ্ধান্ত নেবে আদালত। তিন সপ্তাহ পর এই মামলার শুনানি রয়েছে।
এরই মধ্যে ফের দফা বাড়ানো নিয়ে আদালতের দ্বারস্থ হয়েছে আইএসএফ বিধায়ক। মামলার আবেদনে তিনি জানিয়েছেন, নির্বাচন কমিশনের দাবি মতো যদি রাজ্যে যদি পর্যাপ্ত কেন্দ্রীয় বাহিনী পাঠানো সম্ভব না হয়, তবে নির্বাচনের দফা বাড়ানো হোক। আদালত মামলাটি শুনতে রাজি হয়েছে।
বাহিনী নিয়ে কেন্দ্র-কমিশন টানাপোড়েন অব্যাহত
এদিকে কেন্দ্রীয় বাহিনী নিয়ে কেন্দ্র ও রাজ্য নির্বাচনের কমিশনের টানাপড়েন চলছে। সোমবারই কমিশনকে চিঠি দিয়ে কেন্দ্র জানতে চেয়েছে কোথায় কত বাহিনী মোতায়েন করা হয়েছে। আদালতের নির্দেশের পরই ৩১৫ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী পাঠায়।
নির্বাচন কমিশন মোট ৮০০ কোম্পানি বাহিনী চেয়েছিল। তার মধ্যে ৩১৫ কোম্পানি বাহিনী দেয় কেন্দ্র। বাকি পাঠানোর জন্য বার দু'য়েক চিঠি দেয় রাজ্য নির্বাচন কমিশন। সোমবার পাল্টা চিঠি দিয়ে কেন্দ্র জানতে চেয়েছে কোথায় কত বাহিনী পাঠানো হয়েছে। যদিও কমিশনের দাবি, এই তথ্য কেন্দ্রকে জানানো তাদের কাজ নয়।
(পড়ুন। Central Force: কোথায় কত আধাসেনা মোতায়েন হয়েছে হিসাব দিন, কমিশনকে পালটা চিঠি কেন্দ্রের )