হাতে আর ১০ দিন বাকি। তারপরই রাজ্যজুড়ে শুরু হয়ে যাবে পঞ্চায়েত নির্বাচন। আর এই নির্বাচনকে ঘিরে উত্তপ্ত হয়ে উঠেছে গ্রামবাংলা। আজ, মঙ্গলবার গুলিতে মৃত্যু হয়েছে এক তৃণমূল কংগ্রেস কর্মীর বলে অভিযোগ। দিনহাটায় তৃণমূল–বিজেপি সংঘর্ষে গুলি চলার অভিযোগ উঠেছে। আর তার জেরে ৬ জন তৃণমূল কংগ্রেস কর্মী মারাত্মক জখম হয়েছেন বলে খবর। এই ৬ জন আহত তৃণমূল কংগ্রেস কর্মীর মধ্যে একজনের মৃত্যু হয়েছে। বাকিরা আশঙ্কাজনক হাসপাতালে ভর্তি রয়েছেন।
কোচবিহারের দিনহাটার ১ নম্বর ব্লকের গীতালদহ ১ নম্বর পঞ্চায়েতের কোনামুক্তা গ্রামে এই ঘটনা ঘটায় আলোড়ন পড়ে গিয়েছে। তৃণমূল কংগ্রেস কর্মীর বাড়িতে ঢুকে পরপর গুলি করার অভিযোগ উঠেছে। আর তার জেরেই এই মৃত্যু বলে অভিযোগ তুলেছে শাসকদল। এখন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় উত্তরবঙ্গের জেলায় রয়েছেন। সেখানে তাঁর দলেরই কর্মীদের খুন করার অভিযোগ ওঠায় জোর চর্চা শুরু হয়েছে। গোটা ঘটনায় এখনও পর্যন্ত ৮ জনকে আটক করেছে পুলিশ। শাসক–বিরোধী দু’পক্ষই একে অপরের বিরুদ্ধে হামলার অভিযোগ তুলেছে। দলের কাজ সেরে বাড়ি ফিরেছিলেন তিনি। তখন প্রথমে বচসা হয়। তারপর গুলি চালানো হয় বলে অভিযোগ।
এদিকে কোচবিহারে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রচার শুরুর পরদিনই দিনহাটায় খুনের ঘটনা ঘটল। সীমান্তবর্তী জারি ধরলা গ্রামে সংঘর্ষে জড়াল বিজেপি–তৃণমূল। এই ঘটনার জেরে গীতালদহে বাবু হক নামে এক তৃণমূলকর্মী গুলিবিদ্ধ হয়ে মৃত্যু হয়েছে। আরও ৬জন আহত বলে দাবি তৃণমূল কংগ্রেসের। তাঁদের দিনহাটা মহকুমা হাসপাতাল ও এমজেএন হাসপাতালে ভর্তি করা হয়েছে। এই নিয়ে রাজ্যে গত ১৯ দিনে ১১ জন পঞ্চায়েত নির্বাচনের প্রাক্কালে হিংসার বলি হল। এই ঘটনায় পুলিশ তদন্তে নেমেছে বলেও খবর।
আরও পড়ুন: একটাও মস্তান নেই যে দলে সেখানে দারোয়ানি করব’, হিংসার আবহে জবাব কৃষিমন্ত্রীর
অন্যদিকে পুলিশ সূত্রে খবর, দিনহাটার ঘটনায় বাংলাদেশ থেকে দুষ্কৃতী এনে গন্ডগোল করা হয়েছে। গোটা ঘটনার তদন্ত শুরু হয়েছে। মৃত তৃণমূল কংগ্রেস কর্মীর নাম বাবু হক। কয়েকজনকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। গোটা ঘটনায় দফায় দফায় উত্তেজনা ছড়ায় এলাকায়। তৃণমূল কংগ্রেস নেতৃত্বের দাবি, এর পেছনে বিজেপির দুষ্কৃতীরা রয়েছে। বিজেপি এই অভিযোগ মানতে নারাজ। তাদের দাবি, এসব তৃণমূলের নিজেদের মধ্যে গণ্ডগোল। এসবের পিছনে বিজেপির কেউ নেই। তবে পঞ্চায়েত ভোটপর্বে ফের সন্ত্রাস শুরু হয়েছে কোচবিহারে। এই ঘটনায় কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিককে নিশানা করেছেন সিতাইয়ের বিধায়ক জগদীশ বর্মা বাসুনিয়া। তাঁর দাবি, ‘গতকাল দক্ষিণ আফ্রিকা থেকে ভেটাগুড়িতে নিজের বাড়িতে ফিরেই বিজেপি কর্মীদের উস্কানি দিয়েছেন কেন্দ্রীয় মন্ত্রী।’