পঞ্চায়েত নির্বাচনের ভোটগ্রহণে শনিবার বুথে বুথে ভোট লুঠ করেছে তৃণমূলের দুষ্কৃতীরা। বিরোধী নয়, এই দাবি করলেন তৃণমূলেরই এক বিধায়ক। তিনিও যেমন তেমন বিধায়ক নন, ইসলামপুরের টানা ৯ বারের বিধায়ক আবদুল করিম চৌধুরী। শুধু তাই নয়, রাজ্য পুলিশে ভরসা নেই বলে জানিয়ে এদিন কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের দাবি তোলেন তিনি।
এদিন করিম সাহেব বলেন, ‘এখানে দল চালাচ্ছে ব্লক কমিটি। ৯ বারের বিধায়কের কথার কোনও দাম নেই। জাকির আর কানহাইয়ার লোকজন সকাল থেকে ভোট লুঠ করছে। জাকিরের বউ নার্গিসকে ওরা প্রধান করবে। বুথে বুথে বোমাবাজি করছে। ভোটাররা সন্ত্রস্ত। কোথাও কেন্দ্রীয় বাহিনী নেই।’
পঞ্চায়েত নির্বাচনের প্রার্থীতালিকা ঘোষণার পর থেকেই দলের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করেছেন করিম সাহেব। প্রথমে বিধায়ক পদ ছাড়বেন বলে জানালেও পরে তা প্রত্যাহার করেন। তাঁর অভিযোগ, তাঁর পাঠানো তালিকার বদলে জেলা সভাপতি কানহাইয়ালাল আগরওয়ালের তালিকা থেকে টিকিট দিয়েছে তৃণমূল।
এদিন তিনি বলেন, ‘পুলিশ প্রশাসন বলে কিচ্ছু নেই। কেন্দ্রীয় বাহিনী ছাড়া শান্তিপূর্ণ ভোট সম্ভব নয়। আমি নির্দল প্রার্থীদের সঙ্গে আছি। আমি দল ছাড়ব না। দল আমার বিরুদ্ধে ব্যবস্থা নিতে চাইলে নিতে পারে।’