পঞ্চায়েত নির্বাচন যে দিন ঘোষণা হয়েছিল সেদিন থেকে সক্রিয় ছিলেন আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকী। আর তার পর থেকেই দেখা যায়, ‘উত্তপ্ত’ ভাঙড়। তৃণমূল কংগ্রেসের বিধায়ক সওকত মোল্লা–আরাবুল ইসলাম জুটির বিরুদ্ধে ঝাঁপিয়ে পড়েন নওশাদ সিদ্দিকী। ব্যস, তারপর থেকেই অগ্নিগর্ভ পরিস্থিতি তৈরি হয় ভাঙড়ে। এমনকী মনোনয়ন পর্বে প্রাণ পর্যন্ত যায় মানুষের। পরিস্থিতি এতটাই অগ্নিগর্ভ হয়ে উঠেছিল যে, রাজ্যপাল সিভি আনন্দ বোসকেও এখানে আসতে হয়। কিন্তু শনিবার নির্বাচনের দিন তিনি থাকতে পারলেন না ভাঙড়ে। আর তার জেরে তাঁর দল আইএসএফ হাল ছেড়ে দিল।
এদিকে নির্বাচনী আচরণবিধির জন্য তিনি ভাঙড়ে আসতে পারেননি। কারণ নওশাদ সিদ্দিকী আসলে হুগলির ফুরফুরা শরিফের ভোটার। একুশের নির্বাচনে জিতেছিলেন ভাঙড় থেকে। তখন থেকেই সেখানে ঘাঁটি গেড়ে বসেন তিনি। কিন্তু রাজ্য নির্বাচন কমিশনের নিয়ম অনুযায়ী, নিজের ভোটকেন্দ্রের বাইরে গিয়ে ঘোরাফেরা করা যাবে না। কলকাতা হাইকোর্টও সেই নিয়মে সিলমোহর দেয়। তাই তিনি আটকে পড়েন। তবে পঞ্চায়েত নির্বাচনের আগে নবান্নে মুখ্যমন্ত্রীর কাছে ছুটে যাওয়া এবং কেন্দ্রীয় নিরাপত্তা চেয়ে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে চিঠি লিখে তিনি সাড়া ফেলে দিয়েছিলেন।
অন্যদিকে এখানে পঞ্চায়েত নির্বাচনের দায়িত্ব দেওয়া হয় ক্যানিং পূর্বের তৃণমূল কংগ্রেস বিধায়ক সওকত মোল্লাকে। তবে নওশাদের মতো সওকত মোল্লাও ভোটের দিন ভাঙড়ে থাকতে পারেননি। কারণ, তিনিও ভাঙড়ের ভোটার নন। কিন্তু আরাবুল ইসলাম এবং সব্যসাচী দত্ত ছিলেন সওকত মোল্লার সঙ্গে। ফলে ভোটের প্রচার থেকে শুরু করে সাংগঠনিক কাজকর্ম জোরকদমে হয়েছে। সেই ফসল এবার নির্বাচনে ঘরে উঠবে বলেই আশাবাদী তৃণমূল জেলা নেতৃত্ব। আবার আইএসএফের তেমন কোনও প্রভাব না থাকায় তৃণমূল কংগ্রেসের বাড়তি সুবিধা হবে বলে মনে করা হচ্ছে।
আরও পড়ুন: ‘কেন্দ্রীয় বাহিনীকে প্রশাসন ব্যবহার করেনি’, এবার কমিশনের উপর দোষ চাপালেন দিলীপ
আর কী জানা যাচ্ছে? পঞ্চায়েত নির্বাচন পর্বে নওশাদের বিরুদ্ধে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে ধর্ষণের অভিযোগ দায়ের করেন এক তরুণী। ওই তরুণী গোপন জবানবন্দি দিয়েছেন। পুলিশ তদন্ত শুরু করেছে। তবে জাঙ্গিপাড়া ব্লকের ফুরফুরা গ্রাম পঞ্চায়েতের ৯২ নম্বর বুথে ভোট দিতে নৌশাদ সিদ্দিকী। তখন সংবাদমাধ্যমে নৌশাদ সিদ্দিকী বলেন, ‘যে সব অভিযোগ সন্ত্রাস নিয়ে আসছে সেগুলি লিখিত আকারে জমা দেওয়া হচ্ছে। সেই সব নথি একসঙ্গে করে আগামী দিনে পদক্ষেপ করার কথা ভাবা হচ্ছে। তবে এই বিষয়ে আরও কিছু সিদ্ধান্ত নেওয়া হবে।’