বাংলা নিউজ > ভোটযুদ্ধ > গ্রামের লড়াই > WB Panchayat Election Result 2023: জেতা আসনে পরাজয় কেন?‌ বিজেপির পর্যালোচনা বৈঠকে বাকযুদ্ধে জড়াল সুকান্ত–দিলীপ

WB Panchayat Election Result 2023: জেতা আসনে পরাজয় কেন?‌ বিজেপির পর্যালোচনা বৈঠকে বাকযুদ্ধে জড়াল সুকান্ত–দিলীপ

পর্যালোচনা বৈঠক

আবার এলাকা পুনর্বিন্যাসের কারণে এবার ১৫ হাজারেরও বেশি আসনও বেড়েছে। তাই তুলনা করলে দেখা যাচ্ছে, পাঁচ বছরের ব্যবধানে বিজেপির সাফল্য–ব্যর্থতায় বিরাট হেরফের হয়নি। বরং ২০১৮ সালের নির্বাচনে বিজেপি ২ কোটি টাকা খরচ করেছিল, এবার খরচ করেছে প্রায় ৫২ কোটি। ২৫ গুণ বেশি খরচ করেও ফল তলানিতে বলে সূত্রের খবর।

পঞ্চায়েত নির্বাচনের পর্যালোচনা বৈঠকে কেন্দ্রীয় নেতাদের সামনেই ফুঁসে উঠলেন বিজেপির সর্বভারতীয় সহ–সভাপতি দিলীপ ঘোষ। এমনকী এখনের রাজ্য নেতৃত্বের জন্যই এমন পরাজয় হয়েছে বোঝাতে চেয়েছেন তিনি। তাতে বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের সঙ্গে প্রকাশ্যে মতবিরোধে জড়িয়ে পড়লেও দিলীপকে কেউ ঠেকাতে পারেননি। চাঁচাছোলা ভাষায় রাজ্য নেতৃত্বের সাংগঠনিক দুর্বলতা এবং জেতা আসন হারা নিয়ে আওয়াজ সপ্তমে তুলেছিলেন বলেই সূত্রের খবর। আর সবটা হজম করা ছাড়া বিশেষ কোনও উপায় দেখতে পাননি তাঁরা। অগত্যা আগামী ১৯ জুলাই কলকাতায় মহামিছিল করার সিদ্ধান্ত নিয়ে সংগঠন মজবুত করার বার্তা দিয়ে পরিস্থিতি ঠাণ্ডা করা হয়।

এদিকে গত ২১ মে রাজ্য বিজেপির কর্মসমিতির বৈঠক হয়েছিল। তখন রাজ্যের সংগঠনের হাল নিয়ে সরব হয়েছিলেন দিলীপ ঘোষ। গতকাল রবিবার দলের সল্টলেক দফতরে উত্তরবঙ্গে কেন ভাল ফল হল না?‌ তা নিয়ে প্রশ্ন তোলেন দিলীপ ঘোষ। জেতা জায়গায় পরাজয় এবং নির্বাচনের দিন এজেন্টদের বুথ ছেড়ে আগে বেরিয়ে যাওয়ার ঘটনা নিয়ে সোচ্চার হন মেদিনীপুরের সাংসদ। নামপ্রকাশে অনিচ্ছুক এক নেতা বলেন, ‘‌আমি যখন বৈঠকে ছিলাম তখনই দিলীপদা রাজ্য নেতৃত্বের ত্রুটি নিয়ে প্রশ্ন তোলেন। রাজ্য নেতারা এবং জেলা নেতারা সঠিক ভূমিকা পালন করেছিলেন কি না তা নিয়েও প্রশ্ন তোলেন। তাতেই সরগরম হয় বৈঠক।’‌

অন্যদিকে এই বৈঠকে দিলীপ ঘোষ চড়া মেজাজে নানা প্রশ্ন তুলেছেন। ২০১৮ সালের পঞ্চায়েত নির্বাচনের সময়ে দিলীপ ঘোষ ছিলেন রাজ্য সভাপতি। তখন পশ্চিমাঞ্চলে গ্রাম পঞ্চায়েতে প্রথম জয়ের মুখ দেখেছিল বিজেপি। তার জেরে তৃণমূলের একাধিক মন্ত্রীর পদ গিয়েছিল। সেখানে এবার গোহারা কেন?‌ প্রশ্ন তোলেন দিলীপ। উওরবঙ্গ, ঝাড়গ্ৰামে ফলাফল খারাপ হল কেন?‌ প্রশ্ন তুলে সংগঠন দুর্বল বলে সুর চড়ান তিনি। তখন সুকান্ত মজুমদার এবং কয়েকজন পাল্টা বলেন, ২০১৮ সালের পঞ্চায়েত নির্বাচনের তুলনায় ২০২৩ সালে পঞ্চায়েতের আসন বেড়েছে বিজেপির। তখন পাল্টা দিলীপ ঘোষ বলেন, ‘‌২০১৮ সালের তুলনায় ২০২৩ সালে বাম, কংগ্রেস, বিজেপি সবাই দ্বিগুণ আসনে প্রার্থী দিতে পেরেছে। সবারই আসন তাই বেড়েছে। এতে হাতিঘোড়া কিছু প্রমাণ হয় না। বিধানসভা নির্বাচনের তুলনায় বিজেপির ভোট যে ৩৮ শতাংশ থেকে কমে ২২ শতাংশ হয়েছে সেটাই বাস্তব ঘটনা’‌। এমনই সুর চড়িয়েছেন তিনি বলে সূত্রের খবর।

আরও পড়ুন:‌ ‘‌কোনও রাজনৈতিক চাপ দেওয়া হয়নি’‌, নিয়োগ দুর্নীতির তদন্ত নিয়ে মন্তব্য বাগ কমিটির প্রধানের

আর কী জানা যাচ্ছে?‌ এই বৈঠকে চার কেন্দ্রীয় নেতা সুনীল বনসল, মঙ্গল পাণ্ডে, অমিত মালব্য এবং আশা লাকড়া উপস্থিত ছিলেন। সেখানেই ‘মেজাজের সুরে’ দিলীপ ঘোষ সরব হন বলে বিজেপি সূত্রে খবর। ২০১৮ সালের পঞ্চায়েত নির্বাচনের তুলনায় বিজেপির আসনসংখ্যা এবার কিছুটা বেড়েছে। তবে পরিসংখ্যান বলছে, ২০১৮ সালের পঞ্চায়েতের তিনটি স্তরে বিজেপি সব মিলিয়ে ৬৫৭০টি আসনে জিতেছিল। ২০২৩ সালে সেই সংখ্যা বেড়ে ১১ হাজারের একটু বেশি হয়েছে। আবার এলাকা পুনর্বিন্যাসের কারণে এবার ১৫ হাজারেরও বেশি আসনও বেড়েছে। তাই তুলনা করলে দেখা যাচ্ছে, পাঁচ বছরের ব্যবধানে বিজেপির সাফল্য–ব্যর্থতায় বিরাট হেরফের হয়নি। বরং ২০১৮ সালের নির্বাচনে বিজেপি ২ কোটি টাকা খরচ করেছিল, এবার খরচ করেছে প্রায় ৫২ কোটি। ২৫ গুণ বেশি খরচ করেও ফল তলানিতে বলে সূত্রের খবর।

ভোটযুদ্ধ খবর

Latest News

কোনও প্রমাণই দিতে পারেনি! খলিস্তানি জঙ্গিকে নিয়ে US-কে তোপ রাশিয়ার, পাশে ভারতের দুরন্ত ছন্দ অব্যাহত, সৌদি স্ম্যাশের কোয়ার্টারে মনিকা বাত্রা-ভিডিয়ো ‘অনেক বিয়ে আছে যেখানে সুখ নেই’, ইন্দ্রনীল-বরখার ডিভোর্সে নাম জড়ায়, কী বললেন ইশা জেপি নড্ডা–অমিত মালব্যকে তলব করল কর্নাটক পুলিশ, পাঠানো হয়েছে সমন অক্ষয় তৃতীয়ায় গড়ে উঠবে শুভ ধন যোগ, এই ৩ রাশির ভাগ্য সোনার মতো চমকাবে ১২ রানেই গুটিয়ে গেল পুরো দল, ৬ জন ফিরলেন শূন্যতে! লজ্জার নজির গড়ল এশিয়ার এই দল বারবার মূত্রনালীর সংক্রমণ হচ্ছে? এই নিয়মগুলি মানলে হবে সব সমস্যার সমাধান SRK-কে দেখে শিখুন গোয়েঙ্কা! KL-কে ‘ঝাড়’ দেওয়ায় বলল নেটপাড়া, ফিরল ধোনির স্মৃতি তুমুল ঝড়বৃষ্টির তাণ্ডবে ব্রাজিলে এখন মৃত্যুমিছিল, শতাধিক মানুষের প্রাণহানি সন্দেশখালির স্টিং অপারেশনের ভিডিয়ো এবার গ্রামবাংলার পথে, অভিনব পদক্ষেপ তৃণমূলের

Latest IPL News

SRK-কে দেখে শিখুন গোয়েঙ্কা! KL-কে ‘ঝাড়’ দেওয়ায় বলল নেটপাড়া, ফিরল ধোনির স্মৃতি T20 WC 2024-র পাওয়ার প্লেতেও দেখা যাবে এমন ঝোড়ো ব্যাটিং! ট্র্যাভিসের হুঙ্কার MI, KKR, RCB, CSK সকলকে পিছনে ফেলল SRH! IPL-এ নতুন ইতিহাস লিখল কামিন্সের দল ভারতে বাড়ি বানাবেন?ওয়ার্নারের দাবি,ক্রিকেট ক্যারিয়ারে ইতি টেনে এদেশে এসে থাকবেন ব্যাটিং নিয়ে রোহিত ভাই আমাকে সাহায্য করেছে- এর ফলও পেয়েছেন, জানিয়ে দিলেন কুলদীপ কোহলি-রুতুরাজদের ঘাড়ে নিঃশ্বাস ফেলছেন ট্র্যাভিস হেড, কী অবস্থা বেগুনি টুপির আমার সাফল্যের কৃতিত্ব ট্র্যাভিস হেডকে দিতেই হবে- ম্যাচের পর স্পষ্ট দাবি অভিষেকের অবিশ্বাস্য ব্যাটিং,কিছু বলার নেই- ম্যাচের পর রাহুলের দাবি,২৪০ করলেও হারত তাঁর দল 'এগুলো সব ড্রেসিংরুমে করুন', রাহুলকে 'ঝাড়' দিতে দেখে গোয়েঙ্কাকে পরামর্শ স্মিথের ১০ ওভারে ১৬০-এর উপর রান তাড়া করে জয়,ইতিহাস লিখে LSG-কে হারাল SRH, আশা শেষ MI-এর

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.