বাংলা নিউজ > বায়োস্কোপ > Isha-Indranil: ‘অনেক বিয়ে আছে যেখানে সুখ নেই’, ইন্দ্রনীল-বরখার ডিভোর্সে নাম জড়ায়, কী বলছেন ইশা

Isha-Indranil: ‘অনেক বিয়ে আছে যেখানে সুখ নেই’, ইন্দ্রনীল-বরখার ডিভোর্সে নাম জড়ায়, কী বলছেন ইশা

ইন্দ্রনীলের সঙ্গে বিচ্ছেদ নিয়ে মুখ খুললেন ইশা।

২০২২ সালে খবর এসেছিল ইন্দ্রনীল সেন ও বরখা বিস্তের ডিভোর্সের। আর সেই সময় শোনা যায়, ইন্দ্রনীল নাকি প্রেমে পড়েছেন ইশা সাহার, সে কারণেই ভেঙে যায় ১৩ বছরের বিয়ে। 

শোনা গিয়েছিল, ইন্দ্রনীল সেনগুপ্ত ও বরখা বিস্তের ১৩ বছরের দাম্পত্য ভাঙায় নাকি হাত ছিল টলিউড অভিনেত্রী ইশা সাহা-র। ‘তরুলতার ভূত’ নামে একটি ছবিতে কাজ করার সময়ই ইশার প্রেমে পড়ে যান ইন্দ্রনীল। একসময় এই খবর নিয়ে কম জলঘোলা হয়নি। সেই ২০২২ থেকেই চলছে নানা জল্পনা-কল্পনা। সম্প্রতি এই নিয়ে কথা বলতে শোনা গেল অভিনেত্রীকে। 

মুক্তির অপেক্ষায় পাশবালিশ। আর তা প্রচারের সময়ই আনন্দবাজারকে জানালেন তিনি ‘সিঙ্গেল’। স্পষ্ট করে দিলেন, প্রেম করছেন না। আর যখন প্রেম করবেন, তখন সেটা জানাবেনও সকলকে। অভিনেত্রী বলেন, ‘যখন মনে হবে, জানানোর সময় এসেছে, জানাব। আমার মনে হয়, সব ক্ষেত্রেই সময় নেওয়া দরকার। কাজের ক্ষেত্রে যেমন, তেমন প্রেমের ক্ষেত্রেও।’

আরও পড়ুন: ‘গোড়ায় গলদ ছিল…’! কদিন আগেই ছিল বিবাহবার্ষিকী, নবনীতার পর কী ইঙ্গিত জিতুর?

ইশা স্পষ্ট করে দেন, তাঁর কাছে ভালোবাসাই আসল। বিয়ের শিলমোহর আলাদা করে সেভাবে গুরুত্ব পায় না সম্পর্কে। অভিনেত্রী বললেন, ‘আসল হল ভালোবাসা। ওটা না থাকলে বিয়ের গুরুত্ব নেই। প্রেম থাক জীবনে। বিয়ে হয়েই য়াবে। বিয়ে তো শুধু দুটো স্বাক্ষরের ব্য়াপার। এরকম অনেক বিয়ে আছে যেখানে সুখটা নেই। প্রেমটা নেই। লোক দেখানো বিয়েটা আছে। ভালো থাকার ছবি আছে। ভালো থাকাটা নেই। আমার ছবি না থাকলেও চলবে। ভালো থাকাটা দরকার।’

আরও পড়ুন: হীরের নেকলস, হাই হিল, সাদা পোশাকে সাজলেন রণবীর! দেখালেন দীপিকার দেওয়া আংটিও

এরপরই মুখ খুললেন ইন্দ্রনীলের সঙ্গে সম্পর্ককে ঘিরে। যদিও সরাসরি একবারও নাম নেননি মুখে। খানিকটা উহ্য রেখেই বলে গেলেন মনের কথা। যেভাবে তাঁর নামে আসা এই খবরে, ট্রোল হয়েছিলেন, তা কতটা আঘাত দিয়েছিল, সেকথাও বললেন অকপটে।

ইশা জানান, ‘পরিবারের লোকেরা আকাশ থেকে পড়ে। তাঁদের কাছে তো নতুন। নিউজ পেপারে হঠাৎ পরে পড়া, তাঁদের কাছে শকিং। আমি মানিয়ে নিয়েছি। আমি বিশ্বাস করি, তুমি শত কিছু করলেও ১০ রকমের নেগেটিভিটি বার করবে সবাই।’

আরও পড়ুন: কৌশাম্বির মুখে লাজুক হাসি, রূপ খোলতাই আইবুড়ো ভাতে! রাতে পরলেন আদৃতের নামের মেহেন্দি

‘সম্পর্ক আছে কি নেই তুমি জানো না। তুমি অনুমান করছ। গসিপ করছ। স্টেটমেন্ট দিচ্ছ। আমার তৃতীয় জিনিসটা নিয়ে সমস্য়া। সিনেমা আর্টিস্টদের নিয়ে এসব জল্পনা হয় জানি। সিনেমার তারকা কেন, পাশের বাড়ির মেয়েটাকে নিয়েও হয়। তবে স্টেটমেন্ট আমিই দিতে পারি বা যার সঙ্গে নাম জড়াচ্ছে সে দিতে পারে। তুমি থার্ড পার্সন। তুমি তো জানো না। আর তুমি যদি অথারিটি হও, যেমন মিডিয়া, তাহলে নিশ্চিত হয়ে দাও। নয়তো ফ্য়াক্টটা দাও। এভাবে হাফ দিও না। ওটা আমার খরাপ লেগেছিল।’, আরও বলেন ইশা। 

কদিন আগে বিচ্ছেদ প্রসঙ্গে প্রশ্ন এলে, ইন্দ্রনীল স্পষ্ট করেছিলেন তিনি আর বরখা বর্তমানে আলাদাই থাকেন। অনেকটা এগিয়েছে ডিভোর্সের প্রক্রিয়া। তাঁদের একমাত্র মেয়েও থাকে মায়ের কাছেই।

Haryana and JNK Election Haryana and JNK Election
বায়োস্কোপ খবর

Latest News

মীন রাশির আজকের দিন কেমন যাবে? জানুন ১৪ অক্টোবরের রাশিফল কুম্ভ রাশির আজকের দিন কেমন যাবে? জানুন ১৪ অক্টোবরের রাশিফল হাসপাতালে ভরতি জুনিয়র ডাক্তার পুলস্ত্য এখন কেমন আছেন? জানালেন NRS-এর চিকিৎসক মকর রাশির আজকের দিন কেমন যাবে? জানুন ১৪ অক্টোবরের রাশিফল ধনু রাশির আজকের দিন কেমন যাবে? জানুন ১৪ অক্টোবরের রাশিফল বৃশ্চিক রাশির আজকের দিন কেমন যাবে? জানুন ১৪ অক্টোবরের রাশিফল তুলা রাশির আজকের দিন কেমন যাবে? জানুন ১৪ অক্টোবরের রাশিফল দায়িত্ব নেওয়ার বদলে পালিয়ে গেলেন? হরমনপ্রীতের শেষ ওভারে ব্যাটিং ঘিরে অনেক প্রশ্ন কন্যা রাশির আজকের দিন কেমন যাবে? জানুন ১৪ অক্টোবরের রাশিফল সিংহ রাশির আজকের দিন কেমন যাবে? জানুন ১৪ অক্টোবরের রাশিফল

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.