দুরন্ত ছন্দে মনিকা বাত্রা। ভারতীয় এই টেবল টেনিস খেলোয়াড় প্রবেশ করলেন সৌদি স্ম্যাশ প্রতিযোগিতার কোয়ার্টার ফাইনালে। বুধবার সন্ধ্যায় জার্মানির প্রতিদ্বন্দী তথা বিশ্বের ১৪ নম্বর বাছাই নিনা মিতেলহামকে হারিয়ে কোয়ার্টারে প্রবেশ করেন ভারতের এই তারকা খেলোয়াড়। এর আগে সেকন্ড রাউন্ডে অবশ্য আরও বড় চমক দেখিয়েছিল মনিকা, সেবার বিশ্বের দ্বিতীয় টেবল টেনিসক খেলোয়াড়কে হারিয়ে দিয়েছিলেন মনিকা। এই ম্যাচেও সেই ধারাই অব্যাহত রাখলেন তিনি। চারবাররে সাক্ষাৎ-এ এই প্রথমবার জার্মানির প্রতিদ্বন্দীকে হারালেন মনিকা, এর আগে তিনবারই তাঁকে হারতে হয়েছিল। মাত্র ২২ মিনিটের মধ্যেই কোয়ার্টার ফাইনালের টিকিট হাতে পেয়ে যান ভারতের এই প্যাডলার।
আরও পড়ুন-IPL 2024- সঞ্জুর আউটের পরই উচ্ছাস, বিতর্ক ধামাচাপা দিতে হাত মেলালেন ক্যাপিটালসের মালিক- ভিডিয়ো
মনিকা বাত্রার বর্তমানে বিশ্বক্রমতালিকায় স্থান ৩৯। ফলে নিজের থেকে অনেকটা এগিয়ে থাকা দুই প্রতিপক্ষের বিরুদ্ধে এই জয় অবশ্যই তাঁর আত্মবিশ্বাস বাড়াবে। আরও ভালো দিক হল, দুই কঠিন প্রতি প্রতিদ্বন্দীর বিরুদ্ধে সহজে জয় পেয়েছেন মনিকা। গত ম্যাচে চার সেটে জয় তুলে নিয়েছিলেন দিল্লির মেয়ে। এই ম্যাচে জিতলেন মাত্র তিন সেটের লড়াইতেই। সৌদি স্ম্যাশ প্রতিযোগিতায় এই প্রথম কোয়ার্টার ফাইনালে উঠলেন মনিকা।
জার্মানির প্রতিপক্ষের বিরুদ্ধে প্রথম সেট থেকেই দাপট দেখাতে থাকেন মনিকা। ১১-৬ ফলে নিনাকে প্রথম সেটে উড়িয়ে দেওয়ার পর ১১-৯ ফলে দ্বিতীয় সেটে জেতেন। এরপর ১১-৭ ফলে তৃতীয় সেট জিতে নেন মনিকা, তাও মাত্র ২২ মিনিটের মধ্যে। এর আগের রাউন্ডে বিশ্বের ২ নম্বর, ওয়াং মানয়ুকে হারিয়েছিলেন মনিকা। তাঁর পক্ষে খেলার ফল ছিল ৬-১১, ১১-৫, ১১-৭, ১২-১০।
আরও পড়ুন-১১ বছরের অপেক্ষার অবসান, PSG-কে হারিয়ে চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে ডর্টমুন্ড
কোয়ার্টার ফাইনালে বিশ্বের পাঁচ নম্বর জাপানের হিনা হায়াতার মুখোমুখি হতে চলেছেন দিল্লির মেয়ে। এবারে বেশ ছন্দে রয়েছেন মনিকা। সাম্প্রতিক পারফরমেন্সের নিরিখে তিনি আবার ভারতীয়দের মধ্যে টেবল টেনিসে এক নম্বর স্থান দখল করতে চলেছে। বর্তমানে শ্রীজা আকুলা এক নম্বরে থাকলেও ধারাবাহিক পারফরমেন্সের জেরে সেই স্থান আরও একবার দখল করতে চলেছেন মনিকা।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।