ক্যাপ্টেন অমরিন্দর সিংয়ের পদত্যাগের পর এক কঠিন সময়ে চরণজিত্ সিং চান্নিকে মুখ্যমন্ত্রী করা হয়েছিল পঞ্জাবে। পরবর্তীতে কংগ্রেস হাইকমান্ড চান্নির উপর ভরসা রেখেই তাঁকে মুখ্যমন্ত্রী পদপ্রার্থী করেছিল। দুটি আসন থেকে লড়েছিলেন চান্নি। তবে দুটি আসনে লড়েও শেষ রক্ষা হল না। দুটি আসনের একটিতেও জিততে পারলেন না পঞ্জাবের বিদায়ী মুখ্যমন্ত্রী। পঞ্জাবে দলিত ভোট নিজেদের দিকে টানতে কংগ্রেস চান্নির উপরই ভরসা রেখেছিল তবে ঝাড়ু ঝড়ে গোটা রাজ্যেই করুণ অবস্থা কংগ্রেসের।
এদিন ভোট গণনা শুরু হতেই ভদৌর আসন থেকে চান্নি আম আদমি পার্টির লাভ সিং উগোকির থেকে পিছিয়ে পড়েন। চমকৌর সাহিব আসন থেকেও আম আদমি পার্টির প্রার্থীর থেকে পিছিয়ে চান্নি। উল্লেখ্য, কতকটা মমতার নন্দীগ্রাম লড়াই থেকে শিক্ষা নিয়েই ভদৌর থেকে ভোটে লড়েছিলেন চান্নি। মালওয়া এলাকার এই আসনটি আম আদমি পার্টির গড় হিসেবে পরিচিত। এদিকে চমকৌর সাহিব থেকে ধারাবাহিক ভাবে লড়ে এসেছেন চান্নি। তবে দুটি আসনেই হার হারলেন তিনি।
উল্লেখ্য, ১১৭ আসন বিশিষ্ট পঞ্জাবে ৯১টি আসনেই এগিয়ে আম আদমি পার্টি। কংগ্রেস এগিয়ে মাত্র ১৭টি আসনে। এদিকে শিরমণি অকালি দল ও বহুজন সমাজ পার্টির জোট ৬টি আসনে এগিয়ে। এদিকে বিজেপি, পঞ্জাব লোক কংগ্রেস দলের জোট এগিয়ে দুটি আসনে।