কর্ণাটক ভোটে কংগ্রেসকেই বুথ ফেরত সমীক্ষায় দেখা যাচ্ছে একক সংখ্যাগরিষ্ঠ দল হিসাবে। ১০ টি এমন বুথ ফেরত সমীক্ষার পর এইচডি দেবগৌড়া পুত্র কুমারস্বামী বলছেন, বিজেপি হোক বা কংগ্রেস, যে পার্টি তাঁর শর্ত পূরণ করবে, সেই পার্টির দিকেই তিনি ঝুঁকে যাবেন।
1/5হাইভোল্টেজ কর্ণাটক বিধানসভা নির্বাচনের ভোটগ্রহণ পর্ব শেষ। এবার অপেক্ষা ফলাফলের। তবে ভোটের পরই বুথ ফেরত সমীক্ষায় উঠে এসেছে এবারের কর্ণাটক ভোটের ফলাফলের আভাস। এদিকে, এই পরিস্থিতিতে প্রাক্তন কন্নড় মুখ্যমন্ত্রী তথা জেডিএস নেতা কুমারস্বামী জোটের পক্ষে সরব হয়েছেন। তবে তার জন্য তিনি পেশ করেছেন কিছু শর্ত। (PTI Photo) (PTI03_01_2023_000071B) (PTI)
2/5কর্ণাটক ভোটে কংগ্রেসকেই বুথ ফেরত সমীক্ষায় দেখা যাচ্ছে একক সংখ্যাগরিষ্ঠ দল হিসাবে। ১০ টি এমন বুথ ফেরত সমীক্ষার পর এইচডি দেবগৌড়া পুত্র কুমারস্বামী বলছেন, বিজেপি হোক বা কংগ্রেস, যে পার্টি তাঁর শর্ত পূরণ করবে, সেই পার্টির দিকেই তিনি ঝুঁকে যাবেন। (ছবি - এএনআই) (PTI)
3/5শনিবার রয়েছে কর্ণাটক বিধানসভা ভোটের ফলাফল। তার আগে, ছোট্ট একটি অবসরে সিঙ্গাপুরের উদ্দেশে রওনা হয়েছেন কুমারস্বামী। তবে এই ছুটি কাটিয়ে এসেই তিনি ভোটঅঙ্কে নজর দেবেন। কুমারস্বামী বলছেন, ‘আমি আত্মবিশ্বাসী যে আমরা ৫০ টি আসন পাব। তবে তারপরও যে পার্টি আমার শর্ত মানবে, তার সমর্থনে যাব আমি।’ (AP) (PTI)
4/5এইচডি দেবেগৌড়ার পার্টি জেডিএস যতবরাই কিং মেকারের জায়গায় সাম্প্রতিককালে গিয়েছে, ততবারই জোট গড়ে, মুখ্যমন্ত্রী পদে বসে শরিককে পরে উদ্বেগে ফেলেছেন কুমারস্বামী। শরিকদলকে বেশ বেগ পেতে হয়েছে কুমারস্বামীকে নিয়ে। সূত্রের দাবি, বিজেপি ও কংগ্রেসের জাতীয় নেতাদের সঙ্গে দেবগৌড়ার সম্পর্ক খুবই ভালো। ফলে জেডিএস কোনদিকে ঝুঁকবে, সেই সিদ্ধান্ত দেবগৌড়াই শেষ পর্যন্ত নেবেন। (ANI Photo) (PTI)