রাতের অন্ধকারে গোপনে নাকি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে দেখা করতে গিয়েছিলেন ন্যাশনাল কনফারেন্সের সভাপতি তথা শ্রীনগরের সাংসদ ফারুক আবদুল্লা এবং তাঁর ছেলে তথা দলের সহসভাপতি ওমর আবদুল্লা। এমনই চাঞ্চল্যকর দাবি করেছেন কংগ্রেস ছেড়ে নিজের দল গড়া গুলাম নবি আজাদ। আজাদের এহেন দাবিকে অবশ্য উড়িয়ে দিয়েছেন বাপ-ছেলে। পাশাপাশি আজাদকে কড়া ভাষায় এই নিয়ে আক্রমণ শানিয়েছেন ওমর। এই নিয়ে তিনি বলেন, 'সময়ই বলবে সত্যি কি। মানুষ সিদ্ধান্ত নেবে যে আসলে গুলাম (দাস) কে এবং আজাদ (স্বাধীন) কে।'
এই নিয়ে সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট করে ওমর আবদুল্লা লেখেন, 'বাহ ভাই গুলাম নবি আজাদ। আজ এত মিথ্যা কথা! ২০১৫ সালে আমাদের কাছে রাজ্যসভা আসনের জন্যে ভিক্ষা চেয়েছিলে তুমি। আবদুল্লারা নাকি ৩৭০ প্রত্যাহারের বিষয়টি জানতেন। তাও আমরা ৮ মাসের জন্য আটক ছিলাম। জম্মু ও কাশ্মীরের একমাত্র প্রাক্তন মুখ্যমন্ত্রী হিসেবে তুমি মুক্ত ছিলে। আবদুল্লারা নাকি গোপনে দেখা করেছিল মোদী-শাহের সঙ্গে। তা সত্ত্বেও আমার বাবা সাংসদ না থাকাকালীন থাকে সরকারি বাসভব থেকে উচ্ছেদ করা হয়েছিল। কিন্তু তোমাকে মন্ত্রীর মেয়াদকালের বাংলোতে থাকতে দেওয়া হয়েছিল। আবদুল্লারা নাকি কাশ্মীরে এক কথা বলে আর দিল্লিতে অন্য কথা। কিন্তু তা সত্ত্বেও রাজ্যসভায় প্রধানমন্ত্রী মোদী তোমার জন্যে কাঁদেন! আর সেই পদ্ম সম্মানের কথা ভুললে চলবে না, যার জন্যে তুমি কংগ্রেস ছেড়েছ এবং চেনাব উপত্যকায় বিজেপিকে সাহায্য করার সিদ্ধান্ত নিয়েছ।' এর আগে মোদী-শাহের সঙ্গে রাতে সাক্ষাতের অভিযোগ প্রসঙ্গে ফারুক আবদুল্লা বলেছিলেন, 'প্রধানমন্ত্রী বা স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে দেখা করার থাকলে দিনেই যাব। রাতে কেন যাব? অযথা মিথ্যা কথা রটানো হচ্ছে। আজাদকেই জিজ্ঞেস করুন তাঁর কত এজেন্ট মোদী-শাহের অফিসে রয়েছে।'
এর আগে এক সাক্ষাৎকারে ডেমোক্রেটিক প্রোগ্রেসিভ আজাদ পার্টির প্রধান গুলাম নবি আজাদ বলেছিলেন, 'আবদুল্লারা শ্রীনগরে একরকম কথা বলেন। জম্মুতে অন্য কিছু বলেন। আবার দিল্লিতে অন্য কথা বলেন। তাঁদের অবস্থান স্পষ্ট নয়। ২০১৪ সালে ন্যাশনাল কনফারেন্স প্রধান ফারুক আবদুল্লা বিজেপির সঙ্গে জোট বাধার জন্য ছক কষেছিলেন। বাবা-ছেলে দুজনেই দ্বিচারিতা করছেন। ফারুক ও ওমর দুজনে সরকার ও বিরোধীদের খুশি করার চেষ্টা করছেন।'
উল্লেখ্য, আজাদের এই বিস্ফোরক অভিযোগের প্রাক্কালে ফারুক জানিয়েছিলেন, আসন্ন লোকসভা নির্বাচনে তিনি ইন্ডিয়া ব্লকের শরিক কংগ্রেসের সঙ্গে জোট বাঁধবেন না। এমনকী মুফতির পিডিপির সঙ্গেও তিনি জোট বাঁধবেন না। এমনকী এও মন্তব্য করেছিলেন, 'ভবিষ্যতে এনডিএতেও যোগ দিতে পারি, সেই সম্ভাবনাও উড়িয়ে দিচ্ছি না।'