দেশ জুড়ে জারি রয়েছে আদর্শ আচরণ বিধি। তবে লোকসভা ভোট এগিয়ে আসতেই রাজনৈতিক নেতা নেত্রীদের মুখে বেশি করে শোনা যাচ্ছে কুকথা। একে অপরকে হুঁশিয়ারি পালটা হুঁশিয়ারি দিচ্ছেন রাজনৈতিক নেতৃত্ব। আর সেই সঙ্গে শোনা যাচ্ছে উত্তপ্ত বাক্যবাণ আর নিদান। নির্বাচন কমিশন এ নিয়ে কয়েকজন নেতাকে সতর্ক করলেও অবশ্য থামানো যাচ্ছে না রাজনৈতিক নেতাদের গরমাগরম নিদান। সেই আবহে ভোটের মুখে এবার নিদান দিয়ে বিতর্কে জড়ালেন বারাসতের বিজেপি প্রার্থী স্বপন মজুমদার।
আরও পড়ুন:‘এখনও দাদাগিরি শুরু করিনি, সব সিধে হয়ে যাবে’, মন্তব্যে ফের বিতর্কে দিলীপ
কী বলেছেন বিজেপি প্রার্থী?
স্বপন মজুমদার বলেছেন, ‘ভারতীয় জনতা পার্টির সমস্ত কার্যকর্তারা চ্যালাকাঠ নিয়ে ভোটকেন্দ্রের বাইরে থাকবে। যারা মস্তানি, গুন্ডামি করতে আসবে তারা রেহাই পাবে না।’ বৃহস্পতিবার অশোকনগরের কল্যাণগড়ে দলীয় কর্মীদের নিয়ে বৈঠক করেন বিজেপি প্রার্থী। সেখানে তিনি দলের কর্মীদের এমন নিদান দেন বলে অভিযোগ। সেখানে বৈঠক শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে এমন মন্তব্য করেন বিজেপি প্রার্থী। তিনি আরও বলেন, ‘এবারের ভোট মমতার চোরেদের ভোট নয়, এটা লোকসভা ভোট। দিদির পুলিশ নয়, দাদার পুলিশদের দিয়ে ভোট হবে অর্থাৎ সশস্ত্র বাহিনী থাকবে তাতে।’
স্বপন মজুমদারের বক্তব্য, এর আগে সমস্ত ভোটেই শাসকদলের নেতারা ভোট লুট করেছে। তবে এবারের ভোটে হার সেটা হবে না। কারণ এবারের ভোটে কেন্দ্রীয় বাহিনী থাকছে। বিজেপি প্রার্থী আরও মন্তব্য করেছেন, বিজেপি ইতিমধ্যে চ্যালাকাঠ তৈরি করতে শুরু করে দিয়েছে। বিজেপি প্রার্থীর এমন মন্তব্যকে কেন্দ্র করে তীব্র শোরগোল পড়ে গিয়েছে রাজনীতিতে। এর তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন তৃণমূল কংগ্রেস নেতারা। তাদের বক্তব্য, এরকম মন্তব্য করে নির্বাচনী বিধি ভঙ্গ করেছেন বিজেপি প্রার্থী। তাই তার বিরুদ্ধে নির্বাচনে কমিশনে যাওয়ার প্রস্তুতি নিচ্ছে তৃণমূল কংগ্রেস।
তৃণমূলের বারাসত লোকসভা কেন্দ্রের প্রার্থী কাকলি ঘোষ দস্তিদার জানান, এটা উস্কানিমূলক মন্তব্য। বিজেপি প্রার্থী প্রায়ই এরকম উস্কানিমূলক মন্তব্য করে থাকেন। গণতান্ত্রিক পদ্ধতিতে মানুষ এর যোগ্য জবাব আগেও দিয়েছে এবারও দেবে। প্রসঙ্গত, বিজেপি প্রার্থী এর আগেও বিতর্কিত মন্তব্য করেছেন। কখনও পুলিশকে দিয়ে এনকাউন্টার আবার কখনও থানা জ্বালিয়ে দেওয়ার মতো বিতর্কিত মন্তব্য করেছেন বিজেপি প্রার্থী। আর এবার চ্যালাকাঠ নিয়ে তৈরি থাকার নিদান দিয়ে বিতর্কে জড়ালেন বারাসতের বিজেপি প্রার্থী।