লোকসভা ভোটের জন্য প্রথম দফায় ৩৯টি আসনে প্রার্থীর নাম ঘোষণা করল কংগ্রেস। সেই প্রার্থী তালিকায় রাহুল গান্ধী, শশী থারুর, ছত্তিশগড়ের প্রাক্তন মুখ্যমন্ত্রী ভূপেশ বাঘেলের মতো প্রার্থীদের নাম থাকলেও পশ্চিমবঙ্গের প্রদেশ কংগ্রেস সভাপতি সপ্তদশ লোকসভায় কংগ্রেসের নেতা অধীর চৌধুরী ঠাঁই পায়নি। এই মুহূর্তে দাঁড়িয়ে হাতেগোনা যে কয়েকজন নেতা পশ্চিমবঙ্গে কংগ্রেসের মুখ থেকে অক্সিজেনের নল খুলে যেতে দেননি, তাঁদের মধ্যে অন্যতম হলেন অধীর। তবে শুধু অধীর নন, প্রথম দফার তালিকায় সার্বিকভাবে পশ্চিমবঙ্গ থেকে একজন প্রার্থীর নামও ঘোষণা করা হয়নি। তার জেরে প্রশ্ন উঠতে শুরু করেছে যে তাহলে পশ্চিমবঙ্গে বাম-কংগ্রেস জোট নিয়ে কি এখনও দোলাচলে আছে কংগ্রেস?
তবে এটাও বিষয় যে লোকসভা নির্বাচনের জন্য প্রথম দফার যে প্রার্থীতালিকা ঘোষণা করেছে কংগ্রেস, তাতে দেশের অধিকাংশ রাজ্যই বাদ পড়ে গিয়েছে। প্রথম তালিকায় শুধুমাত্র কেরল, ছত্তিশগড়, কর্ণাটক, তেলাঙ্গানা, ত্রিপুরা, নাগাল্যান্ড, মেঘালয় এবং লাক্ষাদ্বীপের আসন থেকে প্রার্থীর ঘোষণা করা হয়েছে।ছত্তিশগড়ের ছ'টি আসন, কর্ণাটকের সাতটি আসন, কেরলের সর্বোচ্চ ১৬টি আসন থেকে প্রার্থী ঘোষণা করেছে কংগ্রেস। তাছাড়া তেলাঙ্গানার চারটি এবং মেঘালয়ের দুটি আসনে প্রার্থীর নাম ঘোষণা করা হয়েছে। লাক্ষাদ্বীপ, ত্রিপুরা ও লাক্ষাদ্বীপের একটি করে আসনে প্রার্থীর নাম ঘোষণা করে দিয়েছে কংগ্রেস। সূত্রের খবর, যে রাজ্যগুলির প্রার্থী নিয়ে আলোচনা করা হয়েছে, শুধুমাত্র সেগুলিরও প্রার্থীর নাম ঘোষণা করা হয়েছে।
আর সেই প্রার্থী তালিকা অনুযায়ী, কেরলের ওয়াইনাড থেকে লড়বেন কংগ্রেসের প্রাক্তন সভাপতি রাহুল। ২০১৯ সালে যে আসন থেকে লড়েছিলেন। আমেঠি থেকে হেরে যাওয়ায় সেই আসনের সুবাদে সাংসদ হয়েছিলেন। তবে সূত্রের খবর, এবার আমেঠি থেকেও লড়াই করতে পারেন রাহুল। অন্যদিকে, তিরুবনন্তপুরম থেকে থারুরকে টিকিট দেওয়া হয়েছে। যিনি গতবারও সেই আসন থেকে জিতে সাংসদ হয়েছিলেন। এবার তাঁর বিরুদ্ধে দাঁড়িয়েছেন কেন্দ্রীয় তথ্যপ্রযুক্তি মন্ত্রকের রাষ্ট্রমন্ত্রী তথা বিজেপি নেতা রাজীব চন্দ্রশেখর। আবার রাজনন্দগাঁও থেকে লড়াই করবেন ছত্তিশগড়ের প্রাক্তন মুখ্যমন্ত্রী ভূপেশ বাঘেল।
কংগ্রেসের প্রথম দফার প্রার্থীতালিকা
উল্লেখ্য, ২০১৯ সালের লোকসভা নির্বাচনে তিন অঙ্কের গণ্ডিও পার করতে পারেনি কংগ্রেসের নেতৃত্বাধীন জোট। আর এবারের লোকসভা ভোটের আগে যে ‘সেমিফাইনাল’ হয়েছে, সেখানেও ভরাডুবির মুখে পড়েছে কংগ্রেস। একমাত্র তেলাঙ্গানায় জিতেছে। রাজস্থান, মধ্যপ্রদেশ এবং ছত্তিশগড়ে হেরে গিয়েছে। চূড়ান্ত ভরাডুবির মুখে পড়েছে হিন্দি বলয়ের রাজ্যগুলিতে।