ইভিএম-এর সাথে ভিভিপ্যাটের ১০০ শতাংশ ভোট মিলিয়ে দেখার আর্জির জানিয়ে মামলা হয়েছিল সুপ্রিম কোর্টে। আজ সেই মামলার রায় প্রকাশ হওয়ার সম্ভাবনা আছে বলে জানা যায়। এই আবহে ১১টার কিছু আগে মামলার শুনানি শুরু হয়। তবে সকালের সেশনে এই মামলার রায় দিল না সুপ্রিম কোর্ট। বরং বেশ কিছু ইস্যুতে স্পষ্ট ধারণা পেতে দুপুর দু'টোর সময় নির্বাচন কমিশনের আধিকারিকদের আদালতে হাজির হতে বলা হয়েছে বিচারপতিদের তরফ থেকে। (আরও পড়ুন: 'যোগ্যদের' কী হবে? চাকরিহারাদের সঙ্গে বৈঠক মধ্য শিক্ষা পর্ষদের সভাপতির)
আরও পড়ুন: ২০১৬ প্যানেল বাতিলে স্কুলগুলিতে কতটা শূন্যতা তৈরি হবে? সামনে বিস্ফোরক পরিসংখ্যান
আরও পড়ুন: শাখা প্রশাখা ছড়াতেই মেট্রো নিয়ে উঠল গুরুতর অভিযোগ, ঘটতে পারে বড়সড় বিপদ!
এর আগে গত ১৬ এপ্রিল এই মামলার শুনানি চলাকালীন সুপ্রিম কোর্ট নিজের পর্যবেক্ষণে বলেছিল, যতক্ষণ না কোনও মানুষের হস্তক্ষেপ আসে, ততক্ষণ ইভিএম-এর ফলাফল সঠিকই আসবে। পাশাপাশি ব্যালটের যুগে যে আর ফেরা যাবে না, তাও স্পষ্ট করে দিয়েছে সুপ্রিম কোর্ট। এদিকে মামলাকারী অ্যাসোসিয়েশন ফর ডেমোক্র্যাটিক রিফর্মসের বক্তব্য, প্রতিটি বিধানসভায় ২০০টি ভিভিপ্যাট মেশিন থাকলেও ৫টির বেশি গণনা হয় না। তাদের দাবি ছিল, জালিয়াতির সম্ভাবনা রুখতে ভিভিপ্যাট স্লিপ সংগ্রহ করে ব্যালট বাক্সে ফেলার সুযোগ দেওয়া উচিত ভোটারদের। এদিকে ইউরোপে ব্যালটে ভোট হওয়ার উদাহরণ তুলে ধরা হলে বিচারপতি দীপঙ্কক দত্ত বলেছিলেন, 'একটা ব্যবস্থাকে ভেঙে ফেলার চেষ্টা করবেন না। এমন উদাহরণও দেবেন না। ইউরোপের উদাহরণ এখানে কাজ করে না।' বেঞ্চের অপর বিচারপতি জাস্টিস সঞ্জীব খান্না বলেন, 'ভারতে ভোটারের সংখ্যা ৯৭ কোটি। ব্যালট জমানায় কী ঘটত, সেটা আমরা সবাই জানি। আপনি ভুলে যেতে পারেন, কিন্তু আমরা ভুলিনি।' (আরও পড়ুন: বাবার ১০০% সম্পত্তি যেন সন্তান না পায়, সম্পদ পুনর্বণ্টন নিয়ে বললেন কংগ্রেস নেতা)
আরও পড়ুন: পতঞ্জলি মামলায় বারবার সুপ্রিম ধমক খেয়ে ফের 'বড় আকারের ক্ষমা প্রার্থনা' রামদেবের
আরও পড়ুন: কবে ভারতে বাকি S-400 মিসাইল সিস্টেমগুলি পাঠাবে রাশিয়া? সামনে এল নয়া তথ্য
তবে সম্প্রতি কেরলের কাসারগোড়ে একটি ঘটনা ঘটে মক পোলিংয়ের সময়। এই আবহে ইভিএম নিয়ে নতুন করে বিতর্ক তৈরি হয়। ভিভিপ্যাট নিয়ে প্রশ্ন তোলেন বিরোধীরা। সম্প্রতি কেরলের জনপ্রিয় সংবাদমাধ্যম মনোরমার এক রিপোর্টে দাবি করা হয়েছিল, কেরলের কাসারগোড়ে ভোটগ্রহণের মক ড্রিল হচ্ছিল বুধবার। সেখানে কংগ্রেস, বামেদের এজেন্টরা উপস্থিত ছিলেন। সেই মক ড্রিলের সময়ই নাকি দেখা যায়, ইভিএম-এ বিজেপির জন্য যত ভোট পড়েছে, তার থেকে ১টি বেশি পদ্ম চিহ্নের স্লিপ বেরিয়ে এসেছে ভিভিপ্যাট থেকে। এই রিপোর্ট প্রকাশিত হতেই সুপ্রিম কোর্টের দৃষ্টি আকর্ষণ করা হয়। তবে পরে জানা যায়, এই অতিরিক্ত স্লিপগুলি আদতে 'টেস্ট প্রিন্ট' ছিল। এরপরই সুপ্রিম কোর্টের তরফ থেকে নির্বাচন কমিশনের উদ্দেশে নির্দেশ দেওয়া হয়, 'ভোট প্রক্রিয়া যাতে স্বচ্ছ হয়, তা নিশ্চিত করতে হবে। নির্বাচনী প্রক্রিয়ার পবিত্রতাকে বজায় রাখতে হবে।'