বাংলা নিউজ > ভোটযুদ্ধ > লোকসভার ভোটযুদ্ধ > দ্বিতীয় দফার প্রচার শেষ, কংগ্রেস–বিজেপি কার গ্যারান্টিতে আস্থা রাখবে মানুষ?‌ জানুন

দ্বিতীয় দফার প্রচার শেষ, কংগ্রেস–বিজেপি কার গ্যারান্টিতে আস্থা রাখবে মানুষ?‌ জানুন

রাহুল গান্ধী-নরেন্দ্র মোদী (AFP)

এই লোকসভা নির্বাচনে বিজেপির ইস্যু হল, মোদী কি গ্যারান্টি। আর কংগ্রেস সেখানে রেখেছে ন্যায় গ্যারান্টি। এখন দেখার বিষয়, কোন গ্যারান্টিতে জনগণ সারা দেয়। তবে এই আবহে ইন্ডিয়া জোটকে কড়া আক্রমণ করেছে বিজেপির নেতারা। তাঁরা তুলে ধরেছেন, ইন্ডিয়া জোটে আছে দুর্নীতি, পরিবারতন্ত্র, এবং হিন্দুত্ব।

লোকসভা নির্বাচনের দ্বিতীয় দফার ভোটগ্রহণ পর্ব ২৬ এপ্রিল। মাঝে আর একটা দিন। তাই জোরদার প্রচার চলছে সারা দেশে। আজ, বুধবার বিজেপি শীর্ষ নেতারা এবং ইন্ডিয়া জোটের শীর্ষ নেতারা গোটা দেশের নানা রাজ্যে প্রচার সেরে ফেললেন। কারণ আজ হল প্রচারের শেষ দিন। দ্বিতীয় দফার ভোটপর্বের আগে আজই ছিল শেষ প্রচার। তাই কেউ এক ইঞ্চি জমি ছাড়তে চাননি। এখন ৪৮ ঘণ্টা নীরব থাকতে হবে। আগামী ২৬ এপ্রিল ১২টি রাজ্যের ৮৮টি লোকসভা কেন্দ্রে এবং কেন্দ্রশাসিত অঞ্চলে ভোট হবে। একইসঙ্গে মণিপুরের বাকি অংশে ভোট হবে। এবারের নির্বাচনে মণিপুর জ্বলন্ত ইস্যু।

এদিকে ১২টি রাজ্যের ১২০৬ জন প্রার্থীর ভাগ্য নির্ধারণ হবে আগামী ২৬ এপ্রিল দ্বিতীয় দফার নির্বাচনে। আর কেন্দ্রশাসিত অঞ্চলের দু’‌জন প্রার্থীর ভাগ্য নির্ধারণ হবে সেদিন। এই তথ্য জানিয়েছে নির্বাচন কমিশন। ইতিমধ্যেই ২৬৩৩টি মনোনয়ন জমা পড়েছে। এই বিপুল পরিমাণ মনোনয়নপত্র পরীক্ষার পর সংখ্যা কমে দাঁড়িয়েছে ১৪২৮। দ্বিতীয় দফায় কেরল থেকে সবচেয়ে বেশি মনোনয়ন জমা পড়েছে। সংখ্যাটা হল—৫০০। তার পর রয়েছে কর্নাটক, ৪৯১টি মনোনয়ন জমা পড়েছে।

আরও পড়ুন:‌ ‘‌তারকাটা মহিলা’‌, অগ্নিমিত্রা পালের আক্রমণের পাল্টা জবাব দিলেন দেবাংশু ভট্টাচার্য

অন্যদিকে এই লোকসভা নির্বাচনে বিজেপির ইস্যু হল, মোদী কি গ্যারান্টি। আর কংগ্রেস সেখানে রেখেছে ন্যায় গ্যারান্টি। স্বাভাবিকভাবেই এখন দেখার বিষয়, কোন গ্যারান্টিতে জনগণ সারা দেয়। তার উপরই নির্ভর করছে দেশের সরকার গঠন। তবে এই আবহে ইন্ডিয়া জোটকে কড়া আক্রমণ করেছে বিজেপির নেতারা। তাঁরা তুলে ধরেছেন, ইন্ডিয়া জোটে আছে দুর্নীতি, পরিবারতন্ত্র, সংবিধানকে অপমান এবং হিন্দুত্ব। পাল্টা ইন্ডিয়া জোট কড়া নিশানা করেছে বিজেপিকে। তাঁরা সামনে নিয়ে এসেছে, মোদী সরকারের ইলেক্টরাল বন্ড কেলেঙ্কারি, কেন্দ্রীয় এজেন্সির অপব্যবহার, মূল্যবৃদ্ধি এবং বেকারি–সহ নানা ইস্যু।

এছাড়া অমিত শাহ থেকে রাজনাথ সিং সকলেই নিজেদের প্রার্থীদের হয়ে জোরদার প্রচার করেছে। তাঁদের ভাল গুণ তুলে ধরেছেন। পাল্টা মল্লিকার্জুন খাড়গে, রাহুল গান্ধী কংগ্রেস প্রার্থীদের হয়ে প্রচারে সবকিছু উজাড় করে দিয়েছেন। দ্বিতীয় দফায় রাহুল গান্ধী প্রতিদ্বন্দ্বিতা করবেন ওয়েনাড় থেকে। শশী থারুর প্রতিদ্বন্দ্বিতা করবেন তিরুঅনন্তপুরম থেকে। বিজেপিও এখানে জোর টক্কর দিতে নামছে। সুতরাং হাইভোল্টেজ নির্বাচন দেখবে গোটা দেশ।

ভোটযুদ্ধ খবর

Latest News

‘বাড়ির কাছে মার মন্দির…’, শাঁখাপলা-সিঁদুরে সেজে কেন পুজো দিতে গিয়েছিলেন সোহিনী বৈবাহিক ধর্ষণ কেন 'ব্যতিক্রমী'? সুপ্রিম কোর্টে হলফনামা দিয়ে বোঝাল কেন্দ্র এবার গ্রেফতার আরজি করের টিএমসিপি নেতা আশিস পাণ্ডে, সিবিআই জালে সন্দীপের ডান-হাত 'সামান্থাকে রাজনৈতিক নেতার কাছে পাঠাতে চেয়েছিল নাগার্জুন', ক্ষমা চাইল মন্ত্রী আগামিকাল কেমন কাটবে? ভালো খবর আসবে? জেনে নিন ৪ অক্টোবর শুক্রবারের রাশিফল আসছে মেডিক্যালের নতুন পিজি কোর্স, পড়ানো হবে মেডিক্যাল কলেজে, গাইডলাইন দিল NMC ১০ বছর পরে ICC Women's T20 WC-এ ম্যাচ জিতল বাংলাদেশ, স্কটল্যান্ডকে হারাল ১৬ রানে Sindoor in Astrology: ভাগ্যের মোড় ঘোরাতে পারে সিঁদুর ভয় দেখিয়ে হচ্ছে কাজ! বাংলাদেশে দুর্গা-সহ ৭ প্রতিমা ভাঙচুর, পুজোর আগেই তাণ্ডব ‘আপতত সিঙ্গল থাকতে চাই’,প্রেমে অনীহা সুস্মিতার! এভি-র সঙ্গে কী প্ল্যান এই পুজোয়?

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.