লোকসভা নির্বাচনের প্রাক্কালে পোড়খাওয়া নেতা যদি বেফাঁস মন্তব্য করেন তাহলে তা রাজনীতির ময়দানে প্রভাব পড়বেই। আজ, রবিবার দেখা গেল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর পা ছুঁয়ে প্রণাম করলেন বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমার। হঠাৎ কেন প্রণাম করলেন? এই প্রশ্নের উত্তর যখন সবাই খুঁজছেন ততক্ষণে ভিডিয়ো ভাইরাল। এই প্রণাম করার কারণ হল মঞ্চে বেফাঁস মন্তব্য় করে ফেলার খেসারত। এদিনের জনসভায় নীতীশ কুমার বলেন, ‘এবার চার লক্ষ সাংসদ নিয়ে জয়ী হবেন মোদী।’ পরে সংশোধন করে বলেন, ‘না চার হাজার সাংসদ নিয়ে জয়ী হবেন মোদী।’ বিহারের মুখ্যমন্ত্রীর এই বক্তব্যের ভিডিয়ো ভাইরাল হয়েছে নেটপাড়ায়। আসলে এতগুলি আসন তো গোটা দেশেই নেই।
আজ, রবিবার লোকসভা নির্বাচনে প্রচারে বিহারে আসেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এই রাজ্যের নওদায় একটি জনসভায় যোগ দেন। যে সভামঞ্চে উপস্থিত ছিলেন বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমার। মাত্র তিন মাস আগে এনডিএ জোটে ফিরেছেন নীতীশ কুমার। এবার কোমর বেঁধে নেমে পড়েছেন নির্বাচনী প্রচারে। রবিবার প্রার্থী বিবেক কুমারের সমর্থনে একসঙ্গে প্রচারে নামেন মোদী–নীতীশ। সেখানেই বক্তব্য রাখতে গিয়ে খেই হারিয়ে ফেলেন নীতীশ। আর জনসভার সেই ভিডিয়ো মুহুর্তে ভাইরাল হয়ে যায় নেটদুনিয়ায়। কারণ যেখানে খোদ প্রধানমন্ত্রী স্লোগান দিয়ে থাকেন, আপ কি বার ৪০০ পার। সেখানে ‘চার লাখ’, ‘চার হাজার’ সংখ্যাগুলি বলে হাসির খোরাক হলেন বিহারের মুখ্যমন্ত্রী।
আজ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আগেই নিজের বক্তব্য রাখতে মঞ্চে ওঠেন বিহারের মুখ্যমন্ত্রী। টানা ২৫ মিনিট ধরে ভাষণ দেন। তার মধ্যেই বেফাঁস মন্তব্য করে ফেলায় আলোড়ন পড়ে যায়। নীতীশ কুমার সাফ বলেন, ‘আসন্ন লোকসভা নির্বাচনে চার লক্ষ সাংসদের সমর্থন নিয়ে ক্ষমতায় ফিরবেন মোদী।’ তারপরই জনগণের উল্লাস দেখে বুঝতে পারেন বাড়াবাড়ি হয়ে গিয়েছে। সঙ্গে সঙ্গে নিজের ভুল শুধরে নিয়ে নীতীশের বক্তব্য, ‘চার হাজার সাংসদ নিয়ে এবার মোদীর নেতৃত্বে জিতবেন।’ এবার সঠিক বললেন না। প্রথম ভুল করে আবার দ্বিতীয় ভুল করলেন। নীতীশের এই মন্তব্যের ভিডিয়ো ছড়িয়ে পড়ল সোশ্যাল মিডিয়ায়। যার ড্যামেজ কন্ট্রোল করা যায়নি। এখন অনেক দেরি হয়ে গিয়েছে।
আরও পড়ুন: ‘গণঅবরোধ করে ঘিরে রাখবেন’, ভূপতিনগরের বাসিন্দাদের নিদান দিলেন কুণাল
এছাড়া বিহারের মুখ্যমন্ত্রীর এমন বেফাঁস মন্তব্য নিয়ে আরজেডি’র নেতারা মস্করা করতে থাকেন। লালুপ্রসাদ যাদবের দলের মুখপাত্র সারিকা পাশওয়ান ভিডিয়ো শেয়ার করেন এক্স হ্যান্ডেলে। আর লেখেন, ‘মুখ্যমন্ত্রী চেয়েছিলেন চার লাখ সাংসদ নিয়ে প্রধানমন্ত্রী জিতবেন। পরে হয়তো ভেবে দেখেছেন এটা বেশি হয়ে যাচ্ছে। তাই চার হাজারই যথেষ্ট।’ ২৫ মিনিট ভাষণ দিয়ে নিজের আসনে ফিরে আসেন নীতীশ। তার পরেই পাশে বসে থাকা মোদীর পায়ে হাত দিয়ে প্রণাম করেন। সেই দৃশ্য দেখেছেন সকলে। এটা কি ভুল ভাষণের জন্য প্রায়শ্চিত্ত? উঠছে প্রশ্ন।