বাংলা নিউজ > ভোটযুদ্ধ > লোকসভার ভোটযুদ্ধ > Dev: গোষ্ঠীদ্বন্দ্বের জেরে ‘কেশপুরে লড়াই কঠিন’, অন্যান্য এলাকায় প্রচারে জোর দেবের

Dev: গোষ্ঠীদ্বন্দ্বের জেরে ‘কেশপুরে লড়াই কঠিন’, অন্যান্য এলাকায় প্রচারে জোর দেবের

তৃণমূল কংগ্রেসের ঘাটাল লোকসভা কেন্দ্রের প্রার্থী দীপক অধিকারী ওরফে দেব।

কেশপুরের বিধায়ক শিউলি সাহার সঙ্গে ব্লক সভাপতি প্রদ্যোত পাঁজার মনোমালিন্যের কারণেই এমনটা ঘটেছে বলে তৃণমূল সূত্রের খবর। জানা গিয়েছে, কেশপুর তৃণমূলের তরফে শুক্রবার প্রথম নির্বাচনী কমিটির বৈঠক ডাকা হয়েছিল। সেই বৈঠকে তৃণমূল বিধায়ক এবং ব্লক সভাপতি অনুগামীদের দ্বন্দ্বের কারণে বৈঠক বন্ধ হয়ে যায়। 

একদিকে তৃণমূল প্রার্থী দীপক অধিকারী তথা দেব, অন্যদিকে, বিজেপি প্রার্থী হিরণ চট্টোপাধ্যায়। লোকসভায় একে অপরের প্রতিদ্বন্দ্বী দুই প্রার্থীই হলেন অভিনেতা। ঘাটাল কেন্দ্র থেকে প্রার্থী হয়েছেন দুই অভিনেতা। ফলে ঘাটালে এবার লোকসভার লড়াইটা বেশ জমজমাট হতে চলেছে। তবে তার আগে ঘাটালে বেশ অস্বস্তিতে পড়েছে তৃণমূল কংগ্রেস। কারণ ঘাটালের অন্তর্গত কেশপুর ব্লকে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব প্রকট হয়ে উঠেছে। যার ফলে দলের নির্বাচন কমিটির বৈঠক মাঝপথেই ভেস্তে গেল।

আরও পড়ুন: স্যালাড নয়, কর্মীদের সঙ্গে একসঙ্গে ভালো-মন্দ খেয়েই প্রচার চালাচ্ছেন দেব

আসলে কেশপুরের বিধায়ক শিউলি সাহার সঙ্গে ব্লক সভাপতি প্রদ্যোত পাঁজার মনোমালিন্যের কারণেই এমনটা ঘটেছে বলে তৃণমূল সূত্রের খবর। জানা গিয়েছে, কেশপুর তৃণমূলের তরফে শুক্রবার প্রথম নির্বাচনী কমিটির বৈঠক ডাকা হয়েছিল। সেই বৈঠকে তৃণমূল বিধায়ক এবং ব্লক সভাপতি অনুগামীদের দ্বন্দ্বের কারণে বৈঠক বন্ধ হয়ে যায়। যদিও ব্লক সভাপতি দাবি করেন, কমিটির একটা নামের তালিকা আসার পরে বিতর্ক তৈরি হয়। তারপরে আর বৈঠক হয়নি। অন্যদিকে, বিধায়ক দাবি করেছেন, রমজান মাসের কারণে এরকমটা হয়েছে। 

তবে তৃণমূল এর একটি সূত্রে জানা যাচ্ছে, কেশপুরে নির্বাচনী কমিটি নিয়ে দলের গোষ্ঠী কোন্দল এর আগে প্রকাশ্যে এসেছে। নির্বাচনী কমিটির ক্ষেত্রে সাধারণত দলের জেলা সভাপতি বা ব্লক সভাপতি নির্বাচনী কমিটি গড়েন। কিন্তু, কেশপুরের ক্ষেত্রে সমস্যা থাকায় সেই কমিটি গঠন করেছিলেন রাজ্য সভাপতি সুব্রত বক্সী। শোনা যাচ্ছে, দেবও নাকি বলেছেন, ‘একটা নির্বাচনী কমিটি গড়তে এত কষ্ট।’ সেখানে তিনি বলেছিলেন, ‘তৃণমূলকে শুধুমাত্র তৃণমূলই হারাতে পারে।’ 

আরও শোনা যাচ্ছে, কেষ্টপুর কঠিন বুঝে অন্যান্য বিধানসভা এলাকায় বেশি সময় দিচ্ছেন দেব। উল্লেখ্য, দুবারের সাংসদ দেব ২০১৪ সালে এবং ২০১৯ সালে কেশপুর থেকে প্রচুর লিড পেয়েছিলেন। সেক্ষেত্রে ডেবরা এবার লিড দিতে পারে বলে দেব মনে করছেন। তিনি বলেছেন, ’কর্মীরা সংঘবদ্ধ হলে ডেবরা কেশপুরের থেকে অনেক বেশি লিড দেবে।’ ব্লক সভাপতির অভিযোগ কিছু ব্যক্তি নিজেদের স্বার্থ চরিতার্থ করতে চাইছেন। তবে বিধায়ক শিউলির দাবি, কাউকে বাদ দেওয়া যাবে না। এই সুযোগে তৃণমূলকে কটাক্ষ করেছে বিজেপি। তাদের বক্তব্য, তৃণমূলের সর্বত্রই এখন গোষ্ঠীদ্বন্দ্ব চলছে।

Haryana and JNK Election Haryana and JNK Election
ভোটযুদ্ধ খবর

Latest News

বনবাস কাটিয়ে কামব্যাক, রঞ্জিতে ঝাড়খণ্ডের অধিনায়ক ইশান স্ক্রিনিংয়ে কেউ হাসেনি ওয়ালকাম দেখে, স্ট্রেসের কারণে হাসপাতালে ভর্তি হন পরিচালক সিইও হয়েও করেন HR-এর কাজ! নিজে হাতেই নতুন কর্মীদের চাকরি দেন Zomato CEO কলকাতায় 'আকাশ তিমি' বেলুগা XL, বিমানটি কত লম্বা জানেন? ‘রেপ-টেপ’ বলে ট্রোল হওয়া ডোনার ষষ্ঠী লন্ডনে, সাজুগুজু জম্পেশ, সঙ্গে মেয়ে সানাও 'আরজি করে তাণ্ডব চালানোর ঘটনায় ধৃতদের মালা পরিয়ে বরণ মীনাক্ষী-সহ DYFI কর্মীদের' মীন রাশির আজকের দিন কেমন যাবে? জানুন ১০ অক্টোবরের রাশিফল কুম্ভ রাশির আজকের দিন কেমন যাবে? জানুন ১০ অক্টোবরের রাশিফল মকর রাশির আজকের দিন কেমন যাবে? জানুন ১০ অক্টোবরের রাশিফল ধনু রাশির আজকের দিন কেমন যাবে? জানুন ১০ অক্টোবরের রাশিফল

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.